গল্প | সিনিয়র মিস - পর্ব-০৪ | Senior Miss - Part-04
Writer | Tamim
মিমঃ ওইই একদম বোন বলবি না তাহলে খুন করে ফেলব।। শুন আমি তোকে ভালবাসি তাই তোর ঠোঁটে কিস করার অধিকার শুধু আমার আছে অন্য কারও নেই😡।।
আমিঃ তু অবাক তার এমন কথা শুনে বলে কি মেয়েটা আমায় ভালবাসে😱।। ভাবতেও পারিনি জীবনে কোনো সিনিয়র মেয়ে আমায় এইসব কথা বলবে।। মিম আপু কি সত্যি আমায় ভালবাসে নাকি মজা করছে..? আপু কি বলছেন এইসব মাথা ঠিক আছে তু আপনার..?
মিমঃ আমার মাথা ঠিকই আছে আমি তোকে ভালবাসি এটা সত্যি।। আর শুধু এটাই নয় আমি তোকে অনেক আগে থেকেই ভালবাসি কিন্তু এতোদিন ইচ্ছে করে বলি নি।।
আমিঃ দেখেন আপু এটা একদম ঠিক না আমি আপনাকে সবসময় বড় বোনের চোখে
মিমঃ ঠাসস, আবার বোন বলিস তোকে না বোন বলতে নিষেধ করেছি তা কানে যায় না😠 (আমার কলার চেপে ধরে)।।
আমিঃ তু কি বলব😢..?
মিমঃ বউ বলবি বউ।। এখন বল মিম তুমি আমার বউ।।
আমিঃ না আমি বলব না আর আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন😥।।
মিমঃ না বললে চড় মারতে মারতে গাল লাল করে ফেলব বল বলছি😠।।
আমিঃ আমি কিন্তু আম্মু আব্বুকে সব বলে দিব যে আপনি আমার সাথে কি কি করেছেন।।
মিমঃ বুঝেছি তুই এইভাবে শুনবি না দাড়া দেখাচ্ছি মজা (বলেই কোথা থেকে যেন একটা ছুরি এনে আমার গলায় লাগিয়ে দিল)।।
আমিঃ কিকি করছেন কি কেটে যাবে তু প্লিজ ছুরি সড়ান😰 (ভয়ে ভয়ে)।।
মিমঃ তাহলে বল মিম তুমি আমার বউ।। না বললে এখনই গলা কেটে দিব😡।।
আমিঃ বলছি বলছি, মিম তুমি আমার বউ 😓।।
মিমঃ এবার I Love U বল।।
আমিঃ দেখেন আমি ছোট বলে আপনি কিন্তু আমার উপর জোর কাটাচ্ছেন।। এটা কিন্তু ঠিক না আমি আম্মু আব্বুকে সব বলে দিব আপনার কথা😥।।
মিমঃ বলবি কি না ছুরি দিয়ে গলা কেটে দিব😡 (একটু গলায় চেপে ধরে)।।
আমিঃ না আমি বলছি I Love U
মিমঃ I Love U Too বাবু😘 (বলেই আমার গালে একটা কিস করে বসল)।।
আমিঃ এখন আমায় যেতে দেন প্লিজ আমি বাসায় যাব😓।।
মিমঃ ওকে বাট বাসায় গিয়ে যদি এইসব ব্যাপারে কাউকে কিছু বলিস তাহলে তোর কপালে দুঃখ আছে মনে রাখিস😡।।
আমিঃ না না আমি কাউকে কিছু বলব না তবুও আমায় যেতে দেন প্লিজ।।
মিমঃ ওকে যাউ আর রাতে ফোন দিলে ফোন ধরবা কিন্তু।।
এরপর আর দেড়ি না করে ব্যাগ ঘুছিয়ে সোজা বাসায় চলে আসলাম।। বাসায় এসে নিজের রুমে ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম।। আল্লাহ এ এমন মেয়ে সবকিছু জোর কাটিয়ে নিতে চায়।। না জানি এখন থেকে আমার সাথে কি কি করে।। আসলে সিনিয়র মেয়েদের প্রতি আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই তাই সিনিয়রদের সাথে বেশি কথাও বলি না।। এর চেয়েও বড় কথা এইসব প্রেম ভালবাসা আমার একদম বিরক্ত লাগে।। তাই আজ পর্যন্ত কারও সাথে এইসবে জড়াই নি।।
মাথা একদম কাজ করছে না কি যে করব কিছুই ভেবে পাচ্ছি না তাই পড়া বাদ দিয়ে মোবাইলটা হাতে নিয়ে একটু ফেবুতে লগ ইন করলাম।। অনেক্ষণ ফেবুতে থাকার পর খাবার সময় এসে পরল।। তাই মোবাইলটা রেখে নিচে গিয়ে খাবারটা খেয়ে নিলাম।। খেয়ে আবার উপরে চলে আসলাম।। রুমে এসে যেই না মোবাইলটা হাতে নিতে যাব তখনই ফোনে একটা কল আসে আর সেটা হলো একটা আননোন নাম্বার থেকে।। ধরব কি ধরব না ভাবতেছি কারণ আননোন নাম্বারে আমি বেশিরভাগ কল ধরি না।। তবুও কে না কে হবে এর চেয়ে ভালো ধরেই দেখি কে ফোন করেছে।।
আমিঃ আসসালামু ওয়ালাইকুম কে বলছেন..?
