গল্প | সিনিয়র মিস - পর্ব-০২ | Senior Miss - Part-02

Story Writer  -  Tamim


ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।। তারপর ব্যাগ ঘুছিয়ে বের হয়ে গেলাম ভার্সিটির উদ্দেশ্যে।। প্রায় ১০ মিনিট হাটার পর ভার্সিটি এসে পৌছলাম।। ভার্সিটি গেট দিয়ে ঢুকতে যাব তখনই কে যেন আমার গালে ঠাসস করে একটা চড় বসিয়ে দিল।।


চড় খেয়ে সামনে তাকিয়ে তু আমি অবাক কারণ এ আর কেউ না মিম আপু😱।। এদিকে মিম আপু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন যা দেখে আমার হার্টবিট বেড়ে গেল।। উনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন আমি কি করেছি😰।।


মিমঃ ওইই তোকে গতকাল না সকালে ঘুম থেকে তারাতাড়ি উঠতে বললাম।। তারপরও তুই কীভাবে আমার কথা অমান্য করলি😠 (কলার চেপে ধরে)।।


আমিঃ আআপু কিকি ককরছেন ছাড়ুন সবাই দেখছে তু 😰 (ভয়ে তোতলাতে তোতলাতে)


মিমঃ দেখুক তবুও ছাড়ব না আগে বল সকালে তারাতাড়ি উঠলি না কেন..? জানিস আমি সকাল থেকে তোর জন্য ওয়েট করে ছিলাম।। কিন্তু তুই আসছিস না দেখে অবশেষে আমি একাই চলে এলাম।।


আমিঃ সরি আসলে ঘুম থেকে উঠতে পারি নি তাই (আমায় থামিয়ে)


মিমঃ কেন পারবি না হুম..? আমি না গতকাল বলে দিলাম তারাতাড়ি উঠতে😡।।


আমিঃ গতকাল তু আপনি এটাও বলেছেন যে আমায় আর কখনোই মারবেন না তাহলে আজ মারলেন কেন😥..? (কাদো কাদো গলায়)


মিমঃ ওকে এইবারের জন্য মাফ করে দিলাম যা।। নেক্সট টাইম যাতে আর আমার কথার বরখেলাফ না হয়।।


আমিঃ কিছু না বলে চুপ করে থাকলাম।।


মিমঃ এখন ক্লাসে যা আর ভার্সিটি ছুটি হলে গেইটের কাছে দাড়িয়ে আমার জন্য ওয়েট করবি ওকে।।


আমিঃ আচ্ছা বলে সেইখান থেকে সোজা ক্লাসে চলে এলাম।।


এসেই বন্ধুদের পাশে বসে পরলাম তখনই রনি বলে উঠল,,


রনিঃ কিরে মিম আপু আজ তোকে মারল কেন..?


আমিঃ আরে উনার কথা শুনি নাই বলে মারছে😓।।


শুভঃ তা কি এমন কথা বলেছিলেন মিম আপু যা তুই শুনলি না..?


আমিঃ এতোকিছু বলতে পারব না আমার ভালো লাগছে না একটু চুপ থাক তু তোরা😤 (একটু রেগে)।।


আমার কথা শুনে ওরা বুঝে গেছে আমি রেগে আছি তাই সবাই চুপ হয়েগেল।। কিছুক্ষণের মধ্যে ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে শুরু করলেন।। এইভাবে একটা একটা করে সবকটা ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হয়ে আসলাম।।


বাহিরে এসে বন্ধুদের নিয়ে ভার্সিটির গেট দিয়ে বের হতে যাব তখনই পিছন থেকে কে যেন আমায় নাম ধরে ডাক দিক।। পিছনে ফিরে তু আমি অবাক, কারণ এতো একটা মেয়ে আর এই মেয়েটাই গতকালের সেই মেয়েটা😱।। মানে যার কারণে মিম আপু গতকাল আমায় চড় মেরেছিলেন।। কিন্তু এই মেয়েটা এইখানে কেন আর আমায়ই বা কেন ডাকছে😕..?


মেয়েটাঃ কি হল সেই কখন থেকে যে ডাকছি শুনতে পান না..?


আমিঃ না মানে কিসের জন্য ডাকছেন বলুন..?


মেয়েটাঃ সরি কাল আমার জন্য মিম আপুর কাছ থেকে আপনাকে চড় খেতে হল😞 (মাথা নিচু করে)।।


আমিঃ না ঠিক আছে এইখানে সরি বলার কি আছে।। আর এমনিতেও মিম আপু আমায় সবসময় মারেন।।


মেয়েটাঃ কেন কেন মিম আপু আপনাকে সমসময় মারেন কেন উনি আপনার আত্নীয় কেউ হোন নাকি😕..?


