অফিসের দেমাগি বস- পর্ব -০৬ | Officer demagi Boss - Part-06

অফিসের দেমাগি বস 🖤
লেখক : অভি আহমেদ রাজ
পর্ব : ৬

কেয়া : এই জানোয়ার কি করছিস তুই? আর কি হচ্ছে টা কি এখানে? (প্রচন্ড রাগ নিয়ে জোরে চিৎকার দিয়ে বলল৷ এইবার আমি শেষ৷ আমি এইবার হালাল হয়ে যাবো 😭)


আমি আর মেঘা ২ জনই একদম চমকে উঠলাম৷ কেয়ার রূপ দেখেই আমার কলিজা শুকিয়ে গেল৷ আজকে ওর চেহারা আরও ভয়ংকর দেখা যাচ্ছে৷ জীবনের এই প্রথম মনে হয় এত্তো রেগে উঠেছে ও৷ ওর গাল, কান লাল হয়ে গেছে রাগে৷ আর চোখ দেখে মনে হচ্ছে আগুনের গোলা বের হবে 😨😨।

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143১১১


কেয়া : তোর মতো জানোয়ার, লুচ্চা, কুত্তা, হারামী ছেলেকে যে কেন ভালোবেসেছি কে জানে৷ তুই এত্তো লুচ্চা তা কখনো ভাবিনি৷ ভাবলাম তুই ভালো৷ কিন্তু নিজের রুম মেয়ে এনে এইসব? ছি তোকে দেখতেও ঘৃণা করছে আমার৷ তুই এতোটা নিচ মনের কি করে হতে পারলি? ভার্সিটিতে তো একদম সাধু হয়ে থাকতে কিন্তু ভেতরে ভেতরে যে এতোটা খারাপ তা ভাবিনি৷


মেঘা : ম্যাম আপনি ভূল ভাবছেন এমনটা না..


কেয়া : আমাকে আর বোঝাতে হবেনা আপনার ওকে? যা দেখার আমি সামনাসামনি নিজের চোখেই দেখলাম৷ ছি আপনিও এই জানোয়ার টার সাথে..ছি কি করে এতো বড় ভূল করে বসলাম আমি..


মেঘা : প্লীজ ম্যাম এমনটা না৷ আপনার বুঝতে ভূল হচ্ছে৷


আমি : হুম আপনি ভূল বুঝছেন৷


কেয়া : এই কুত্তা, তুই চুপ কর তোর সাথে আমি আর কখনো কথা বলব না৷ ছোটলোকের বাচ্চা একটা৷ তোকে তিলে তিলে মারবো আমি কথা দিলাম৷


আমি : আপনার ভূল হচ্ছে..

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


কেয়া ওখানে না দাঁড়িয়ে থেকে সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল৷ আমি এখনো শকের মধ্যে আছি৷ কি হচ্ছে এইসব আমার সাথে৷ আর কেয়া ই বা এখন এইসময় কেন আসবে এখানে? আর এতোই যদি ভালোবাসে তাহলে বিশ্বাস না করে ভূল বুঝলো কেব? এইসব প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে৷ ফলে মাথা ব্যথা বেড়ে গেল আবার৷


মেঘা : কেয়া ম্যাম ওমন করল কেন?..


আমি : জানিনা তো..হঠাৎ এমন রুড বিহেভ করল কেন বুঝতে পারছিনা৷


মেঘা : ওহ....!


আমি : তাছাড়াও এইসব হঠাৎ করে আমার ফ্লাটে আসলো কেন? এটাই ভাবার বিষয়।


মেঘা : আরে আজ অফিস যাওনি তো তাই এমন হয়েছে৷ হঠাৎ করে অফিস গেলে না তাই হয়তো খোঁজ নিতে এসেছে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


আমি : ফোন দিয়েও তো খোঁজ নিতে পারতো।


মেঘা : ধুর এতো না ভেবে শুয়ে পড়ো নয়তো আবার জ্বর বাড়বে৷ আমি ম্যানেজারকে বলে তোমার ২-৩ দিনের ছুটি নিবোনি৷ সে ম্যামকে সামলে নিবে৷ তুমি ঘুমাও।


আমি : কিন্তু..


মেঘা : চুপ একদম৷


আমি : হুম ওক্কে 😣


মেঘা : তবে আমার কি মনে হয় জানো?


আমি : তোমার আবার কি মনে হয়?