ইমাঃ ওয়ালাইকুম সালাম আমি ইমা বলছি।।
আমিঃ ওহহ ইমা তুমি তা এই সময়ে ফোন দিলা যে কোনো দরকার আছে নাকি..?
ইমাঃ কেন দরকার ছাড়া বুঝি ফোন দেওয়া যাবে না..?
আমিঃ আরে না সেটা না এমনিই বললাম আর কি।।
ইমাঃ ওহহ আচ্ছা খেয়েছ..?
আমিঃ হুম খেয়ে আসলাম মাত্র তুমি..?
ইমাঃ হুম আমিও খেয়ে আসলাম।।
এইভাবে ইমার সাথে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম।। কল কেটে দিয়ে স্কিনের দিকে তাকাতেই দেখি মিম আপুর নাম্বার থেকে ৫টা কল এসেছে কিন্তু ইমার সাথে কথা বলায় ধরতে পারি নি।। এখন কি হবে যদি কাল ভার্সিটিতে পেয়ে জিজ্ঞেস করে কল ধরলাম না কেন তখন কি বলব..? ভাবতে না ভাবতেই আবার মিম আপুর কল চলে আসল।। আর দেড়ি না করে চট করে ধরে ফেললাম।।
মিমঃ ওইই কুত্তা তোর নাম্বার ওয়েটিং দেখাচ্ছিল কেন বল কার সাথে কথা বলতেছিলি..?
আমিঃ আসলে আমার একটা ফ্রেন্ড কল করেছিল তার সাথেই কথা বলতেছিলাম এতক্ষণ (মিথ্যা বললাম নাহলে নিশ্চিত কাল চড়িয়ে চড়িয়ে গাল লাল করে ফেলত)।।
মিমঃ ছেলে ফ্রেন্ড নাকি মেয়ে ফ্রেন্ড..?
আমিঃ ছেলে ফ্রেন্ড
মিমঃ গুড কোন মেয়ের সাথে যেন কথা বলতে না শুনি।।
আমিঃ এখন এইসব কথা বলার জন্য ফোন করেছেন নাকি..?
মিমঃ তাহলে এতক্ষণ ধরে ফোন ধরলা না কেন..? আচ্ছা বাদ দাউ রাতে খেয়েছ..?
