অফিসের দেমাগি বস - পর্ব -০৮ | Officer demagi boss - Part-08
অফিসের দেমাগি বস 🖤
লেখক : অভি আহমেদ রাজ
পর্ব : ০৮
🔰 ৭ম পর্বের পর থেকে 🔰
আমাদের মানে কেয়া আর আমার সাথে সাথে ওই ৩ হাদারামও আসলো৷ একটু সামনে যেতেই সবার চোখ ছানাবড়া৷ সবার চোখ বড় বড় হয়ে গেল৷ আর মেঘা একটা চিল্লানি দিয়েই চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরল😑😑(সালার সব কিছুর মধ্যেও আমার বিপদ হবেই😭৷ না জানি কেয়া এইবার কি করে😨)
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
রুমের মধ্যে একটা সাদা চামড়ার লম্বা মানে দেখতে অনেক সুন্দর ছেলেটা৷ জামা কাপড় পড়ছে আর নিশি মেয়েটা বিছানায় মাত্র ২টা কাপড় পড়ে আছে৷ মেয়েরা যে কাপড় ভেতরে পড়ে শুধু সেই দুইটা৷ কতোটা নির্লজ্জ মেয়ে তাহলে৷
আমাদের সেখানে দেখে তার কোনো মাথা ব্যথা নেই৷ আমাদের সামনে দিয়েই ওর কাপড় নিয়ে বাথরুমে চলে গেল ওভাবে৷ আমাদের সবার চোখ ডিমের মতো বড় বড় হয়ে আছে৷ আর মেঘা তো জোরে একটা চিল্লানী দিয়েই আমাকে জড়িয়ে ধরে আছে৷ এটা দেখে কেয়া নিশির দিকে তা তাঁকিয়ে আমার দিকে তাঁকিয়ে আছে৷ আর প্রচন্ড রাগে কটমট করে তাঁকিয়ে আছে আমার দিকে৷ মনে হচ্ছে সব দোষ আমিই করলাম৷😞😞
আর মেঘাও বলি হাড়ি৷ কোন দুঃখে আমাকে জড়িয়ে ধরতে হবে৷ প্রায় সময় ওর জন্যই বাঁশ খেতে হচ্ছে বাল😭😭কেমনডা লাগে৷
ওদিকে কেয়া চোখ বড় বড় তাঁকিয়ে আছে৷ আমি তখনই মেঘাকে ছাড়িয়ে হনহন করে আমার রুমে চলে আসলাম৷ আর পেছনে মাসুম সাহেবও আসল৷ সবাই অনেক লজ্জা পেয়েছে নিশি ওমন রূপ দেখে৷ কেমন মেয়েরে বাবা ১দিনও হলোনা আসা আর একসাথে ২টা ছেলে জোগায় করে যা না তাই করা শেষ৷ ছি ভাবতেও লজ্জা লাগছে৷ মেঘা আর সিমি নিজের রুমে চলে গেল।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
এদিকে কেয়া আচ্ছা তালে নিশিকে বকা দিচ্ছে৷ কিন্তু নিশির তো কথা গায়েই লাগছে না৷ আসলেই মা* একটা৷ নয়তো এইসব কাজ কেউ বিয়ের আগে করে নাকি ছি৷ সব দোষ কেয়ার৷ ওকে কোন দুঃখে নিয়ে আসতে হবে শুনি 😒
এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেলাম আর এদিকে মাসুম সাহেব আসছি বলেই বাইরে চলে গেল৷ আমি গোসল করে একটা টাওয়াল পড়ে বের হতেই ভ্যাবাচেকা খেয়ে গেলাম৷ কারণ হারমজাদী থুক্কু নিশি আমার সামনে দাঁড়িয়ে আছে৷ আমার থেকে ৮-১০হাত দূরে৷ আর আমার শরীর ভালো করে দেখছে৷ ওর ঠোঁট নিজেই কামড়াচ্ছে আর আমার দিকে এমনভাবে তাঁকিয়ে আছে যে, আমি যেন ওর কোনো লোভনীয় খাবার৷ খুব ভয় করতে লাগলো যদি আমার ওপর নির্যাতন চালায় 😣
আমার আবার ঘুরে বাথরুমে যেতে ধরব তখনই নিশি বলে উঠল...
