প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০৯ | Prince Revenge - Episode-09
গল্প | #প্রিন্সের_প্রতিশোধ (#Prince_Revenge)
পর্ব | ০৯
লেখক | #রাকিব_হাসান_রাজ

আমাকে জান্নাত মেম এর রহস্য জানতে হবে।
কে সে কোথা থেকে এসেছে কিবা তার পরিচয়।
পরেরদিন সকাল বেলা, পরপর ২ টা খুনের জন্য অফিস বন্ধ। আমারও তেমন কাজ নেই।
তাই আজকে রিচির কলেজে যাব ভাবছি।
#prince_revenge_episode_09
#bangla_story_143
রিচিকে নিয়ে আজকে কলেজে গেলাম। রিচির মেয়ে ফ্রেন্ডস রা আমার দিকে তাকিয়ে আছে তাতে আমার কিছু যায় আসেনা। আমি কলেজের ক্যাম্পাস এ বসে আছি রিচি তার ফ্রেন্ডস এর সাথে কথা বলছে অন্যদিকে তখনি আমার কাধে কেউ একজন হাত রাখল।
আমি পিছনে তাকিয়ে দেখি এতো রাহুল। রিচির সেই ফ্রেন্ড যার বার্থডে তে গিয়েছিলাম এবং আমাকে ইনফোরমেশন দিয়েছিল।
আমি : আরে রাহুল তুমি কি খবর তোমার?
রাহুল : এই যে ভাইয়া ভালোই খবর, তা আপনার কি খবর আজকে যে কলেজে আসলেন?
আমি : আসলে অফিস বন্ধ তাই আজকে রিচির সাথে কলেজে আসলাম।
রাহুল : ভাইয়া আমাকে একটা হেল্প করতে হবে এই কাজ আপনি ছাড়া আর কেউ করতে হবেনা।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
আমি : কি হেল্প আচ্ছা করব। তুমি আমার যে হেল্প করেছ তার সামনে এই হেল্প কিছু না।
রাহুল : আসলে ভাইয়া রিচি আপনাকে আপন ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে তাই তো?
আমি : হ্যা। কিন্তু রিচির সাথে এই হেল্প এর কি সম্পর্ক?
রাহুল : আসলে ভাইয়া আমি রিচিকে অনেক ভালোবাসি। কিন্তু রিচিকে বলতে ভয় পাচ্ছি। ভাইয়া বিশ্বাস করুন আমি অনেক ভালো ছেলে আমি রিচিকে অনেক ভালোবাসি আপনি যদি রিচির সাথে কথা বলেন।
আমি : আচ্ছা আমি রিচির সাথে কথা বলব কিন্তু তুমি কি আমাকে একটা ইনফোরমেশন দিতে পারবে?
রাহুল : ভাইয়া আমি আপনাকে সবধরনের ইনফোরমেশন দিতে রাজি।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
আমি : আচ্ছা রাহুল তুমি কি জান্নাত নামে কোনো মেয়েকে চিন তোমার বার্থডে পার্টিতে ছিল?
রাহুল : হ্যা। জান্নাত আপু আমার আম্মুর বান্ধবীর মেয়ে।
আমি : তুমি কি আমাকে তার সম্পর্ক এ সকল তথ্য দিতে পারবে?
রাহুল : এই বিষয় এ আপনি আমার আম্মুর সাথে কথা বলতে পারেন আসলে আমি যদি আমার আম্মুর কাছে কোন মেয়ের তথ্য চাই তাহলে বুঝতেই পারছেন কি করবে আমার সাথে...😢😢
আমি : তাহলে তুমি তোমার আম্মুর বান্ধবীর ঠিকানা এনে দিতে পারবে?
রাহুল : কেন পারবনা অবশ্যই পারব।
আমি : তাহলে আজকে রাতে তুমি তোমার কাজ করবে আর আমি আমার কাজ করব।
রাহুল : ওকে ব্রো।
রাত ৮ টা, হোটেলে আমি আর রিচি ডিনার করছি।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
আমি : রিচি তুই কি আমাকে তোর বড় ভাই হিসেবে মানিস?
