অফিসের দেমাগি বস - পর্ব -০৭ | Officer demagi boss - Part-07
অফিসের দেমাগি বস 🖤
লেখক : অভি আহমেদ রাজ
পর্ব : ০৭
কাছে যেয়েই বড় ধরণের একটা শক খেলাম৷ কারণ এই মেয়েটা ওই ই৷ পুরাই একটা মা* 🤬🤬 কিন্তু এই মা* টা এখানে কি করছে?
আমি কাছে যেতেই মেয়েটা আমাকে চিনে ফেলল৷ আর হ্যাঁ ওর নাম ই তো বললাম না৷ ওর নাম নিশি😒৷ পাক্কা শয়তান একটা মেয়ে৷
নিশি : আরে আরে নীল না? (আমাকেই বলল)..
আমি : জ্বী..
নিশি : তা কেমন আছো?
আমি : জ্বী আলহামদুলিল্লাহ্ ভালো..আপনি?
নিশি : আমিও ভাল৷ অনেক দিন পরে দেখা হলো৷ তা এখন কোথায় থাকো? কি কোনো কাজ করছো নাকি? আর এখানে এইসময় কি করছো?
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
কেয়া : হয়েছে তোর বকবক? ওই ছোটলোকটা আমার কোম্পানীতে কাজ করে৷ আর ওকে নিয়েই যাচ্ছি ডিল কনফার্ম করতে৷
নিশি : ওহ গুড৷ তাহলে তো ভালোই হবে৷ একসাথে সময় কাটানো হবে৷ তা ঢাকাতে কোথায় থাকো?
আমি : আমি তো..
আর বলতে পারলাম না৷ তার আগেই কেয়া নিশির হাত ধরে হনহন করে ইয়ারপোর্টের ভেতরে চলে গেল৷ আমরাও সেখানে না দাঁড়িয়ে সবাই ইয়ারপোর্টের ভেতরে যেয়ে চেয়ারে বসে আছি৷ একটু পরেই বিমানে উঠলাম😌 (কত্তো যে ভালা লাগাতাছে রে..মনটা আমার উরু উরু করে🤓)
আমি আগে আগেই প্রবেশ করে আমার সিটে বসে পড়লাম৷ একসাথে মোট তিনটা করে সিট লাগানো৷ হুহাহ বিজনেস ক্লাস সিট😌৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
আমি যেয়ে বসে পড়লাম তবে আমার সিটটা মাঝখানের৷ পাশে আরো দুজন বসবে৷ আমি বসতেই একপাশ দিয়ে মেঘা আসলো৷
মেঘা : আমার সিট টা খুঁজে দাও না৷ এই নাও দেখো এইটা সিট নাম্বার ****৷
আমি : বসো এখানে।
মেঘা : আজব তো এখানে কেন বসবো?
আমি : আরে গাধী মেয়ে তোমার সিট এটাই..
মেঘা: হুহ আমি গাধী না৷ প্রথমবার উঠেছি তাই আরকি😒..
আমি : আচ্ছা বাবা সরি৷ এখন বসো৷
মেঘা : হুহ ব্যাগটা উপরে রাখো৷
আমি : হুম দাও।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
তারপরে আমি মেঘার ব্যাগটা উপরে রাখার জায়গা আছে ওখানে রাখলাম৷ রাখার পরে আমার সিটে এসে বসতেই অন্যপাশে ঢিমনিটা এসে হাজির৷ কেমনডা লাগে কন তো৷ একে তো পাক্কা একটা মা* তারওপর এর ভাব দেখে মনে হচ্ছে আমার পাশের সিটটা এরই৷😭😭
নিশি : এই কি মজা বলোতো..(ঢংঙ্গি মার্কা হাসি দিয়ে)
আমি : কেন? (ভ্রু কুঁচকে)
নিশি : এই সিটটা আমারই৷ মানে একটা হট ছেলের সাথে আকাশে উড়বো..(কত্তো খারাপ)
আমি : বসে পড়ুন তাহলে আর কি করার৷
নিশি : হ্যাঁ হটি৷
আমি : .....(তোরে এক লাথি দিয়ে ফালাইদিমু শালী অভদ্র..মনে মনে বললাম)
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
ফালতু মেয়েটা বকবক করতে করতে বসে পড়ল৷ বসার পরেও বকবক করতেই আছে৷ একদম অসহ্য লাগতেছে৷ একটু পরেই কেয়া সহ মাসুম সাহেব আর কেয়ার পিএ আসলো৷ আমার পাশের দিকে সিটে বসলো তিনজন৷ মাসুম সাহেব বসলো উইন্ডো সিটে মাঝখানে পিএ আর এই পাশে কেয়া৷ এখন একটা ব্লেজার পড়ে আছে৷ তবে দেখতে অপূর্বই লাগছে এখনো৷