মেঘা : ম্যাম হয়তো তোমাকে ভালোবাসে তাই এইসব সহ্য করতে পারেনি।


আমি : হুম এটা ঠিক আর আমি জানিও যে ভালোবাসে।


মেঘা : ওহ৷ আচ্ছা ঘুমাও আর ভাববে না৷ সব ঠিক হয়ে যাবে।


আমি : হয়তো


তারপরে মেঘা চলে গেল আমি আবার উঠে যেয়ে দরজাটা লক করে আমার রুমে এসে শুয়ে পড়লাম৷

শোয়ার পরেও কেয়ার কথাই শুধু মাথায় ঘুরছে৷ না জানি চাকরী কেড়ে নেবে নাকি? যদি নেয় তাহলে তো অন্য চাকরী পাওয়া কঠিন হয়ে উঠবে৷ আর এতো বেতনও পাবো না সহজে কোথাও৷ চলব কি করে?

এইসব আবল-তাবল ভাবতে ভাবতে ঘুমে গেলাম৷


আজ ৩দিনের দিন অফিস যাচ্ছি৷ একটু আগেই বের হলাম৷ কারণ মেঘা ই এসে ডেকে নিয়ে গেল৷ অফিসে প্রবেশ করার আগে দোয়া দুরুদ পড়লাম যাতে কোনো বিপদ না হয়😟..

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


ওখানে অফিস ক্যান্টিনে বসে ছিলাম৷ তারপরে যেয়ে আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। কাজ করছি তার ঠিক ৩০মিনিট পরেই পিয়ন চাচা এসে বলে গেল ম্যাম নাকি আমাকে ডাকছে৷ কথাটা শুনেই ভয়ে বুকের হার্টবিট বেড়ে গেল৷ কিন্তু অফিস ওর তাই যেতে তো হবেই৷


আমার ডেস্ক থেকে উঠে ওর রুমে প্রবেশ করলাম৷ আগে তো বলেছেই যে অনুমতি নিতে হবেনা৷ তাই অনুমতি না নিয়েই প্রবেশ করলাম৷ দেখি মাথা নিচু করে কি যেন কাজ করছে৷


আমি : ম্যাম ডেকেছিলেন?


কেয়া : ..... (আমার দিকে রাগী চোখে তাঁকালো)


আমি : ম্যাম??


কেয়া : এই ছোটলোকের বাচ্চা বসের রুমে আসতে হলে অনুমতি নিতে হয় জানিস না? নাকি মা-বাবা শিক্ষা দেয়নি?

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


আমি : .... (এক্কেবারে আবুল বনে গেলাম ওর কথায়)


কেয়া : এটা কি তোর বাড়ি পেয়েছিস নাকি? যে যেভাবে সেভাবে আসবি যাবি৷


আমি : ম্যাম আপনি ই তো বলেছিলেন অনুমতি না নিতে তাই তো,,,


কেয়া : চুপ একটা কথাও বলবিনা ছোটলোক৷ ভূলে যাসনা তুই আমার কোম্পানীর কর্মচারী৷


আমি : জ্বী ম্যাম সরি৷ ক্ষমা করবেন..😞


কেয়া : এতোদিন কি ফ্লাটে মেয়ে নিয়ে ফুর্তি মারলি নাকি যে ছুটি নিয়েছিলি লুচ্চা কোথাকার৷


আমি : এসব কি বলছেন আপনি?


কেয়া : তো আর কি বলব তোর মতো লুচ্চা কে৷


আমি : আপনি ভূল ভাবছেন৷ আমি এতোদিন জ্বরের কারণে আসতে পারিনি৷


কেয়া : হয়েছে হয়েছে লুচ্চামী করে আর সাফাই গাইতে হবেনা৷ তা দিনে কয়টা মেয়ে লাগে তোর?


আমি : প্লীজ এইসব বলবেন না৷ আমি ওমন ছেলে না..


কেয়া : হাহাহা নাটক রে নাটক.. 😂


আমি : সত্যি বলছি আমি..😥😟

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


কেয়া : চুপ কর জানোয়ার৷ এই ৪টা ফাইল দিলাম আজ অফিস ছুটির হওয়ার আগে যেন পাই নয়তো তোর চাকরী নেই।


আমি : আচ্ছা।


কেয়া : ফাইল নিয়ে দূর হ চোখের সামনে থেকে৷


আমি : জ্বী।


আর দেরি না করে ফাইল নিয়ে চলে আসলাম আমার ডেস্কে৷ প্রচন্ড মন খারাপ৷ এতো খারাপ ভাবলো আমাকে? আমি নাকি মেয়ে নিয়ে ফুর্তি করি ছি৷ ভাবতেও গায়ে কাটা দিয়ে উঠছে৷ ভূল বুঝে কতো কি করছে৷ না জানি আরো কতো অপমান সহ্য করতে হবে৷😔


