অফিসের দেমাগি বস - পর্ব -০৯ | Officer demagi boss - Part-09
অফিসের দেমাগী বস ♠
লেখকঃ অভি আহমেদ রাজ
পর্ব- ৯
৫ মিনিট পরেই মেঘা দরজা খুলে বাইরে আসলো৷ ওরে আল্লাহ্ এতো এ মেয়ে করছে কি? কেয়ার মতো মেঘাও একটা কালো শাড়ী পড়েছে৷ খাইছে রে না জানি কেয়া কি বলে৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
কিন্তু বাস্তবিক ওকে অনেক সুন্দর লাগছিল একদম কেয়ার মতো সুন্দরী লাগছিল৷ কিছুটা জমজ বোনের মতো লাগছে৷ না না কি বলছি আমি এইসব? নিজেই লুচ্চা হয়ে গেলাম নাকি সত্যি সত্যি? তবে দুইজনকেই মনে হচ্ছে দুই রাজকন্যা৷ এহ ছি কি বলছি আমি লুচ্চার মতো৷ (বক্কর কন্ট্রোল কর, কন্ট্রোল কর৷)
সবাই একসাথে বেরিয়ে পড়লাম৷ সারাদিনে অনেক জায়গা ঘুরলাম৷ বিভিন্ন প্রকারের জীব জন্তুর পিক তুললাম৷ সাথে নিজেদের পিকও তুললাম হাসের ঠোঁটের মতো মুখ করে🦆৷
এই সময়গুলাতে মেঘা প্রতিটা মিনিট আমার সাথে ছিল আর এমন ভাবে ছিল যে মনে হচ্ছে আমাকে আর ওকে আঠা দিয়ে জোড়া লাগানো হয়েছে৷ আর ওদিকে কেয়া লুচির মতো ফুলছে মেঘাকে দেখে৷ ওর হিংসা হচ্ছে মেঘার জন্য৷ কারণ ও আমার শরীরে ঘেষে আছে৷ কিন্তু কেয়া একটা কাজ ভালো করেছে নিশিকে ওর সাথে রেখে৷ কারণ ওকে ছাড়লে আমার কাছে আসবেই৷ রাতে বাসায় আসার সময় একটা হোটেল থেকে পেট ভরে ভালো ভালো খাবার খেয়ে আসি৷
রাত ১০টায় হোটেলে ফিরলাম৷ সবাই যে যার যার রুমে যেয়ে ফ্রেস হয়ে নিয়েই একটা ঘুম😴৷ সঠিক পরিমানে খাওয়া হয়েছে তাই ঘুম আসতে দেরি হলো না৷
পরেরদিন সকালে ঘুম থেকে ফ্রেস হয়ে রুমে বসে ছিলাম ল্যাপটপ নিয়ে৷ একটু fb তে ঢুকলাম৷ দেখি মেঘার পিচ্চি বোনটা রিয়া মেসেজ করেছে৷ আগেই বলেছি ও ক্লাস ৯ এ পড়ে৷ ওর সাথে ভালো মন্দ একটু কথা৷ আর ওকে জানালাম যো আমরা ৩য় দিনের দিন ব্যাক যাচ্ছি বাংলাদেশ৷ পিচ্চিটার নাকি WhatsApp ও আছে। connect করে নিলাম ওর সাথে৷ তারপরে ল্যাপটপ আর মোবাইল রেখে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি৷ যেই ভাবা সেই কাজ৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
বিছানা থেকে উঠে অন্যমনস্ক হয়ে দরজার কাছে যেয়ে দরজা খুলে বের হবো এমন সময় মেঘাও সেখানে আসে৷ আসে ওর সাথে আমার ধাক্কা লেগে যায়, যার ফলে ওর ঠোঁট আর আমার ঠোঁট লেগে যায়৷ সঙ্গে সঙ্গে দুইজনের শরীরেই বিদ্যুৎ বয়ে গেল৷ যদিও চুমু দিয়েছে কেয়া কিন্তু এভাবে হঠাৎ হওয়াই এমন হলো৷
তখনই নিজেকে ছাড়িয়ে নিলাম আর ওদিকে মেঘা মাথা নিঁচু করে ফেলেছে৷ লজ্জায় মেঘার গাল লাল হয়ে গেছে৷ ওর হাত কাপছে৷
ওর হাত কাপা দেখেই ভয়ে অটোমেটিকলি আমার হাত আমার গালে চলে গেল যাতে থাপ্পরটা না লাগে৷..