আমিঃ জি আপু খেয়েছি আপনি..? (একটু রাগানোর জন্য)
মিমঃ কুত্তা তুই আবার আমায় আপু বলছিস, দাড়া কাল তোকে একবার কাছে পাই আপু ডাকার স্বাদ বের করব।।
আমিঃ তা কালকেই দেখা যাবে এখন ফোন রাখেন আমি ঘুমাব (বলেই ফোন কেটে দিলাম)।।
অনেক ঘুম পাচ্ছে তাই আর দেড়ি না করে মোবাইলটা একপাশে রেখে বিছানায় ঘা এলিয়ে দিলাম।। কিন্তু কিছুতেই ঘুম আসছে না কারণ চোখ লাগালেই মিম আপুর করা কিসের কথা মনে পরে যায়।। অনেক্ষণ এইভাবে করার পর কখন যে ঘুমিয়ে পরলাম খেয়ালই নেই।।
সকালবেলা
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি চলে এলাম।। এসে দেখি মিম আপু উনার বন্ধুদের নিয়ে ভার্সিটির বট গাছের নিচে বসে বসে গল্প করছেন।। এই যে এখন আমি ক্লাসে যাব কি করে।। উনার সামনে দিয়ে গেলেই তু দেখে ফেলবেন আর তখন কি করবেন নিজেই জানেন।। কি করি কি করি একটা বুদ্ধি তু বের করতেই হবে নাহলে এইখানেই দাড়িয়ে থাকতে হবে।। দুরর যা হবার হবে এখন কোনো রকমে ক্লাসেনি যেতে পারি দেখি।।
তারপর ধীরে ধীরে ক্লাসের দিকে এগুতে লাগলাম।। মিম আপুর পাশ দিয়ে যেই না আসতে যাব তখনই উনি আমায় দেখে ফেললেন আর ডাক দিলেন।।
মিমঃ ওইই কই যাস এদিকে আয়।।
আমিঃ যাহ যেটার ভয় ছিল সেটাই হল এখন না গেলেও হবে না তাই বাধ্য হয়ে যেতেই হল।। জি আপু আমায় ডাকছেন..? (মাথা নিচু করে)
মিমঃ ওইই তোকে না আপু বলতে নিষেধ করলাম তারপরও আবার আমায় আপু বলিস😡।।
আপু বলেছে তা তু ঠিকই করেছে।। তুই ওর থেকে কতো বড় তোকে আপু বলবে না তু কি বলবে..? (মিম আপুর বান্ধবীদের মধ্যে একজন বলল)
মিমঃ ও তুই বুঝবি না, আর হে তুই এখন চুপচাপ ক্লাসে যা আর টিফিন টাইম হলে ভার্সিটির কেন্টিনে চলে আসবি তোর সাথে কথা আছে।।
আমিঃ আর কিছু না বলে সেইখান থেকে সোজা ক্লাসে চলে আসলাম।।
ক্লাসে এসে বন্ধুদের সাথে গল্প করতে লাগলাম।। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করানো শুরু করে দিলেন।। দেখতে দেখতে টিফিন টাইম চলে আসল।। এখন যদি মিম আপুর কথামতো কেন্টিনে যাই নিশ্চয় কপালে দুঃখ আছে।। তাই বন্ধুদের বললাম তোরা একটু থাক আমি ওয়াশরুম থেকে আসি।। এরপর ওদের কাছ থেকে সোজা কেন্টিনে চলে আসলাম।।
কেন্টিনে এসে দেখি মিম আপু উনার বান্ধবীদের সাথে নিয়ে বসে আছেন।। ধীর পায়ে হেটে উনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আমায় কেন ডেকেছেন..?
মিমঃ তুই এসেছিস আয় বস এইখানে তোর সাথে আমার বান্ধবীদের পরিচয় করিয়ে দেই।। এ হল ইরা ও হলো ইভা এইভাবে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিলেন।। আর এ হলো (আমায় উদ্দেশ্য করে)
আমাদের পিচ্চি দুলাভাই তাইনা😁 (সবাই একসাথে)।।
আমিঃ ওদের মুখ থেকে দুলাভাই কথাটা শুনে খানিকটা অবাক হলাম সাথে লজ্জাও পেলাম।। তার মানে মিম আপু নিশ্চয় আমার ব্যাপারে ওদেরকে কিছু বলেছেন।।
মিমঃ ওইই চুপ থাক তোরা দেখছিস না ও লজ্জা পাচ্ছে।।
ওমা আমাদের পিচ্চি দুলাভাই লজ্জাও পায়😂 (বলেই সবাই হাসাহাসি করতে লাগল)।।
মিমঃ ওইই তোরা থামবি😡 (রাগ দেখিয়ে)।।
মিম আপুর কথামতো সবাই চুপ হয়েগেল।।
মিমঃ আচ্ছা এখন বল তুই কি খাবি..?