কিন্তু এই দিকে এই মেয়ে মানে নিশি বকবক করতেই আছে করতেই আছে৷ আর একটুতেই শরীরে হাত দিচ্ছে গাল টানছে৷ কিছু বলতেও পারছিনা৷
বসে থাকার ১৫মিনিট পরে স্পিকারে বলল যে..এখন বিমান টেক অফ করবে৷ তখন যে যার বেল্ট বেঁধে নিলাম৷ যদিও আমার ভয় লাগছিল না৷ আর নিশির মতিগতি দেখে মনে হচ্ছে এর আগেও সফর করেছে বিমানে৷ কিন্তু এখন মেঘার অবস্থা দেখার মতো৷ ওর ভয়ে একদম চুপসে গেছে৷ হঠাৎ আমার হাত জোরে চেপে ধরল৷ আর চোখ বন্ধ করে আছে ভয়ের ঠ্যালায়৷ আমার প্রচুর হাসি পাচ্ছিল তখন৷ হঠাৎ কেয়ার দিকে নজর পড়তেই আমার হাসি উড়ে গেল৷ আবার ওর রাগী চেহারা চোখে পড়ল৷ মনে হচ্ছে খুব রেগে আছে৷ দাঁতের সাথে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাঁকিয়ে আছে আমার দিকে৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
আর এই শয়তান মাইয়া একটুতেই আমার গাল টানছে, কাধে মাথা রাখছে, কাতুকুত দিতেছে৷ উফফফ এক্কেবারে অসহ্য কারবার৷
১০মিনিট পরে উঠে গেল বাথরুমে চোখ মুখে পানি দিতে৷ আর তখনই কেয়া ওর সিট থেকে উঠে এসে নিশির সিটে বসল 😲😲।
আমি তো শুধু বড় বড় চোখ করে তাঁকিয়ে আছি কেয়ার এমন কান্ড দেখে৷
আমার এমন তাঁকানো দেখে হাতে চিমটি কাটলো কেয়া৷ তখনই চোখ নামিয়ে নিলাম৷ একটু পরে নিশি বাথরুম থেকে বের হয়ে এসেই অবাক৷ কারণ ওর যায়গায় তো কেয়া বসে আছে৷
নিশি : ওই তুই এখানে কি করছিস? তোর সিট তো এটা না৷ এটা আমার সিট৷
কেয়া : তো কি হলো?
নিশি : মানে কি?
কেয়া : আমার ওখানে ভালো লাগছে না বাল..
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
নিশি : না ওঠ আমার সিট এটা৷ তোর টাতে যা৷
কেয়া : প্লীজ দোস্ত যা না৷ ওখানে কেমন জানি লাগছে আমার।
নিশি : ধ্যাত বাল ভাল্লাগেনা।
কেয়া : যা সোনা বান্দুপী যা।
নিশি : বাল কুত্তী।
নিশি রাগ দেখিয়ে কেয়ার সিটে চলে গেল৷ আর কেয়া রাগী দৃষ্টিতে আমার দিকে তাঁকালো৷ আমি তখন মাথা নিচু করলাম৷ তখন আবার জোরে একটা চিমটি কাটলো হাতে৷ চিৎকারও করতে পারলাম না লোক লজ্জার ভয়ে৷ এইবার খুব লেগেছে৷ মুখ বুঝে ওর অত্যাচার সহ্য করতে হলো৷ এর থেকে নিশিই তো ভালো ছিল৷ দুষ্টু মিষ্টি আদর করছিল 🙈🙈৷
২ঘন্টা পরে হালকা নাস্তা দেওয়া হলো৷ সবাই সেটাই খেয়ে নিলাম৷ তারপরে সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলাম যাতে ঘুম আসে৷ এতোক্ষণে নিশির কথা একটু বলি আসুন।
আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম৷ একটা গোপন কথা বলি৷ আমি সেই ভার্সিটি লাইফ থেকেই কেয়াকে পছন্দ করতাম৷ কিন্তু ওকেও বলিনি আর আপনাদেরও না৷ ওর সাথে একটু নাটকও করতে হলো এটা নিয়ে দেখেছেন ই তো৷ কিন্তু আপনাদের যে এটা বললাম এটা কাউকে বলবেন না কেমন😘😘..