আমিঃ এই রে খাইছে এখন একে কি বলি।। না মানে আসলে দোষ করলে মারেন তাই বললাম আর কি।।


মেয়েটাঃ ওহহ আচ্ছা।। বাই দ্যা ওয়েহ আমরা এতক্ষণ ধরে কথা বলছি কিন্তু একে অন্যের নামই জানা হল না।। আমার নাম ইমা আর আপনার..?


আমিঃ জি আমার নাম তামিম।।


ইমাঃ তু আমরা এইভাবে আপনি আপনি করেই কথা বলব নাকি..?


আমিঃ তু কি বলব..?


ইমাঃ যেহেতু দুজন এক ক্লাসে পড়ি তাহলে তুমি করে বলব কেমন..?


আমিঃ কিন্তু


ইমাঃ কোনো কিন্তু নয় যা বলেছি তাই😤।।


আমিঃ আচ্ছা ঠিক আছে বলব।।


ইমাঃ আচ্ছা এখন তাহলে আমি গেলাম কাল দেখা হবে বাই (বলেই চলে গেল)


ইমা চলে যাওয়ার পর আমি যেই না পা বাড়াতে যাব তখনই সামনে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখার পর ভয়ে সমস্ত শরীর কেপে উঠল।। কারণ সামনে মিম আপু দাড়িয়ে আছেন আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন😰।। মনে হচ্ছে এখনই এসে আমায় মেরে ফেলবেন।। তার এমন রুপ দেখে ভয়ে আমার হাত পা কাপতে শুরু করল।।


মিমঃ ঠাসস, ঠাসস লুচ্চা কোথাকার মেয়ে দেখলেই কথা বলতে মন চায় তাইনা..? তোকে গতকাল নিষেধ করার পরও তুই আমার কথা শুনলি না তোর তু দেখছি খুব সাহস বেড়ে গেছে😠 (আমার কাছে এসেই কথাগুলো বললেন মিম আপু)।।


আমিঃ আপু বিশ্বাস করেন আমি ওর সাথে (আমায় থামিয়ে)।।


মিমঃ চুপ বাসায় চল আজকে তোর খবর আছে আমার কথা অমান্য করা তাইনা চল আজ তোকে এর মজা বুঝাব (বলে আমার হাত ধরে টানতে টানতে ভার্সিটির বাহিরে নিয়ে আসলেন)


তারপর একটা রিক্সা ডেকে আমাকে উঠিয়ে নিজেও উঠে বসলেন আর রিক্সাওয়ালাকে রিক্সা চালাতে বললেন।। এদিকে আমি চুপ করে বসে আছি ভয়ে মিম আপুর দিকে তাকাতেও পারছি না।। ভাগ্যিস তখন বন্ধুদের আগেই বিদায় করে দিয়েছিলাম নাহলে এখন যে কি হতো।। প্রায় কিছুক্ষণ বসে তাকার পর রিক্সা এসে আমাদের বাসার সামনে থামল।। মিম আপু আমায় নামতে বলে নিজেও নেমে পরলেন আর রিক্সা ভাড়া দিয়ে রিক্সাওয়ালাকে বিদায় করে দিলেন।।


মিমঃ বাসায় যা আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বিকালে পড়তে চলে আসবি।। যদি না আসিস তাহলে দেখিস আমি কি করি😡 (হুমকি দিয়ে)।।


আমিঃ শুধু মাথা নাড়িয়ে বাসার ভিতরে চলে আসলাম।। কি ভাবছেন মিম আপুর কথা অমান্য করার পরও উনি কিছুই করেন নি কেন।। জানি এখন কিছু করবেন না বিকালে প্রাইভেটে গেলেই এর শাস্তি দিবেন।।


এরপর রুমে এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম।। খেয়ে দেয়ে আবার নিজের রুমে চলে এলাম।। রুমে এসে ভাবছি কি করা যায় মিম আপুর কাছ থেকে কীভাবে বাচা যায়।। নাহহ আমি আর উনার কাছে পড়ব না যাইহোক না কেন।। এই বিষয়ে আব্বুকে বললে তু উনি শুনবেনই না জানি তাই আম্মুকেই বলতে হবে।। দেখি আম্মুকে বলে কিছু করা যায় কি না।। আব্বু হয়তো এখনও বাসায় আসেন নি যাই এই ফাঁকে আম্মুর সাথে কথা বলে আসি।। তারপর বিছানা থেকে উঠে সোজা আম্মুর রুমে চলে এলাম।।


আমিঃ আম্মু তোমার সাথে আমার কিছু কথা আছে।।


আম্মুঃ হুম বল কি বলবি।।


আমিঃ আসলে আমি আর মিম আপুর কাছে পড়ব না😓।।


আম্মুঃ কেন কি হয়েছে পড়বি না কেন..?


