প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০৩ | Prince Revenge - Episode-03

গল্প | #প্রিন্সের_প্রতিশোধ 

পর্ব | ০৩

লেখক | রাকিব_হাসান_রাজ




- আমি আর রিচি ফ্লাইট থেকে নামলাম।


তখনি একজন মেয়েকে দেখলাম যে এয়ারপোর্ট এর বাইরে দাঁড়িয়ে আছে।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০৩
#prince_revenge_episode_03
#banglastory143


মেয়ে বলা ঠিক হবেনা কারন দেখতে পরি দের মত সুন্দর। যে কেউ দেখলে হয়ত প্রেমে পড়ে যাবে।


হয়ত অহনা বেঁচে থাকলে এইরকমই সুন্দর হত। কিন্তু কি লাভ কারন আমি জানি অহনা কখনো আমার কাছে ফিরে আসবেনা।


এইসব ভাবছি তখনি রিচি ধাক্কা দিল।


রিচি : কি হল এভাবে দাঁড়িয়ে পড়লে যে।


আমি : না কিছু না, চল যেতে হবে।


রিচি : হুম চল।


তারপর আমি আর রিচি ক্যাব বুক করলাম তারপর একটি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম।


এই কয়েকবছর এ শহরটা অনেক বদলে গেছে। না জানি আমার শত্রুরা আমার থেকে কত শক্তিশালী হবে তবুও আমাকে যে প্রতিশোধ নিতে হবে।


এরই মধ্যে হোটেলে পৌছে গেলাম। হোটেলে রিসেপসন থেকে রুম বুক করলাম তারপর চাবি নিয়ে রুমে গেলাম। আমার আর রিচির রুম আলাদা তবুও পাশাপাশি। বিকেলে আমি আর রিচি বের হলাম শহরটা ঘুরে দেখার জন্য। রিচি আগে থেকে চেনে তবুও আমার সাথে এলো।


আমি আর রিচি এখন একটা পার্ক এ বসে আছি। এই পার্ক এ সব বড়লোকরা আসে তাই আমার ৪ সত্রু ও আসতে পারে। এক ঘন্টা হয়ে গেল তবুও কারও দেখা পেলাম না। বলে রাখা ভালো যে রিচি আগে থেকে সেই ৪ জনের ছবি সংগ্রহ করে রেখেছে। তাই চিনতে অসুবিধা হবেনা।


হঠাত একজনকে দেখতে পেলাম। সে আর কেউ নয় সে হলো মি.জসিম।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০৩
#prince_revenge_episode_03
#banglastory143


তাই আমি আর রিচি তাকে ফলো করা শুরু করলাম। আমি আর রিচি তার পেছনে হাটা শুরু করেছি। হঠাত একজনের সাথে ধাক্কা খেলাম।


ঠাস্ ঠাস্ আমি ই বসালাম কারন ধাক্কা খাওয়ার ফলে জসিম হারিয়ে যায়।


থাপ্পড় দেওয়ার পর দেখলাম এ আর কেউ নয় সকালে এয়ারপোর্ট এ দেখা সেই মেয়েটি। থাপ্পড় বেশ জোড়েই লেগেছে বুঝা যাচ্ছে। কারণ তার গাল এ আমার আঙুল এর ছাপ বসে গিয়েছে।


আমি : আই এম রিয়েলি সরি মিস। আসলে আমি একটা কাজে যাচ্ছিলাম তাই কাজে বিঘ্ন ঘটায় আমার মাথা ঘরম হয়ে গিয়েছিল।


মেয়েটি আমার দিকে তাকিয়ে কোন কিছু না বলেই অন্যদিকে চলে গেল।


রিচি : মেয়েটি বড়ই অদ্ভুত!


আমি : কেন?


রিচি : কেন আবার তুমি এত জোড়ে থাপ্পড় দেওয়ার পরেও কিছু না বলে চলে গেল।


আমি : হুম ঠিকই বলেছিস। কিন্তু এইসব ব্যাপার নিয়ে না ভাবলেও হবে।


এখন আমাদের নেক্সট এ কি করতে হবে তা ভাবতে হবে।


রিচি : এখন চলো হোটেলে ফিরে যাই।


আমি : হুম চল।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০৩
#prince_revenge_episode_03
#banglastory143


তারপর হোটেলে ফিরে গেলাম। রাতে ডিনার করে গুগল এ চেক করলাম "প্রি এন্ড অ" গ্রুপ অব কোম্পানির মালিক কে? তারপর দেখলাম সেই ৪ জন বর্তমানে মালিক হয়ে বসে আছে। কিন্তু আমাকে যে কোনভাবেই কোম্পানি তে প্রবেশ করতে হবে। তারপর দেখলাম কোম্পানি তে একটি পোস্ট খালি আছে আর সেই পোস্ট আমার জন্য পারফেক্ট।


সকালে আমি আর রিচি অফিসে গিয়ে পৌছালাম। প্রথমে দারোয়ান গেট দিয়ে ডুকতে না দিলেও পরে যখন বললাম চাকরির জন্য এসেছি তখন আমাদের যেতে দিল।


আমি : রিচি ইন্টারবিউ আমি দেব যদি পাশ করি তাহলে তুই ওদের সম্পর্ক এ সব তথ্য নিবি আর আমি অফিসে ওদের উপর নজর রাখব।


রিচি : ঠিক আছে,আমার অনেক বন্ধু আছে যারা অনেক বড়লোক আর অনেক ক্ষমতা তাদের কাছে সাহায্য পাব।


আমি : ঠিক আছে তুই থাক আমি অফিসে প্রবেশ করলাম।


তারপর আমি ইন্টারবিউ রুমে গেলাম সেখানে অনেকেই আছে আমিও গেলাম।


আমি আমার নাম রাকিব বললাম।


এই কোম্পানি তে চাকরি করার সব দক্ষতা আছে। আমি যখন বললাম আমি চাকরির বিনিময়ে অর্ধেক টাকা নিব।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০৩
#prince_revenge_episode_03
#banglastory143


ততক্ষণাত আমাকে চাকরি তে নেওয়া হলো। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো।


কালকে থেকে আমার অফিস শুরু।


আমি যখন সবার সাথে পরিচয় হতে লাগলাম তখন আমি সেই মেয়েকে দেখলাম। কিন্তু সে এই অফিসে কিভাবে?


অফিসের কলিগ : রাকিব উনি হলো মিস জান্নত। আর জান্নাত মেম ইনি হলো আমাদের নতুন কলিগ। আর রাকিব আপনি জান্নাত মেম এর আন্ডারে কাজ করবেন।


আমি এবার বুঝলাম মেয়েটি আমার সিনিয়র পোস্ট এ আছে আর নাম হলো জান্নাত। 


জান্নাত : আমি আপনার সব ফাইল দেখেছি কালকে থেকে আসবেন। আর এখন যান এখন থেকে।


বলেই জান্নাত চলে গেল।


আমি : আপনাদের মেম এমন কেন?


কলিগ : কিছু মনে করবেন না আসলে উনি যবে থেকে জইন করেছে কারও সাথে কথা বলেনা।


আমি : ওহহহ


তারপর আমি রিচিকে নিয়ে হোটেলে যাই।

#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০৩
#prince_revenge_episode_03
#banglastory143



চলবে,,,,,,,,,,,,


No comments

Powered by Blogger.