প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০৬ | Prince Revenge - Episode-06


গল্প | #প্রিন্সের_প্রতিশোধ ( #Prince_Revenge)

পর্ব | ০৬

লেখক | #রাকিব_হাসান_রাজ



আজকেই একজনকে উপরে পাঠাতে হবে।


অফিস ছুটির সময় হয়ে এসেছে। সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। এমন সময় জান্নাত মেম কেবিনে আসল,

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৬
#prince_revenge_episode_06
#bangla_story_143


জান্নাত : আপনি এখনো কাজ করছেন কেন অফিসের সময় তো শেষ?


আমি : জি মেম আমি যাব, একটু কাজ আছে শেষ করে যাব আপনি যাবেন না?


জান্নাত : আমি যাব আমার দেরি আছে। আমার আজকে কাজ আছে যেহেতু আজকে অফিসে বস আছে তাই কিছু কাজ আছে।


আমি : আমারও কাজ আছে (মনে মনে)


মেম চলে গেল, অন্যদিকে বোর্ড মিটিং এ--


সব সিনিয়রদের নিয়ে এই মিটিং।


সাথে যেহেতু ৪ জনের একজন এসেছে। তাই আজকে অফিস ছুটির পর মিটিং শুরু হয়েছে। আমি যাইনি, আমি লুকিয়ে আছি স্টোর রুমে। স্টোর রুমের ডুপ্লিকেট চাবি আমি আগেই নিয়ে রেখেছি। 


সন্ধ্যা ৭টা।


মিটিং শেষ হলো সবাই চলে গেছে। শুধু মি. জসিম আর আমি এই অফিসে আছি। আমি স্টোর রুম থেকে বের হয়ে মি. জসিমের কেবিনে গেলাম।


কেবিনে গিয়ে দেখি জান্নাত মেম ফ্লোরে সেন্সলেস হয়ে পড়ে আছে। আর কেবিনের সব জিনিসও ফ্লোরে পরে আছে। মি. জসিম হাতে লোহার পাইপ নিয়ে দাঁড়িয়ে আছে।


সে তার হাতের পাইপ ফেলে দিয়ে জান্নাত মেম এর দিকে হিংস্র ভাবে তাকিয়ে আছে। সে আস্তে আস্তে জান্নাত মেম এর সার্ট এর বোতাম খোলা শুরু করল।


আমি : ওহ নো আমাকে কিছু করতে হবে। বাট কেবিনের দরজা তো লক কি করি?


 পাশে থাকে স্টিলের বক্স দিয়ে কয়েকবার আঘাত করতেই কেবিনের দরজা ভেঙে যায়।


আমি ভিতরে প্রবেশ করলাম

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৬
#prince_revenge_episode_06
#bangla_story_143


জসিম : কে রে তুই আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিস? তুই জানস আমি কে?


আমি : হ্যা আমি জানি তুই কে তুই কতবড় শয়তান একটা হারামি, কুত্তা, যে নিজের বস কে মেরে এখন কোম্পানির বস হয়ে বসে আছে।


জসিম : কে রে তুই, তুই এতো কিছু জানলি কিভাবে? 


আমি : আমি তোর বাপ 😡


জসিম : মানে?


আমি : দ্যা মোস্ট ইন্টারেস্টিং কেরেক্টার অব দ্যা স্টোরি প্রিন্স


জসিম : কোন প্রিন্স? (ভয়ে ভয়ে)


আমি : মনে কর প্রি এন্ড অ গ্রুপ অব কোম্পানির মালিক সেলিম খানের একমাত্র ছেলে প্রিন্স।


জসিম : তুই বেঁচে গেলি কিভাবে সেই দিনের এ্যাটাকের হাত থেকে?


আমি : সেটা তোর না ভাবলেও হবে। তুই এটা ভাব আজকে তুই আমার হাত থেকে কিভাবে বাঁচবি?


জসিম : তুই আমাকে হুমকি দেওয়ার সাহস কোথায় পাইলি?  


বলেই হাতে লোহার পাইপ নিল। আমার দিকে আসছে কিন্তু সে জানেনা এইসব পাইপের আঘাতে আমার কিছু হয় না।


জসিম পাইপ দিয়ে যেই আমার মাথায় মারবে ঠিক তখনই আমি নিচু হয়ে জসিমের পেটে ঘুসি দেই।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৬
#prince_revenge_episode_06
#bangla_story_143


সাথে সাথে জসিমের হাত থেকে পাইপ পরে যায়। আমি তার নাক বরাবর ঘুষি দেই। জসিমের নাক ফেটে রক্ত বের হয়।


আমি : তোকে আর এক মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখবনা।


জসিম : তার আগে আমার গার্ডসরা তোকে শেষ করে দিবে।


আমি : গার্ডসরা আসার আগে তুই বেঁচে থাকলে তো।


বলেই সামনে থাকা পাথরের বল যাকে পেপারওয়েট বলে সেই জিনিসটা দিয়ে মাথা ফাটিয়ে দেই। পুরো ফ্লোর রক্তে ভরে যায়।


আমি চেক করলাম নিঃশ্বাস বন্ধ তার মানে হারামিটা আর বেঁচে নেই।


আমি জান্নাত কে কোলে নিয়ে রেকর্ডস রুমে যাই। সেখানে গিয়ে সব সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিই। তারপর জান্নাত মেম কে নিয়ে হাসপাতালে নিয়ে যাই।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব-০৬
#prince_revenge_episode_06
#bangla_story_143





চলবে,,,,,,,,,,,,,

No comments

Powered by Blogger.