আমিঃ পড়ব না তু পড়ব না ব্যস তুমি অন্য কোনো টিচার দেখ আমি আর উনার কাছে পড়ব না।।


আম্মুঃ কারণ টা কি আগে বলবি তু নাকি।।


আমিঃ উনি সবসময় আমায় বিনা অপরাধে মারেন।। এমনকি একটু ভুল হলেও চড় মারেন।। আর জান আজ ভার্সিটিতে কি হয়েছে, ভার্সিটিতে মিম আপু আমায় (আমায় থামিয়ে)।।


আম্মুঃ অপরাধ করলে মারবে এটা স্বাভাবিক আর আমিও ওকে বলে দিয়েছি তোর কোনো ভুল হলে তা ধরিয়ে দিতে।।


আমিঃ তাই বলে যেখানে সেখানে আমায় চড় মেরে বসবে নাকি..? এই দেখ আমায় আজ (আবার থামিয়ে)।।


আম্মুঃ আমি এতো কথা শুনতে চাইনা মিমের কাছে তোকে পড়তেই হবে ব্যস😤।।


আমিঃ না আমি উনার কাছে পড়ব না।।


আব্বুঃ কে কার কাছে পড়বে না শুনি..? (হঠাৎ আব্বু রুমে ঢুকে কথাটা বললেন)


আম্মুঃ ও নাকি আর মিমের কাছে পড়বে না (আমায় উদ্দেশ্য করে)।।


আব্বুঃ কেন পড়বে না শুনি..? (আমার দিকে তাকিয়ে)


আমিঃ না মানে আসলে উনি আমায় (আমায় বলতে না দিয়ে)


আব্বুঃ মিমের নামে আমার কাছে কোনো নালিশ দিতে আসবা না।। আমি জানি ও কেমন মেয়ে, ওর কাছে তোমাকে পড়তেই হবে এইখানে আমি আর কিছু শুনতে চাইনা (হালকা রেগে)।।


আমিঃ জানি আব্বুর সাথে কথা বলে আর পারা যাবে না তাই কিছু না বলে সেইখান থেকে বের হয়ে নিজের রুমে চলে আসলাম😞।।


রুমে এসে মন খারাপ করে বিছানায় শুয়ে পরলাম।। দুরর আর ভালো লাগে না কেন যে আম্মু আব্বু বুঝে না আমার কষ্টটা।। ভালো লাগছে না যখন একটু ফেবুতেই ঢুকি একটু সময় পার করা যাবে।। মোবাইলটা নিয়ে কিছুক্ষণ ফেসবুকিং করার পর বিকাল হয়েগেল।। প্রাইভেটে যাওয়ার সময় হয়েগেছে আব্বুও এখন বাসায় যদি না যাই তাহলে খবর আছে।। এরপর বিছানা থেকে উঠে রেডি হয়ে ব্যাগে বই খাতা নিয়ে মিম আপুদের বাসায় চলে আসলাম।।


বাসার সামনে এসে কলিং বেল চাপ দিতেই কাজের মেয়ে দরজা খুলে দিল।। কিছু না বলে বাসায় ঢুকে সোজা মিম আপুর রুমে চলে এলাম।। এসে দেখি উনি বিছানায় বসে বসে মোবাইল নিয়ে কি যেন করছেন।। আমায় আসতে দেখে বিছানা থেকে উঠে বসতে বলে কোথায় যেন চলে গেলেন।। আমিও টেবিলের পাশের চেয়ারটা টেনে বসে পরলাম আর মিম আপু জন্য অপেক্ষা করতে লাগলাম।।


প্রায় কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ পিছনে দরজা আটকানোর শব্দ পেয়ে পিছনে তাকাতেই দেখি মিম আপু হাতে একটা লাঠি নিয়ে রুমে ঢুকছেন।। রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিলেন আর আমার কাছে এসে বসে পরলেন (হাতে লাঠি আর দরজা লাগানো দুটো জিনিসে খুব অবাক হলাম আর একটু ভয়ও পেলাম হাতে লাঠি কেন..? এইটা দিয়ে আমায় আবার মারবে না তু😰)।।


মিমঃ কি চান্দু ভয় পাচ্ছ নাকি😈..?


আমিঃ আআমি কেন ভভয় পাব (তোতলাতে তোতলাতে)।।


মিমঃ তাহলে তোতলাচ্ছিস কেন..?


আমিঃ কই তোতলাচ্ছি..?


মিমঃ বাদ দে ভার্সিটির কথা মনে আছে কি করেছিলি..?