নিশিও আমাদের সাথেই পড়তো৷ কিন্তু একে মা* বলার প্রধান কারণ হলো এই মেয়ে ২০জনেরও বেশি ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছিল অনার্স ৩য় বর্ষে যখন ছিলাম তখন৷ ফাইনাল ইয়ারে এসেও অনেকের সাথেই ওইসব বাজে কাজে লিপ্ত হয়েছে৷ আর এখনও তো মনে হয় ওইসব করে। এইসব কারণেই আমি ওকে মা* বললাম৷ (যদি কিছু ভূল বলে থাকি তাহলে ক্ষমা করবেন) (যদিও কাল্পনিক সবকিছু)
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
ভার্সিটি থাকাকালীন সময়ে নিশি অনেকবার আমাকে ওর খারাপ জালে ফেলতে চেয়েছিল কিন্তু তখন কেয়াই ওকে আমার দিক থেকে দূরে নিয়ে যায়৷ এটা আমি পরে বুঝতে পারি৷
আশা করি নিশি সম্পর্কে যথেষ্ট ধারনা আপনারা পেয়ে গেছেন যে ও কেমন ধরনের মেয়ে৷
যাক আপনাদের এইসব বলতে বলতে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে৷ তাই আর দেরি না করেই ঘুমাই একটু😴😴
কতোক্ষণ পড়ে ঘুম ভেঙেছে জানিনা তবে ঘুম থেকে উঠেই বড় ধরনের ঝটকা লাগল৷ কারণ কেয়া আমার ডান হাত জড়িয়ে কাঁধে মাথা দিয়ে আছে আর মেঘা বাম হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে আছে৷ আর দুইজনের ই এমন ব্যবহারের প্রধান কারণ হলো ঘুম বাবাজী🤣৷ ঘুমের ঘোরে দুইজনই এভাবে জড়িয়ে ধরেছে৷ মেঘা আরামে ঘুমাচ্ছে আর কেয়াও কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম ওর নাকে মুখে চুল এসে পড়েছে৷
ছোট্ট বাচ্চাদের মতো লাগছে ওর ঘুমন্ত মায়াবী চেহারা৷ ইচ্ছা করছে কপালে আলতো করে একটা চুমু দিই৷ আর নাকের ডগায় একটা কামড়৷ হিহিহি (এইসব রোমান্টিক কাজ৷ লুচ্চামী ভাবার কিছুই নেই😒)
তবে ওর নাকে মুখে চুল আসায় ওর বিরক্ত লাগছিল এটা বুঝতে পারছিলাম৷ তাই সাহস করে ওর চুলে হাতে দিয়ে কানের পিছের ওখানে রাখতেই গালে ঠাসসসস করে একটা থাপ্পর পড়ল৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
আমি ৪৪০ভোল্টের একটা ঝটকা খেলাম আচমকা এমন হওয়ায়৷ আমি ভ্যাবাচেকা খেয়ে কেয়ার দিকে তাঁকালাম দেখি বড় বড় চোখ করে আমার দিকে তাঁকিয়ে আছে৷ চেহারায় রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে৷ আমার কলিজায় কোনো পানি নেই৷ ভয়ে সব শুকিয়ে কাঠ হয়ে গেছে৷ আর ওদিকে মরার মেঘা এখনো ঘুমাচ্ছে৷ ফ্লাইটের সবাই ই ঘুমের রাজ্যে আছে কি আর বলব৷ কপাল খারাপ আমার ই৷
কেয়া : কি রে লুচ্চা, মেয়ে দেখলেই হাত পা চুলকায় তাইনা? (ধীরে ধীরে বলছিলও কথা)..
আমি : আসলে ম্যাম তা না...(আমাকে থামিয়ে দিলো৷)..
কেয়া : চুপ কর ছোটলোকের বাচ্চা৷ লুচ্চা, জানোয়ার এখানে আসাই ঠিক হয়নি৷ এখন দেখছি তুই নিশির থেকেও হাজার গুন বেশি খারাপ৷ মেয়েদের শরীরে হাত দিতে ইচ্ছে করে শুধু তাইনা?