আমিঃ আপনি যা ওর্ডার দিবেন তাই খেয়ে নিব (জানি না করলে শুনবে না তাই এটাই বলে দিলাম)।।
এরপর মিম আপু সবার জন্য খাবার ওর্ডার দিলেন।। কিছুক্ষণের মধ্যে খাবার এসে পরল আর সবাই যার যার মতো করে খেতে শুরু করলাম।। খাওয়া শেষ হলে মিম আপুকে বলে আমার ক্লাসে চলে আসলাম।। এসে যেইনা ক্লাসে ঢুকতে যাব তখনই সামনে ইমা এসে পথ আটকালো।।
ইমাঃ ওইই তুমি কলেজের সিনিয়র মেয়েদের সাথে কেন্টিনে বসে কি করছিলা..?
আমিঃ মানে আমি কখন কার সাথে বসলাম..? (না জানার ভান করে)
ইমাঃ ওইই যে মিম আপু আর উনার বান্ধবীদের সাথে বসলা সেটার কথাই বলছি।
আমিঃ ওহহ মনে পরেছে আসলে উনি আমায় টিফিন টাইমে উনার সাথে দেখা করতে বলেছিলেন তাই গিয়েছিলাম।।
ইমাঃ সেটা ভালো কথা কিন্তু ওদের সাথে বসে টিফিন খেলা কেন..?
আমিঃ আসলে মানে মিম আপু আমায় জোর করে বসিয়ে দিয়েছিলেন তাই বসে পরলাম।।
ইমাঃ কেন কেন উনি তোমায় কেন জোর করে বসাবেন উনি কে হোন তোমার😕..?
আমিঃ আমার প্রাইভেট টিচার😓।।
ইমাঃ কিহহ😲..?
আমিঃ হুম
ইমাঃ কিন্তু কবে থেকে আমায় আগে কখনো বলনি কেন..?
আমিঃ তোমার সাথে তু গতকালই পরিচিত হলাম তাহলে বলার টাইম পাব কোথায়..?
ইমাঃ কিছু বলতে যাবে এর আগেই ক্লাসে স্যার চলে আসলেন তাই আর কিছু না বলে সে তার সিটে গিয়ে বসে পরল আর আমি বন্ধুদের পাশে এসে বসে পরলাম।।
এইভাবে সব ক্লাস শেষ করে ভার্সিটি ছুটি হয়েগেল।। সবাই মিলে ক্লাস থেকে বের হয়ে আসলাম আর যার যার বাসায় চলে আসলাম।। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে একটু ঘুমিয়ে পরলাম।। ঘুম থেকে উঠে আবার মিম আপুর কাছে পড়তে চলে গেলাম।।
এইভাবেই কেটে যাচ্ছিল আমার দিন।। প্রথমে ভার্সিটি তারপর বাসায় এসে মিম আপুর কাছে পড়তে যাওয়া আবার বাসায় এসে পড়তে বসা।। এর মধ্যে মিম আপু আমায় অনেক কেয়ার করতে শুরু করেছে কোনো কিছুতেই অধিকার কাটায় আর যদি উনার কথা না শুনি তাহলে চড়িয়ে গাল লাল করে দেন😣।। আর কোনো মেয়েকে আমার দাড়া কাছে ভুলেও ঘেষতে দেন না আর আমায়ও কোনো মেয়ের সাথে মিশতে দেন না।। যদি কোনো মেয়ের সাথে দেখেন তাহলে অবস্থা পুরা খারাপ করে ছাড়েন।।
তু আজকে ভার্সিটি থেকে ফিরে এসে খাবার খেয়ে বিকালে মিম আপুর কাছে পড়তে গেলাম।। আমি যেতেই উনি এসে রুমের দরজা খুলে দিলেন।।
মিমঃ তুই রুমে এসে বস আমি একটু ওয়াশরুম থেকে আসছি বেশি সময় লাগবে না (বলেই ওয়াশরুমে চলে গেলেন)।।
আর দাড়িয়ে না থেকে টেবিলের পাশের চেয়ারে গিয়ে বসে পরলাম।। বসে বসে অনেক বোরিং লাগছে তাই মোবাইল বের করে একটু ফেবুতে লগ ইন করলাম।। নিউজ ফিডে ঘুরাঘুরি করছি ঠিক তখনই ফোনে একটা কল আসে চেয়ে দেখি ইমার নাম্বার থেকে ফোন এসেছে।।এই মেয়ে আবার এই সময়ে ফোন দিয়েছে কেন..? রিছিভ করেই দেখি কি এমন দরকার পরল যার কারণে এইসময় ফোন দিল।।
আমিঃ হে ইমা বল..?
