প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০৮ | Prince Revenge - Episode-08


গল্প | #প্রিন্সের_প্রতিশোধ ( #Prince_Revenge)

পর্ব | ০৮

লেখক | #রাকিব_হাসান_রাজ



আমি ছাদে গিয়ে যা দেখলাম তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি।



আমি ছাদে গিয়ে দেখলাম মি. ফিরোজের লাশ পড়ে আছে ফ্লোরে।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৮
#prince_revenge_episode_08
#bangla_story_143


রক্তে ফ্লোর পুরো ভেসে গিয়েছে।



কিন্তু কে ফিরোজ কে মারল। ফিরোজ আমার শিকার ছিল।



আমি ছাদের সব দিক ভালো করে দেখতে লাগলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না।



তখনই আমি ফিরোজ এর লাশের পাশে একটি কানের দুল দেখতে পেলাম।



এই কানের দুল আমার চেনা চেনা লাগতাছে।



আমি ততক্ষণাত ছাদ থেকে নিচে নেমে আসলাম।



কিছুক্ষণের মধ্যে খবর ছাড়িয়ে গেল ফিরোজ মারা গিয়েছে। এইবার ইন্টারপোল, সি বি আই, এফ বি আই সব সংস্থা গুলো লেগে গেল এই খুনগুলো কে করছে তা বের করার জন্য।



সবাই যেখানে ব্যাস্ত সেই মুহূর্ত এ আমি অফিসের সবার ইমেইল এ একটি মেসেজ পাঠিয়ে দেই "দ্যা অওনার ইজ ব্যাক (প্রিন্স) "



এই খবর ও ছড়াতে বেশি সময় লাগেনি।



এজে আর রক্তিম চৌধুরী তো ভয়েই শেষ।



কিন্তু আমি এটা বুঝছিনা যে ফিরোজকে কে মারল?



এই কানের দুল ও আমার অনেক চেনা চেনা লাগতাছে।



আমি খেয়াল করলাম জান্নাত মেম একটু পর পর মুচকি হাসি দিচ্ছে।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৮
#prince_revenge_episode_08
#bangla_story_143


আমার সন্দেহ আরও নিখুঁত হতে লাগল যখন জান্নাত মেম এর কানে একটি দুল আছে।



আমি জান্নাত মেম এর কাছে গিয়ে বললাম



আমি : মেম আপনাকে অনেক খুশি খুশি লাগছে যেখানে অফিসের সবাই চিন্তিত?



জান্নাত : আসলে তেমন কিছু না হঠাত একটা জোক্স মনে পড়ল তাই হাসি পাচ্ছে।



আমি : ওহহ কিন্তু আপনার এক কানে দুল আছে আরেক কানে নেই কেন?



জান্নাত : আসলে কোথায় যে পড়ে গেছে কিন্তু কোথায় তা মনে করতে পারছিনা।



আমি আর কিছু না বলে অফিস থেকে সোজা হোটেলে ফিরে আসলাম।



আমি রিচিকে আর আকবর চাচাকে সব জানালাম। তারা ০২ জনেই খুশি।



আমি এবার বাকি ০২ জনকে সরাসরি এটাক করব কিন্তু তার আগে আমাকে জান্নাত মেম এর রহস্য জানতে হবে।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৮
#prince_revenge_episode_08
#bangla_story_143


আমি পরেরদিন অফিসে গিয়ে অফিসে ডাটা হ্যাক করে জান্নাত মেম এর ফোল্ডার এ গেলাম।



সেখানে তার সকল ইনফোরমেশন আমি প্রেনড্রাইভ এ কপি করে নিলাম।



আমি হোটেলে গিয়ে জান্নাত মেম এর ইনফোরমেশন যাচাই করা শুরু করলাম।



তার জন্ম যে হাসপাতালে হয়েছিল তা পুরো ফলস। তাছাড়া তার যে এড্রেস দেওয়া আছে তাও ফলস।



আমি ভাবতে লাগলাম এই অফিসের সকল স্টাফ চেঞ্জড করতে হবে কারন তারা কোন ইনফোরমেশন চেক না করেই যে কাউকে অফিসে চাকরি দিয়ে দেয়।



আমিও তো একই ভাবে অফিসে জইন করেছিলাম।



না এবার আমার মনে খটকা লাগছে জান্নাত মেম এর সাথে কি শুধু ফিরোজ এর সাথে শত্রুতা ছিল নাকি ০৪ জনের সাথেই শত্রুতা আছে।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৮
#prince_revenge_episode_08
#bangla_story_143


তবে এই ০৪ জন যে লেবেলের খারাপ কাজ করে তাতে তাদের শত্রুদের অভাব নেই।



কালকে আমাকে সব জানতে হবে।




চলবে,,,,,,,,

No comments

Powered by Blogger.