প্রিন্সের প্রতিশোধ - পর্ব-০২ | Prince Revenge - Episode-02
গল্প | #প্রিন্সের_প্রতিশোধ
পর্ব | ০২
লেখক | রাকিব হাসান রাজ

আমি : তুমি কিভাবে জানলে তারাই আমাকে অনাথ করেছে?
#prince_revenge_episode_02
#banglastory143
আকবর চাচা : কারন ওদের উপর আমার আগেই সন্দেহ ছিল। ওরা ০৪জন অফিসে জয়েন করার পর ব্যবসায়ে লস হতে লাগল।
আমি ঘটনাটা তোমার বাবাকে জানাই আর তোমার বাবা ওদেরকে এই ব্যাপারের তদন্তের দায়িত্ব দেয়। তোমার বাবা তো ভালো একজন মানুষ ছিল। আমি নিজে পরে তদন্ত করে জানলাম তাদের কারনেই ব্যবসায়ে লস হচ্ছে। তারা অফিসের হিসাবে গণ্ডগোল করছে, টাকা সরাচ্ছে ইত্যাদি।
আমি ভেবেছিলাম আজকে তোমার বাবাকে সব কথা জানাব কিন্তু তার আগেই এই দূর্ঘটনা ঘটে গেল। এটা কোন এক্সিডেন্ট ছিল না। আমি ওদের উপর নজর রাখি। তারা তো প্রথমে তোমার জন্মদিনের কেকে বিষ মিশিয়ে ছিল।
আমি : কি বল চাচা! আমাদের কেকে বিষ ছিল কই কেউ তো মরল না?
আকবর চাচা : কারন, আমি সেই কেক সরিয়ে অন্য কেক রেখে দিই। তাদের এই প্লেন এভাবে ফ্লপ হবে তারা ভাবেনি কিন্তু তারা ব্যাকআপ প্লান বানিয়ে রেখেছিল। তারা লোকাল গুণ্ডা দের সাহায্যে সবাইকে মেরে ফেলে আর পরে পুরো বাড়ি তে আগুন লাগিয়ে দেয়।
আমি কিছুই করতে পারলাম না। আমার কাছে যে কোনো প্রমাণ নেই। আমি শুধু তোকে বাছিয়ে এনেছি। আর কাউকে বাঁচাতে পারলাম না।
আমি : চাচা অহনা কই ওকে তো দেখছি না?
চাচা : জানি না বাবা। অহনা মামনি কে তো দেখলাম না সেও হয়তো সেই আগুনে পুড়ে মরে গেছে।
আমি : অহনাও কি আমাকে ছেড়ে চলে গেছে? সেই তো আমার একমাত্র খেলার সঙ্গী ছিল। আমার বাবা মা নেই। এখন আমি কাকে নিয়ে বাঁচবো? আমি এখন কি করবো চাচা? আমি কি বাবা মা আর অহনা প্রতিশোধ নিতে পারব না?
চাচা : তোকে তো বেঁচে থাকতে হবে। তোর বাবা মায়ের প্রতিশোধ নিতে হবে। তুই এভাবে হেরে গেলে কি করে হবে?
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০২
#prince_revenge_episode_02
#banglastory143
আমি : কিন্তু কি করে চাচা? তারা তো ভয়ংকর। আমি কি তাদের সাথে পেরে উঠব?