ইমাঃ কই তুমি এখন..?
আমিঃ আমি তু এখন মিম আপুর কাছে পড়তে এসেছি কেন..?
ইমাঃ তুমি কি একটু আমার সাথে মার্কেটে যেতে পারবা কিছু কেনাকাটার ছিল।।
আমিঃ আরে এখন আসব কীভাবে বললাম তু এখন আমি প্রাইভেটে এসেছি আর মিম আপু আমায় যেতেও দিবেন না।।
ইমাঃ প্লিজ খুব দরকার ছিল দেখ না কিছু বলে আসতে পার কি না প্লিজ (মিনতির শুরে)।।
আমিঃ আরে সত্যি আমি আসতে পারব না।। আচ্ছা একটা কাজ কর তুমি বরং কাল ভার্সিটি ছুটি হওয়ার পর মার্কেটে যাউ।। তখন আমিও ফ্রি আছি আর তোমার সাথে যেতেও পারব😊।।
ইমাঃ আচ্ছা তাহলে এটাই ভালো হবে।। কাল কিন্তু ভার্সিটির পর দুজন মার্কেটে যাব মনে থাকে যেন।। এখন ফোন রাখলাম বাই (বলেই ফোন কেটে দিল)।।
আমিঃ ফোন কেটে দেওয়ার পর যেই না মোবাইলটা পকেটে ভরতে যাব তখনই সামনে চোখ পরতেই দেখি মিম আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন।। ওয়াশরুম থেকে বের হয়ে হয়তো এতক্ষণ ধরে আমাদের কথা শুনছিলেন।। আপু কি আমাদের সব কথা শুনে ফেলছেন, শুনে থাকলে এখন আমার কি হবে আল্লাহ বাচাউ মুঝে😰।।
মিমঃ কার সাথে কথা বলতেছিলি এতক্ষণ..? (আমার কাছে এসে বললেন কথাটা)
আমিঃ ককই কারও সাথে না তু আপনি হয়তো ভুল দেখেছেন (ভয়ে ভয়ে)।।
মিমঃ আমি দেখেছি তুই কার সাথে যেন কথা বলতেছিলি।। সত্যি করে বল কার সাথে কথা বলেছিলি এতক্ষণ😠।।
আমিঃ ওহহ হে আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছিল তার সাথেই কথা বলতেছিলাম এতক্ষণ।।
মিমঃ কই দেখি তোর ফোনটা দে তু (হাত বাড়িয়ে)।।
আমিঃ আমার ফোন কেন আমি আপনাকে দিব..?
মিমঃ দিতে বলছি চুপচাপ দে😠 (রাগ দেখিয়ে)
আমিঃ ভয়ে ভয়ে মোবাইলটা বের করে উনার হাতে দিয়ে দিলাম।। না জানি এখন কি হবে যদি উনি ইমার কল লিস্ট দেখে ফেলেন তাহলে তু আমু শেষ।।
এদিকে মিম আপু মোবাইলটা নিয়েই রিছিভ কলের লিস্ট চেক করতে লাগলেন।। প্রায় কিছুক্ষণ চেক করার পর হঠাৎ সজোরে মোবাইলটা মেজেতে ছুড়ে মারলেন।।
আমিঃ মাথা নিচু করে ছিলাম হঠাৎ কিছু ভেঙে পরার আওয়াজ শুনে সামনে তাকাতেই দেখলাম আমার মোবাইল টুকরো টুকরো হয়ে মেজেতে পরে আছে।। মোবাইল ভেঙে গেছে এটা দেখার পর আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি।। কি বলব খুজে পাচ্ছি না শুধু অসহায়ের মতো ভাঙা মোবাইলটার দিকে তাকিয়ে আছি😢।।
মিমঃ তোর সাহস হলো কীভাবে আমি নিষেধ করার পরও আবার ওই মেয়েটার সাথে কথা বলার😠 (রাগে আমার কলার চেপে ধরে)।।
আমিঃ কিছুক্ষণ চুপ থাকার পর রাগ চরম পর্যায়ে উঠে গেল আর থাকতে পারলাম না।। ঠাসস করে একটা চড় বসিয়ে দিলাম মিম আপুর গালে।।
Wait for next........
No comments