নিশি : ভূলেও নড়বানা নয়তো তোমার টাওয়াল টান দিবো৷😋
আমি : কিহহহ!..(হায় আল্লাহ্ মেয়ে বলে কি! এর লজ্জা শরম কিছুই নেই৷ আল্লাহ্ বাঁচাও আল্লাহ্ বাঁচাও..মনে মনে বলছি)
নিশি : হুম৷ wow your looking so hot & sexy😋 তোমাকে কাচাই খেয়ে ফেলতে ইচ্ছা কর....(আর বলতে পারলো না)
-ঠাসসসসসসসস
কেয়া : ওই কুত্তী কি বাজে বলিস যা বলছি এক্ষুনি রুমে যা৷ নয়তো মেরে পুতে রাখবো৷ লুচ্চামী করার জায়গা না এটা৷
নিশি : কিন্তু...(গালে হাত দিয়ে)
কেয়া : দূর হ নাইলে আরো দিমু।
নিশি : যাচ্ছি..তবে নীলকে তো খেয়েই ছাড়বো৷ (আমার দিকে তাঁকিয়ে বলল)
একটা থাপ্পর মারার পরে এইসব কথা হলো৷ তারপরে নিশি চলে গেল আর আমি হাফ ছেড়ে বাঁচলাম৷ তবে ওর শেষের কথায় ভয় লাগছিল😣😣৷ সত্যি সত্যি যদি আমার ওপর হামলা চালায়৷ আল্লাহ্ বাঁচায় নিও🤲🏻
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
কেয়া : আর তুই ছোটলোক লুচ্চা, নিজের শরীর ওই মাগীটাকে দেখাতে ভালো লাগছিল তাইনা? (একদম রেগে গেছে কথা শুনেই বোঝা যাচ্ছে)
আমি : আমি তো আবার বাথরুমে যেতে লাগছিলাম কিন্তু ওর কথায় আর পা ধাপ তুলতে পারলাম না৷
কেয়া : ওহ ও তোকে খেতে চাইছে এটা বলল আর থেমে গেলি না? বাহ্ লুচ্চা।
আমি : না এটা বলেনি, ও বলেছে আমি এক ধাপ নড়লেই টাওয়াল টান দিবে সেই ভয়ে আর নড়তে পারিনি৷
কেয়া : থাক আর বলতে হবেনা৷ তা আমার সামনেও কি এমন করে থাকবি নাকি কিছু পড়বি?
হায়রে খোদা ভূলেই গেছিলাম তো যে একটা টাওয়াল পড়ে আছি৷ জলদি করে একটা ট্রাউজার আর একটা গেঞ্জি পড়ে নিলাম৷ তখন কেয়া অবশ্য অন্য দিকে মুখ ফিরে ছিলো😇
কেয়া : পরেরবার যদি এমন কিছু দেখি তাহলে তোর চাকরী শেষ মনে কর।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
আমি : ম্যাম ওই নিশিই বার বার আসে আমি তো যাইনা৷ (করুনার সুরে)..
কেয়া : চুপ তুই যেমন লুচ্চা ঠিক নিশিও তেমনটায়৷
আমি : আমাকে ওর সাথে তুলনা করতে পারলেন ম্যাম?😞
কেয়া : হুম পারলাম কারণ এটাই সত্যি..
আমি : বিশ্বাস করুন আমাকে নিয়ে আপনার যতো খারাপ ধারনা সব ভূল৷
কেয়া : ওহ তাই? মানে ঢাকাতে থাকতে নিজের চোখে যা দেখেছি সেসবও ভূল, মিথ্যা তাইনা? বেস প্রমাণ তো হয়েই গেল যে তুই লুচ্চা, প্রতারক, মিথ্যুক৷
আমি : চোখে দেখা সবকিছু সত্য হয়না ম্যাম।
কেয়া : চুপকর ছোটলোক, লুচ্চা কোথাকার।
আমি : হুম..