আমি : মে...ঘা....(তুতলিয়ে বললাম)
মেঘা : ...........(লজ্জায় লালহয়ে গেছে)
আমি : দেখো ক্ষমা করো, আমি বুঝতে পারিনি এমনটা হবে৷ সরি প্লীজ।
মেঘা : আমি কিছু মনে করিনি৷
তারপরেই মেঘা দৌড়ে ওর রুমে চলে গেল৷ জীবনের প্রথম মেঘা কারো ঠোঁটের স্পর্শ পেল৷ আর ওর কপাল এতোই ভালো যে ভালোবাসার মানুষটার ঠোঁটের ছোয়াই পেল সে৷ হ্যাঁ ভাই ঠিকি শুনেছেন মেঘাও নীলকে ভালোবাসে৷ কিন্তু বলতে ভয় পায়৷ অবাক হওয়ার কিছুই নেই৷ মনের উপর কেউ আয়ত্ব রাখতে পারেনা৷ মনটাই বেহায়া৷
মেঘা নীলকে আরো কয়েকমাস আগে থেকেই ভালোবাসে৷ কিন্তু বলতে পারেনি কারণ এতে যদি তাদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায় এই ভয়ে৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
পরেরদিন বিকেলে সবাই মিলে আবার সেই বারে গেল৷😇৷ ওখানে প্রায় ২ঘন্টা যাবৎ সময় কাটিয়ে মন ভালো করলো৷ সবাই বসে বসে জুস খাচ্ছে৷ কিন্তু নিশি উঠে একটা ছেলের সাথে গা লাগিয়ে নাচছে৷ ধ্যাত কিই আর বলব এমন লুচ্চাকে নিয়ে৷
এদিকে মেঘা আকাম করে বসে আছে৷ কি অকাজ করছে শুনবেন? সবাই জুস নিয়ে খাচ্ছিলো কিন্তু মেঘা ভূল করে Alcohol মেশানো জুস টাই নিয়ে খাচ্ছে৷ আমাদের অজান্তেই ২ গ্লাস খেয়ে ফেলেছে৷ তারপরে যখন আমরা বুঝতে পারলাম তখন মেঘা মাতাল হয়ে গেছে৷ শুধু উল্টা পাল্টা বকছে আর ওখানে রাখা সোফায় এলিয়ে পড়ছে৷
কি আর করার এসব দেখে খারাপ লাগছিল তাই সবাই চলে আসতে চাইলাম কিন্তু মেঘা আসতে চাইছে না৷ জোর করে বাইরে আনলাম কিন্তু ছোট বাচ্চাদের মতো ভাব করে বসে পড়েছে৷ তাই বাধ্য হয়ে আমি ওকে কোলে নিয়ে লিফটে উঠলাম৷ লিফটে উঠে কেয়ার দিকে তাকাতেই কলিজার পানি শুকিয়ে গেল৷ রেগে আছে প্রচন্ড রেগে আছে৷ দাঁতে দাঁত চেপে রেখেছে তাহলে ভাবুন কেমন রাগী৷ এদিকে মেঘা আমার গাল টানছে, নাক টানছে আর বলছে..বাবু তুমি খুব কিউত☺
কেয়া : ও তো আমাকে ভালোই বাসেনা৷ ছোটলোক একটা৷ লুচ্চা ছেলে৷ তাহলে আমি বার বার ওর জন্য এমন কষ্ট পাচ্ছি কেন? না আর কোনো কষ্ট পেতে পারবো না আমি৷ লাগবেনা ওমন জানোয়ার ছেলেকে৷ (মনে মনে বলল)
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
আমি মেঘাকে কোলে করে নিয়ে যেয়ে বিছানায় শুয়ে দিয়ে বাইরে আসতেই।
কেয়া : এই শোন ফকিন্নির বাচ্চা৷ কাল আমরা চলে যাচ্ছি রাতের ফ্লাইট৷ (সবাই অবাক কারণ আমাকে কি বলল😒)
আমি : এটা কেমন ভাষা ম্যাম?