আমিঃ কি করেছিলাম (না জানার ভান করে)


মিমঃ আমার কথার অমান্য করেছিস আর এখন বলছি কি করেছিলাম..? এখন তোকে এই লাঠি দিয়ে পিঠাব যাতে আর জীবনেও আমার কথা অমান্য করতে না পারিস😡।।


আমিঃ আপু আমায় মাফ করে দেন আমি আর কখনোই এমন করব না সত্যি😢।।


মিমঃ না সোনা তোমায় তু ছাড় দেওয়া হবে না।। একবার যেহেতু ভুল করেছিস সেটা আবার করবি তাই এখন এর শাস্তি তোকে পেতেই হবে।। উঠ, আর এখন ৫০ বার কান ধরে উঠবস কর।।


আমিঃ কিহহ এতবার কীভাবে করব প্লিজ আপু আজকের মতো ছেড়ে দেন আমার ভুল আর কখনো আপনার কথা অমান্য করব না😥।।


মিমঃ ঠাসস করে লাঠি দিয়ে পিঠে একটা মেরে বসল।। তারাতাড়ি দে বলছি নাহলে এই লাঠি দিয়ে তোকে মেরে লাঠি ভেঙে ফেলব😡।।


আমিঃ না না দিচ্ছি তবুও মারবেন না প্লিজ (যে জোরে মেরেছে এরকম ভাবে আরেকটা দিলে আমি শেষ তাই ভয়ে ভয়ে উঠবস করতে রাজি হয়ে গেলাম)।।


মিমঃ হুম তারাতাড়ি দে


আমিঃ না দিলে আবার লাঠি দিয়ে মেরে বসবে তাই ইচ্ছা না থাকা শর্তেও উঠবস করতে হল।। প্রাই একটানা ২০টা দিয়ে বললাম, আপু আমি আর পারছি না প্লিজ এইবারের মতো মাফ করে দেন😢।।


মিমঃ ওকে যা এইবারের মতো মাফ করে দিলাম নেক্সট টাইম যাতে আর কোনো মেয়ের সাথে কথা বলতে না দেখি।।


আমিঃ কিছু বললাম না


মিমঃ এখন বই বের কর আর কালকের পড়াগুলো কই দেখি কমপ্লিট হয়েছে কি না।।


আমিঃ এই নেন দেখুন (বই বের করে দিয়ে)


মিমঃ কিছুক্ষণ দেখার পর, হুম গুড বয় এইভাবে প্রতিদিন পড়া কমপ্লিট করে পড়তে আসবি।।


এরপর আরও কিছুক্ষণ পড়ানোর পর মিম আপু আমায় চলে যেতে বললেন।। ব্যাগ ঘুছিয়ে চলে আসতে যাব তখনই মিম আপু আবার পিছন থেকে ডাক দিলেন।।


মিমঃ শুন কাল সকালে তারাতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে থাকবি।। তোকে সাথে নিয়ে একটু মার্কেটে যাব।।


আমিঃ তাহলে ভার্সিটি যাব কখন..?


মিমঃ একদিন না গেলে কিছু হবে না।। তুই সকালে উঠে রেডি হয়ে থাকিস।।


আমিঃ না আমি আপনার সাথে যেতে পারব না।।


মিমঃ কি বললি তুই আবার বল😡 (এসে আমার কলার চেপে ধরে)।।


আমিঃ না মানে বলছি আমি যাব আপনার সাথে😓 (ভয়ে ভয়ে)।।


মিমঃ এইতু গুড বয় মনে থাকে যেন এখন বাসায় যা আর গিয়ে একটু পড়তে বসবি।।


আমিঃ ওকে


তারপর আর দেড়ি না করে মিম আপুদের বাসা থেকে বের হয়ে সোজা আমাদের বাসায় চলে আসলাম।। বাসায় এসে রুমে গিয়ে কিছুক্ষণ পড়াশোনা করে খেয়ে দেয়ে ঘুমিয়ে পরলাম।।


সকালবেলা

ঘুম ভাঙল ফোনের রিংটোনে, ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিয়ে না দেখেই রিছিভ করলাম।।


ওইই কুত্তা কই তুই এখনও ঘুমিয়ে আছিস তাইনা মনে নেই গতকাল কি বলেছিলাম (অপাশ থেকে কথাগুলো ভেসে উঠল)।।


আমিঃ খালা আম্মা আপনি যাকে এখন ফোন দিয়েছেন উনি এখন ঘুমের দেশে আছেন।। দয়া করে উনার ঘুম ভাঙলে আবার ফোন দিয়েন (বলেই ফোন কেটে দিলাম)।।


Wait for next........


Story | #Senior_Miss

Part | 002

Facebook Group |  Bangla Story 143

No comments

Powered by Blogger.