কেয়া হয়তো ফাইলগুলো ঠিকমতো দেখেনি কারণ ফাইলগুলোতে তেমন কাজ নেই৷ একটু করে কাজ আছে৷ তাই আমিও মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম৷ লাঞ্চ টাইমে মেঘা এসে জোর করে অফিস ক্যান্টিনে নিয়ে গেল৷ তারপরে লাঞ্চ সেরে আবার কাজে মন দিলাম৷ ৩টার পর পরই কাজ সমাপ্ত হলো৷


আমিও আর দেরি না করে ফাইল নিয়ে দরজা খুলে প্রবেশ করতে যাবো তখনই কেয়ার কথাগুলো মনে পড়ল৷ তাই আগে অনুমতি নিয়ে তারপরে কেয়ার টেবিলে যেয়ে ফাইল কয়টা রেগে দিলাম৷


কেয়া বড় বড় চোখ করে তাঁকিয়ে আছে৷ কারণ ও হয়তো ভাবছো এতো তাড়াতাড়ি ফাইল কমপ্লিট করলাম কিভাবে?


আমি : ম্যাম এতো ভাবতে হবেনা৷ ফাইলগুলোতে তেমন কাজ ছিলোনা তাই তাড়াতাড়ি হলো নয়তো আজকে হতোই না৷ এখন আসি ম্যাম আসসালামু আলাইকুম😇😇,,


কেয়া আর কোনো কথা না বলে ফাইল দেখতে লাগলো আর আমি চলে আসলাম আমার ডেস্কে৷


এভাবে ৪টা মাস কেটে গেল৷ এতোদিনে আমি আর মেঘা অনেক ভালো বন্ধুতে পরিণত হয়েছি৷ এখন আর আগের মতো তুমি বলিনা৷ তুই করেই বলি সব কথা৷ এতে দুজনেরই ভালো লাগে৷ তবে মেঘা মাঝে মাঝে ভূল করে তুমি বলে আর একটু পরেই দুইজন হাসিতে ব্যস্ত হয়ে পড়ি😅৷


আর কেয়ার কথা কি ই বা বলব? এতোদিনে যা বুঝলাম যে, ওর মনে আমার জন্য এখন শুধু ঘৃণা আর ঘৃণা৷ আমাকে বোঝানোর কোনো সুযোগই দেয়নি৷ আর ওযে বড়লোক বাপের দেমাগি মেয়ে তার প্রমাণ করে দিয়েছে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


কোনো উপায় বাদ রাখেনি আমাকে অপমান অপদস্ত করার😥৷ সবসময় আমার সম্মানহানী করার চেষ্টা করতো৷ কিন্তু পেড়ে ওঠেনি আমার সততার কাছে৷ সামান্য ভূলের জন্য এমন রিয়েক্ট করত যে আমি তার পুরো সম্পত্তি হজম করে ফেলেছি৷


আর হ্যাঁ একটা খুশির খবর আমি একটা বাইক কিনেছি আমার টাকা+বাসা থেকে টাকা নিয়ে৷ কারণ বাসার সবাই জানেই আমি বাইক কিনবোই তাই আর না করেনি৷ R15 কিনছি😍😍।


এখন প্রতিদিন সকাল করে মেঘা আমার সাথে যায় আর বিকালে আসার সময় আমার সাথেই আসে৷ মেঘার মা-বাবা অনেক ভালো৷ ছোট একটা বোন আছে ওর৷ ক্লাসে ৯ এ উঠেছে এবার৷ ওর নাম রিয়া৷ অনেক ইয়ার্কি করে আর আমিও কি কম যাই নাকি৷ আমিও প্রচুর মজা করি ওর সাথে৷ প্রতি শুক্রবার দুপুরের বিরিয়ানি খাওয়া হয় ওদের বাসায়৷ অনেক অনেক টেষ্টি 😋😋।


ফারিহার মা-বাবার সাথে খুব ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে৷ আর কোম্পানির মালিক মানে কেয়ার বাবার কাছে আমি সোনার টুকরা ছেলে৷ কাজে কাজে এতোই বিশ্বস্ত যে কোম্পানীর সাথে যারা ডিল করে তাদের সাথেও বন্ধুত্ব হয়েছে৷ 😃😃আমার সম্পর্কে কেয়া কিছুই বলেনা হয়তো ওর বাবাকে কিন্তু ওর বাবাকে আমার সম্পর্কে সব খবর দেয় ম্যানাজার আংকেল😇৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


একদিন সকালেই আমার ডাক পড়ল কেয়ার রুমে৷ চলে আসলাম তার কাছে মানে রুমে আরকি৷


কেয়া : বস..