আমি : আপনার বিরক্ত লাগছিল হয়তো তাই তো চুলগুলো সরিয়ে দিলাম৷ আর এইযে দেখুন মেঘার মতো আপনিও ছিলেন এভাবে৷ (মেঘাকে দেখিয়ে)৷কই আমি তো আপনাকে কোনো কিছু বলিনি৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
কেয়া : চুপ মুখে মুখে তর্ক করছিস৷ তোকে চেনা আছে খুব ভালো করে কেমন ধরনের ছেলে তুই৷
মেঘা : এই কি হলো নীল? কে ঝগড়া করছে? (মেঘার ঘুম ভেঙে গেল হঠাৎ ই)
আমি : ম্যাম (কথাটা বলেই জিভে কামড় দিলাম৷ ভূলে বলে ফেলছি😑)
কেয়া : কি বললি?
আমি : সরি সরি ভূল হয়ে গেছে৷ দেখুন আপনার কথাতে অনেকের ঘুম ভেঙে গেছে৷
মেঘা : ম্যাম কি হলো আপনার এতো জোরে জোরে কথা বলছিলেন কেন?
কেয়া : চুপ একদম৷ একটা ছেলেকে জড়িয়ে ধরে আছো লজ্জা করেনা? আবার মুখের উপর কথা বলো..
আমি : কি বলেন ওকে এইসব?
কেয়া : কেন গায়ে বিধছে নাকি? শোন লুচ্চামীটা একটু কম করিস।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
আমি আর কিছু বললাম না৷ এদিকে বেচারী মেঘাও আর কিছুই বলতে পারলো না৷ কেঁদে দিবে এমন হাবভাব ওর৷ কারণ ওতো ইচ্ছা করে ধরেনি ওভাবে৷ কিন্তু কেয়ার এভাবে কথাটা বলা ঠিক হয়নি৷
আরো ২ঘন্টা পরে বিমান ল্যান্ড করলো৷ এই দুই ঘন্টায় কেয়ার সাথে কোনো প্রকার কথা বলিনি৷ কারন কথা বললেই অপমানিত হতে হবে৷
ইয়ারপোর্টে এসে দেখি দুইজন লোক দাঁড়িয়ে আছে আর মধ্যে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে৷ মানে ওই ২টা বডিগার্ড৷
কেয়াকে দেখেই ওর মুখে হাসি ফুটলো৷ মানে এরাই তাহলে আমাদের নিতে এসেছে৷
ইয়ারপোর্টের বাইরে এসে দেখি বড় একটা গাড়ী দাঁড় করানো৷ তারপরে গাড়ীতে উঠলাম৷ মোট ৮ছিটের গাড়ীটা৷ পেছনের সিটে আমি আর মেঘা৷ আমাদের সামনের সিটে নিশি, কেয়া আর ওর পিএ৷ ড্রাইভারের কাছে মাসুম সাহেব বসলো৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
যাদের সাথে ইয়ারপোর্টে কথা হলো তারা সামনের গাড়ীতে আছে৷..
একটু পরেই গাড়ীটা একটা বড় এবং ভালো মানের ৭স্টার হোটেলে দাঁড় করালো৷ সবাই গাড়ী থেকে নামলাম৷ ওই তিনজন লোক দেখছি আগে থেকেই ওখানে উপস্থিত৷ ওরাই ভেতরে নিয়ে যেয়ে রিসিপশন থেকে চাবি নিয়ে লিফটে উঠে ৮তলায় চলে আসলাম৷ আমাদের জন্য মোট ৩টা রুমের ব্যবস্থা করা হয়েছে৷ একটাতে থাকবো আমি আর মাসুম ভাই, অন্যটাতে কেয়া আর নিশি আর শেষের টাই মেঘা আর পিএ সিমি৷ ওর নাম "সিমি"৷
যাইহোক আমরা যখন আমেরিকাতে পা রাখি তখন প্রায় সন্ধ্যা ছিলো৷ তাই আজকে কোনো কাজ নেই৷ আজকের দিনটা রেষ্ট৷
যে যার মতো রুমে যেয়ে গোসল করে ফ্রেশ হলাম৷ মেয়েগুলা কি করেছে কে জানে৷ ওরা তো এমনিতেই পচাঁ (মজা করে বললাম কিন্তু😇)৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
রাতে খাওয়ার অর্ডার দেওয়ার ১০মিনিট পরেই খাবার চলে আসল৷ তেমন কিছুই অর্ডার করিনি আমি৷ Pizza🍕 & Sandwich🥧 আর অরেঞ্জ জুস তো থাকবেই। সে যাইহোক, খাওয়া দাওয়া করে ওই দিনের মতো শুয়ে পড়লাম৷..
