প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০৭ | Prince Revenge - Episode-07
গল্প | #প্রিন্সের_প্রতিশোধ।
পর্ব | ০৭
লেখক | #রাকিব_হাসান_রাজ

হাসপাতালে বসে আছি আমি।
আজকে আমি খুব খুশি কারন আমি আমার শত্রুদের মধ্যে একজনকে শেষ করে দিয়েছি।
আমি আকবর চাচাকে ফোন করে খবর জানালাম। আকবর চাচা অনেক খুশি হলো।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৭
#prince_revenge_episode_07
#bangla_story_143
রিচিকে ফোন করে হাসপাতালে আসতে বললাম।
রিচি : ভাইয়া তুমি ঠিক আছত তোমার কিছু হয়নিতো?
আমি : না আমার কিছু হয়নি। আজকে আমি খুব খুশি কারন আমি আমার একজন শত্রুকে শেষ করে দিয়েছি।
রিচি : অনেক ভালো কাজ করেছ ভাইয়া। কিন্তু তুমি এখন হাসপাতালে এসেছ কেন?
আমি : আমি যখন জসিমের কেবিনে ঢুকলাম তখন দেখি জান্নাত মেম ফ্লোরে শুয়ে আছে আর জসিমের হাতে লোহার পাইপ ছিল।
রিচি : এই জান্নাত মেম আবার কে?
আমি : আরে ওইদিন যে মেয়েকে আমি থাপ্পড় দিলাম সেই মেয়ে।
এইসময় ডাক্তার এলো,,,
ডাক্তার : এখানে মিস জান্নাতের অভিভাবক কে?
আমি : আমি জান্নাত মেম এর কলিগ, উনার কি হয়েছে?
ডাক্তার : উনার মাথার পিছনে আঘাত করা হয়েছে। তাই সেন্সলেস হয়ে গেছে কিন্তু এখন তিনি আউট অব ডেঞ্জার। এখন তার জ্ঞান ফিরে এসেছে তাকে আপনারা নিয়ে যেতে পারেন।
আমি : ঠিক আছে আমি দেখা করে নিচ্ছি। রিচি তুই থাক আমি ভিতরে গিয়ে দেখি মেম কেমন আছে?
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৭
#prince_revenge_episode_07
#bangla_story_143
আমি মেম এর কেবিনে গেলাম।
আমি : মেম এখন কেমন আছেন?
জান্নাত : আই এম ফাইন। আমাকে এখানে কে নিয়ে এসেছে?
আমি : মেম আমি নিয়ে এসেছি আসলে আমি আপনাকে মি. জসিমের কেবিনের বাইরে পড়ে থাকতে দেখলাম। আপনি কিভাবে সেন্সলেস হলেন?
জান্নাত : আসলে আমি কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছিলাম। কিন্তু আপনি সেই সময় অফিসে কি করছিলেন?
আমি : [মেম আমি জানি আপনি মিথ্যে কথা বলছেন কিন্তু আমি সত্যি জেনেই ছাড়ব - মনে মনে]
মেম আসলে আমি আমার ফোন অফিসে ভুলে গিয়েছিলাম তাই ফোন নিতে গিয়েছিলাম।
জান্নাত : ওহহ আমাকে কখন রিলিজ করবে?
আমি : এখনি আপনি রেডি হয়ে নিন আমি টেক্সি নিয়ে আসছি।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৭
#prince_revenge_episode_07
#bangla_story_143
তারপর আমি মেম কে মেমের ফ্লাটে নামিয়ে হোটেলে ফিরে আসি।
এসে টিভি অন করলাম।
আজকের ব্রেকিং নিউজ বিখ্যাত বিজনেসম্যান মি. জসিম এর খুন হলো তার নিজের অফিসে। এই খবর পেয়ে তার ০৩ বিজনেস পার্টনার দেশে ফিরে এসেছে।
এখন শুধু পুলিশ না বরং CBI আর FBI ও এই কেস হাতে নিয়েছে।
আমি শুধু মুচকি হাসলাম কারন প্রিন্স কে ধরা এত সহজ না
সকাল বেলা, আমি তাড়াতাড়ি অফিসে গেলাম।
ভেবেছিলাম আজকে হয়ত অফিস বন্ধ থাকবে মৃত্যু শোকে কিন্তু না, আজকে ইনভেস্টিগেশন অফিসার আসবে তাই সবাইকে উপস্থিত থাকতে হবে।
আমি দ্রুত অফিস পৌছে গেলাম।
আমার সামনে আমার চিরচেনা শত্রু দাঁড়িয়ে আছে কিন্তু আমি তাদের এখানে কিছু করতে পারবনা।
অফিসার রা এসে সবাইকে জিজ্ঞাসাবাদ করল কিন্তু কেউ কিছু বলতে পারলনা।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৭
#prince_revenge_episode_07
#bangla_story_143
দেখলাম জান্নাত মেম ০৩ জনের দিকে রাগি লুকে দেখছে।
আমি এটা ভেবে পারছিনা যে জান্নাত মেম এর সাথে এই ০৪ জনের কি শত্রুতা আর কেনই বা মেম কালকে আমায় মিথ্যে কথা বলেছে।
আমাকে সব জানতে হবে।
সবাই যখন অফিস থেকে চলে যাচ্ছে তখন আমি দেখি আমার চিরচেনা শত্রুদের মধ্যে একজন মানে মি. ফিরোজ ফোনে কথা বলতে বলতে অফিসের ছাদে যাচ্ছে।
এটাই সু্যোগ আরেকজনকে শেষ করার।
আমি অফিসের ছাদে গিয়ে দেখি
মি. ফিরোজ মরে পরে আছে।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৭
#prince_revenge_episode_07
#bangla_story_143
চলবে,,,,,,,,,
No comments