রিচি : ভাইয়া তুমি জান আমার জীবনে আব্বু ছাড়া একমাত্র তুমিই আছো যে আমাকে এত আগলে রেখেছ তুমি আমার বড় ভাইয়ের থেকে অনেক।
আমি : তোর কি বফ আছে?
রিচি : না।
আমি : তুই কি কাউকে পছন্দ করছ সত্যি করে বলবি?
রিচি : না তেমন কাউকে পছন্দ করিনা তবে রাহুলকে আমার বন্ধুর থেকে বেশি ভালো লাগে।
আমি : ঠিক আছে তাহলে কালকে সকালে তোর কলেজে তোর জন্য একটা সারপ্রাইজ আছে।
রিচি : কি সারপ্রাইজ বলোনা বলোনা ভাইয়া।
আমি : সারপ্রাইজ তো সারপ্রাইজ হয়।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
রিচি : ঠিক আছে ভাইয়া।
আমি ডিনার শেষে রাহুল কে ফোন দিলাম।
আমি : হ্যালো রাহুল আমি রাকিব বলছি।
রাহুল : হ্যা ভাইয়া বলো।
আমি : শোণো কালকে কলেজে রিচিকে প্রপোজ করবে তুমি।
রাহুল : কি বলছ ভাইয়া রিচি কি আমাকে মেনে নিবে।
আমি : তুমি ওকে শুধু প্রপোজ করবে বাকি কাজ নিয়তির উপর বিশ্বাস রাখ কারন রিচিও তোমাকে পছন্দ করে।
রাহুল : সত্যি বলছ ভাইয়া।
আমি : সত্যি বলছি তুমি শুধু প্রপোজ করবে আর কিছুই না। আর আমার কাজ কি হয়েছে?
রাহুল : হ্যা ভাই হয়েছে তুমি এড্রেস নোট কর ***********
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
আমি : ধন্যবাদ রাহুল।
রাহুল : ধন্যবাদ কিসের ভাইয়া এটা আমার দায়িত্ব ছিল
সকাল বেলা আজ আমি অফিসে যাবনা। আমি রাহুল এর দেওয়া ঠিকানা মত চলে গেলাম।
আমি জান্নাত মেম এর বাসার কলিং বেল বাজালাম।
একজন বয়স্ক মহিলা দরজা খুলল।
মহিলা : আপনি কে আর কাকে খুঁজছেন?
আমি : আমি আসলে একটি এনজিও থেকে এসেছি। বাসায় কারা থাকেন আর তাদের আইডেন্টি কার্ড আর বার্থ চার্টিফিকেট এর কপি লাগবে।
মহিলাটি : ঠিক আছে আপনি ভিতরে গিয়ে বসেন আমি মেডামকে ডাক দিই।
আমি ভিতরে সোফায় গিয়ে বসলাম।
মহিলাটি আরেকজন মাঝবয়সী মহিলাকে ডেকে আনল।
আরেক মহিলা : জ্বী আমি আর আমার এক মেয়ে থাকে এই বাসায়।
আমি : ঠিক আছে আপনি আর আপনার মেয়ের ছবি, আইডেন্টি কার্ড এবং বার্থডে সার্টিফিকেট নিয়ে আসেন।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
মহিলাটি : ঠিক আছে আপনি বসেন আমাকে ৫ মিনিট সময় দেন।
মহিলাটি তার রুমে যাওয়ার পর আমি পুরো বাড়ি খুজতে লাগলাম।
একটা রুমে প্রবেশ করলাম মনে হচ্ছে এটাই জান্নাত মেম এর রুম।
কিন্তু এ কি রুমের একপাশের দেওয়াল কাপড় দিয়ে কভার করা।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৯
#prince_revenge_episode_09
#bangla_story_143
আমি কাপড় সরাতেই আমি অবাক,,
আমার মাথা ঘুরছে এই জিনিসটা দেখে,,,,,
চলবে,,,,,,,,,,,,,
No comments