পরেরদিন ৪টার সময় মিটিং ফিক্স হলো৷ সবাই আমরা সময় মতোই মিটিংয়ে বসলাম আমরা৷ সেখানে মোট ৮জন ছিলাম৷ আমরা ৫জন আর ওদের অফিসের তিনজন সাদা চামড়ার লোক৷ কোনো বডিগার্ড নেই৷ আর নিশিকে রুমে রেখে আসা হয়েছে৷
১ঘন্টা যাবৎ মিটিং চললো তারপরও আজকে ডিল ফাইনাল হলোনা৷ মেজাজ টাই গরম হয়ে গেল সবার৷ কিন্তু তারপরও দাঁত বের করে ভেটকাইতে হলো সবাইকে৷ কালকেও নাকি মিটিং হবে৷😭
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৭
#Officer_Demagi_Boss_Part_07
#banglastory143
সবাই আবার হোটেলে চলে আসলাম৷ এসে রুমে না যেয়ে সব্বাই😁 ১৮তলায় আসলাম৷কারণ সেখানে নাকি ছোট্ট একটা বার আছে৷ জুস, Alcohol সব পাওয়া যায়৷ কিন্তু আমাদের কারোই নেশা করার কোনো প্রকারের শখ নেই৷ সবাই অরেঞ্জ জুস খেলাম৷ কপাল ভালো ছিলো তাই তাতে কোনো এ্যালকোহল মেশানো ছিলোনা৷ নয়তো সবাই এখানেই উল্টে পড়ে থাকতাম৷ আমি ২ গ্লাস পান করেছি ভালো লাগছিল তাই৷ মেঘা সবসময় আমার পাশাপাশি থাকছিল৷ এতে কেয়ার রাগী চেহারা দেখা গেছে৷ কিন্তু আমি ওকে দেখে রাখবো এমন ওয়াদা করেছি মেঘার মা বাবার কাছে৷ তাই ও রাগলেও আমার কিছুই করার নেই৷ মেঘার আরো একটা নাম আছে ঐশী৷ ওর মা-বাবা ঐশী বলেই ডাকে৷ তবে আমার মেঘা বলে বলে অভ্যাস হয়ে গেছে তাই ঐশী ডাকিনা আমি৷..সেখানে থেকে মনটা ভালো হলো সবার কিন্তু মনে হচ্ছে কেয়ার রাগ বাড়ছে😣
আরো কিছু সময় পরে সবাই একসাথেই লিফটে করে ৮তলায় চলে আসলাম৷ ততোক্ষণে সন্ধ্যা নেমেছে কিন্তু আলোর জন্য মনেই হচ্ছেনা যে সন্ধ্যা লেগেছে৷ আমাদের রুমের দিকে যেতেই দেখি একটা সাদা চামড়ার কিউট পোলা কেয়ার রুমের কাছে থেকে জামার বোতাম লাগাতে লাগাতে আসছে৷ আমাদের পাশে দিয়েই গেল৷ আমার আর কেয়ার মনে সন্দেহ জেগে উঠল৷ তখনই একজন অন্যজনের দিকে তাঁকালাম৷
সবাই একসাথেই আছি আমরা৷ মানে আমি, কেয়া, মেঘা, মাসুম আর সিমি৷ কেয়া যেয়ে রুমের দরজা খুলতেই দেখল লক করা নেই৷ তাই রুমে প্রবেশ করলাম৷
আমাদের মানে কেয়া আর আমার সাথে সাথে ওই ৩ হাদারামও আসলো৷ একটু সামনে যেতেই সবার চোখ ছানাবড়া৷ সবার চোখ বড় বড় হয়ে গেল৷ আর মেঘা একটা চিল্লানি দিয়েই চোখ বন্ধ করে আমাকে জড়িয়ে ধরল😑😑 (সালার সব কিছুর মধ্যেও আমার বিপদ হবেই😭৷ না জানি কেয়া এইবার কি করে😨)
✪✪✪
✪✪
✪
চলবে................................
লেখার ভূল ক্ষমার চোখে দেখবেন৷আমি দেখতে পাচ্ছিনা৷ঘুমের ঘোরে আবোল তাবোল লিখলে ক্ষমা করবেন প্লীজ 🙏🙏
No comments