চাচা : তোকে তো পারতে হবে বাবা। আমাদের কাছে কোন প্রমাণ নেই। তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যু। তোকে তৈরি হতে হবে তোর ভবিষ্যতের জন্য। আমি তোকে সাহায্য করবো। তোকে এমন ভাবে তৈরি করব তুই যেন ভবিষ্যতে ও তার মোকাবেলা করতে পারিস।
আমি : ধন্যবাদ চাচা। আমি প্রতিশোধ নিব তাদের উপর যারা আমার বাবা মা আর অহনাকে কেড়ে নিয়েছে আমার কাছে থেকে।
চাচা: এখন যা ফ্রেশ হয়ে নে আমরা আজই শহর ছেড়ে পালিয়ে যাব। কারণ তারা এখন আমাকে খুঁজছে। আমাকে পেলে তারা জেনে যাবে যে তুই বেঁচে আছিস। ওদেরকে জানতে দেয়া যাবে না যে তুই বেঁচে আছিস। তোকে তো এখনো অনেক তৈরি হতে হবে। অনেক কাজ করতে হবে অনেক কঠিন পথ বেছে নিতে হবে।
আমি: জি চাচা।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০২
#prince_revenge_episode_02
#banglastory143
তারপর আমি আর চাচা নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন এ চলে যাই। সেখানে চাচার পরিবার থাকে। চাচার একজন মেয়ে ছাড়া কেউ নেই। আমাকে তাদের ফ্যামিলির একজন বানিয়ে নেয়। চাচার মেয়ে আমার থেকে ছোট। নাম রিচি।
আমি পড়াশোনা শেষ করে বিভিন্ন বড় বড় ফাইটিং ক্লাসে ট্রেনিং নেওয়া শুরু করলাম। আমি যে যে ট্রেনিং নিয়েছি তা শুধু স্পেশাল কমান্ড বা এজেন্ট রাই নিয়ে থাকে। আমার ট্রেনিং কমপ্লিট।
৬ মাস আগে,
আমি : চাচা আমার ট্রেনিং তো শেষ তাহলে আমি নিউইয়র্ক এ ফিরে যাই।
চাচা : বাবা আমি তো চাই যে তুই প্রতিশোধ নে কিন্ত বাবা ওরা যে এখন অনেক বড় মানুষ হয়ে গেছে। তোদের পুরো কম্পানির মালিক এখন তারা।
আমি : চাচা তুমি জান আমার তাতে কিছু যায় আসেনা। আমি প্রস্তুত এখন তাদের সাথে মোকাবেলা করার জন্য।
চাচা : আমি জানি বাবা যে তুমি প্রস্তুত।
কিন্তু আমি যে তোমাকে একা যেতে দিতে পারবনা। আমার স্ট্রোক হয়েছে তাই আমি হাটতে পারিনা নাহলে আমি তোর সাথে যেতাম।
আমি : চাচা আমাকে নিয়ে এত ভেবোনা আমার কিছুই হবেনা।
চাচা : তোকে তো একা ছাড়তে মন চায় না। তুই এক কাজ কর তুই বরং রিচিকে নিয়ে যা। রিচি গত ২ বছর ধরে সেখানে গিয়ে ইন্টার ফাইনাল এক্সাম দিয়েছে।
আমি তো ভেবেছিলাম ওকে এখানে পড়াশোনা করাব কিন্তু আজ যখন তুই প্রস্তুত তখন ওকে তোর সাথে পাঠাব। তাছাড়া ওতো রাস্তাঘাট সব চেনে নিউইয়র্ক এর।
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০২
#prince_revenge_episode_02
#banglastory143
আমি : চাচা রিচিকে এত রিস্কে ফেলা কি ঠিক হবে।
রিচি : কিসের রিস্ক হ্যা? আমি যাব তোমার সাথে আমার কিছু হবেনা।
আমি: তুই এখানে?
রিচি : আমি তোমাদের সব কথা শুনেফেলেছি। আমি ওখানে গিয়ে পড়ালেখা করব বাবা।
চাচা : ঠিক আছে তা কবে যাবি?
আমি : কাল গেলে ভালো হয় চাচা।
চাচা : ঠিক আছে তুই যা ভালো মনে করছ। এখন রুমে গিয়ে বিশ্রাম করে নে।
রিচি : ঠিক আছে বাবা।
তারপর যে যার মত ব্যাগ গুছিয়ে নিলাম। কাল সকালে চাচাকে বিদায় জানিয়ে বের হলাম এক ছেড়ে যাওয়া অতিতের পিছু নিতে। জানিনা কি হবে আমাদের। রিচিও ভালো মেয়ে সবসময় মানুষ এর উপকার করে।
আমার ছোট হলেও ভালো বন্ধু হয় আমার। সব কথা সেয়ার করি ওর সাথে ফ্লাইটে বসে কথা ভাবছিলাম তখনি ফ্লাইট ল্যান্ড হল। যখনই এয়ারপোর্ট থেকে বের হব তখনই.........
#প্রিন্সের_প্রতিশোধ_পর্ব_০২
#prince_revenge_episode_02
#banglastory143
চলবে,,,,,,,,,,,
[বি:দ্র: জানি এই গল্প এর কাহিনি রাবি তেজার অমর আকবর অ্যান্থনির মতো। অনেকেই এই কথা বলবেন। কিন্তু না অনেক আলাদা অনেক টুইস্ট আছে এই গল্পে। পরের পর্বে আরও টুইস্ট আছে]
No comments