আর কোনো কথা না বলে কেয়া হনহন করে রুম থেকে বের হয়ে চলে গেল৷ মনটা একদম খারাপ হয়ে গেল কেয়ার এমন ব্যবহারে৷ ভূল বুঝে আর কতো অপমান করবে আর আমাকে কতো সহ্য করতে হবে তা আল্লাহ্ ই জানে😔😔।
রাতে আর কোনো খাবার খাইনি৷ না খেয়েই শুয়ে পড়লাম৷ পরদিন সকালে ঘুম থেকে উঠে শুধু কফি খেয়েই কাটালাম৷ অতিরিক্ত মন খারাপ করছে কালকের ওর কথার জন্য৷ বিকেল ৪টায় আবার মিটিং রুমে যেতে হবে৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
প্রস্তুতি নিয়ে চলে আসলাম ১৮তলায়৷ আমি,,কেয়া,,মেঘা,,মাসুম আর সিমি৷ যথারীতি ৪টার সময় মিটিং শুরু হলো৷ কেয়া বকবক করতে করতে বসে পড়ল৷ তারপরে আমি উঠে অনেকটা সময় ধরে কথা বললাম আর ওদের ঠিকমতো বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম যতোটা আমার দ্বারা সম্ভব৷ এককথায় আমি আমার বেষ্টটা দিলাম ওদের বোঝানোতে৷
মিটিং শেষে ওদের কোম্পানীর মালিক জন এসে কেয়ার সাথে হ্যান্ডসেক করল৷ আর হাসি মুখে বলল..
জন : ডিল ফাইনাল মিস বিউটি...(সালা লুচ্চা😒)
কেয়া : থ্যাংস জন, থ্যাংস এ লট৷
আমাদের মুখেও হাসি ফুটলো কিন্তু আমার মন খারাপ থাকায় তেমন আনন্দ হলোনা৷ কেয়া আর জন আরো কিছু কথা বলে চলে আসলো৷
তারপরে আমরা সোজা ৮তলায় হোটেল রুমে চলে আসলাম৷ এসে ফ্রেস হয়ে নিলাম৷ খুব ক্ষুধা পেয়েছে তাই খাবারের অর্ডার দিয়ে বসে আছি৷ ১০মিনিট পরে দরজায় বেল বাজলো৷ হিহিহি খাবার চলে আসছে😀
আমি যেয়ে দরজা খুলে খাবার নিয়ে এসে বসেই Pizza & burger গিলতে লাগলাম থুক্কু খেতে লাগলাম৷ দুইটা বার্গার😋উমম খুব ট্যাশ🐸
আরো ১দিন কাটালাম হোটেলের মধ্যেই৷
মোট ৩দিন কাটল৷ ৪র্থ দিনের দিন সবাই বায়না ধরল বাইরে ঘুরতে যাবে৷ কারণ এদেশে দেখার মতো অনেক কিছু আছে৷ অনেক পার্ক চিড়িয়াখানা রয়েছে যার সৌন্দর্য অনেকগুন বেশি৷
তবে আমাদের দেশের মতো সবুজ শ্যামল না৷ খুব মিস করছিলাম প্রিয় মাতৃভূমিকে৷
সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম৷ আমার রুম থেকে বের হতেই নিশির সাথে দেখা৷ আমি কালো রঙের প্যান্ট আর শার্ট পড়েছি৷ আর আমাকে দেখেই বলল..
নিশি : wow just,your looking so handsome (ঠোঁট কামড়িয়ে বলল)
আমি : Oh! Thank you.
নিশি : আমাকে দেখতে কেমন লাগছে?
আমি : সুন্দর৷ (ফালতু দেখায় লুচ্চা মাইয়া ফালতু..মনে মনে বললাম😂)
নিশি : tnx babe.
আমি : ম্যাম কোথায়? আমরা সবাই তো রেডি৷
নিশি : এক্ষুনি বের হবে তো..
কেয়া : এইতো আ....
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৮
#Officer_Demagi_Boss_Part_08
#banglastory143
আর বলতে পারলো না৷ সেই হা করেই চোখ বড় বড় করে আমার দিকে তাঁকিয়ে আছে৷ আজকে ওর তাঁকানো দেখে মনে হচ্ছে আমাকে গিলে খাবে চোখ দিয়েই৷ সবাই কি লুচ্চা নাকী🤔৷
🔰🔰🔰
🔰🔰
🔰
চলবে,,,,,,
No comments