কেয়া : মুখের উপর কথা বলিস তুই।
ঠাসসসসসসসসসসসসস।
কষিয়ে একটা থাপ্পর বসিয়ে দিলো আমার গালে৷ সবাই শক খেয়ে গেল৷ আর আমি তো দ্বিগুণ৷ হঠাৎ করেই সামান্য একটা কারণে থাপ্পর মারবে মানুষের সামনে?
প্রচন্ড খারাপ লাগছিল৷ কোনো কথার উত্তর না দিয়েই রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম৷ কারণ কালকেই চলে যাবো৷ জেগে থাকলেই কান্না পাবে সেজন্য ঘুমিয়ে পড়লাম৷
আজকে আমরা চলে যাবো বাংলাদেশে কি যে ভালো লাগছে৷ সবকিছু প্যাকিং করে চলে আসলাম ইয়ারপোর্টে৷ কালকের ঘটনা সিমি মেঘাকে বলেছে যে ও মাতাল হয়েছিল তাই লজ্জায় আমার সাথে কথা বলতে পারছেনা৷
ইয়ারপোর্টে বসে আছি সবাই৷ তখন কি যেন মনে হলো তাই ওদের থেকে একটু সরে এসে ডাটা অন করলাম৷ কয়েক সেকেন্ড পরেই দেখি WhatsApp এ রিয়া কল দিয়েছে৷ হঠাৎ এই সময় এর কল কেন? রিসিভ করলাম৷
.
আমি : কি ব্যাপার আপু এখন কল কেন? ঘুমাও তুমি..😘😘
রিয়া : ..........(ফোফাচ্ছে মনে হচ্ছে)
আমি : কি হলো আপু টার? কেউ বকা দিয়েছে বুঝি?😚
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
রিয়া : এখানে ফোন দিলাম কারণ তোমার সিম বন্ধ পাবো কিনা সেটা ভেবে৷ তাই এখানে কল দিলাম..(ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলল)
আমি : উমম ঠিক আছে আপু কিন্তু কাঁদছো কেন?
রিয়া : ভাইয়া...(বলেই জোরে কেঁদে দিলো)
এইবার আমারও টেনশন শুরু হয়ে গেছে এতোক্ষণ ধরে কাঁদার মেয়ে না রিয়া৷ কিছু একটা হয়েছে নিশ্চয়ই৷
রিয়া : বাবা কথা বলবে...(কান্না করছে এখনও)
আমি : হুম দাও
আংকেল : বাবা তোমরা কবে ফিরবে?,,(এমন ভাবে কথা বলছে যেন দম বের হয়ে যাবে ওনার),,
আমি : আংকেল আজ রাতেই একটু পরেই ফ্লাইট৷ আপনি এমন ভাবে কথা বলছেন কেন আংকেল? কোনো সমস্যা হয়েছে?
আংকেল : হ্যাঁ বাবা অনেক বড় সমস্যা হয়ে গেছে৷,,(মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে ওনার),,
আমি : কি সমস্যা বলুন আংকেল তাড়াতাড়ি আমার কেমন যেন খারাপ কিছুর আভা লাগছে৷..(প্রচুর টেনশন হচ্ছে)
আংকেল : মেঘার মা আর বেঁচে নেই।
মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়লো৷ পায়ের নিচের জমিন সরে গেল৷ লাইফের সবথেকে বড় ব্যাড নিউজ এটা৷ আমি পুরাই স্তব্ধ হয়ে গেলাম৷ এখন মেঘার কি হবে
☹🙁
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৯
#Officer_Demagi_Boss_Part_09
#banglastory143
♦♦♦
♦♦
♦
চলবে.................................
লেখার ভূল ক্ষমার চোখে দেখার অনুরোধ
No comments