আমি : না ম্যাম আমি ঠিক আছি বলুন কি কাজ করতে হবে৷..


কেয়া : বড় একটা ডিল আছে৷সেটা নিয়ে কথা বলতে ডাকলাম..


আমি : ওহ তাহলে আমার সিনিয়রকে ডাকুন তিনিই ভালো বুঝবেন৷


কেয়া : আমারও একই ইচ্ছা ছিলো তবে বাবা তোকে বলতে বলছে আগে তাই বলছি শোন..


আমি : ওহ তা ডিলটা কেমন?


কেয়া : শোন যদি ডিলটা ফাইনাল করতে পারি তাহলে কোটি টাকার লাভ হবেই হবে৷ কিন্তু এইজন্য আমার বুদ্ধি লাগাতে হবে৷ তুই বুঝবিনা৷ আর তোর বেতনও বাড়তি করা হবে৷ যাইহোক শোন..


তারপরে কেয়া আমাকে অনেক কথাই বলল ডিলটা নিয়ে৷ আর এই ডিল কনফার্ম করতে নাকি কেলিফোর্নিয়া যেতে হবে হিহাহাহাহা৷..(এই সুযোগ হাত ছাড়া করতে পারবো না সরি৷আপনারা দেশে থাকেন আমি আমেরিকা থেকে একটু ঘুইরা আহি😪)..

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


আমি : তাহলে আমেরিকাতে যেতেই হবে?


কেয়া : হুম বললাম ই তো৷..


আমি : তা কতোদিন থাকতে হবে৷..


কেয়া : এক সপ্তাহের মতো৷..


আমি : ওহ...(এ লুঙ্গি ড্যান্স,লুঙ্গি ড্যান্স,লুঙ্গি ড্যান্স,লুঙ্গি ড্যান্স 🐸খুশিতে মনে নাচন শুরু).


কেয়া : কি হলো? কি ভাবছিস? যাবিনা নাকি?..


আমি : জ্বী ম্যাম যাবো৷ কিন্তু কতোজন যেতে হবে?..

কেয়া : আমার পিএ নীলা আর মাসুম সাহেব৷ তুই তোর একজন সহকারীকে বেছে নিতে পারিস যে ভালো কাজ করতে পারবে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


আমি : ওহ তাহলে মেঘা যাবে আমার সাথে৷ কিন্তু এদিকটা সামলাবে কে?..


কেয়া : আব্বু আর চাচ্চু৷ কিন্তু তুই মেঘাকে নিবি কেন ও তো মেয়ে?


আমি : আমার চোখে ওই ই ভালো৷ না মানে ভালো কাজ পারে৷ আশা করি সেটা আপনিও জানেন৷


কেয়া : বুঝেছি আমি৷ ছোটলোক কোথাকার৷ তোর পাসপোর্ট আর ওই মেঘার পাসপোর্ট জমা দিস ২-৩ দিনের মধ্যে৷


আমি : জ্বী। (খুশিতে কিন্তু ছোটলোক বলায় মনটা খারাপ হলো😥)


কেয়া : এখন দূর হ চোখের সামনে থেকে যত্তোসব লুচ্চা৷


আমি : যাচ্ছি৷


আমি কোনো কথা না বলে চলে আসলাম ডেস্কে৷ মনটা খারাপ হয়ে গেল ওর কথায়৷ তবে একটু খুশি কারণ আমেরিকা যাবো৷ যাইহোক পাসপোর্টটা করে রেখে ভালই হয়েছে৷ নয়তো যাওয়া হতো না৷ কি জানি মেঘার আছে কি না🙄🙄


অফিস ছুটির পরে মেঘা এ কথা বলায় মেঘার হাব ভাব দেখে মনে হচ্ছে ও আমার থেকেও হাজার গুনে বেশি খুশি আর ওরও পাসপোর্ট আছে৷ খুশির ঠ্যালায় ভূল করে জড়িয়ে ধরেছে আমাকে আর তখনই ওখানে কেয়া হাজির৷ সালার কি কপাল আমার৷ ফুইন্নিটা দেখি যখন তখন চলে আসে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


কেয়া : এটা লুচ্চামী করার জায়গা না৷ যা করার নিজের বাসায় যেয়ে করবি এখানে না৷ (প্রচন্ড রেগে গেছে বোঝা গেল)


ও যেয়ে ওর গাড়ীতে উঠে চলে গেল আর আমারও বাইকে করে বাসায় চলে আসলাম৷


আমার পরিবারকে কথাটা জানালাম তখন কেউ ই না করেনি যে যাসনা৷ অন্যদিকে মেঘার মা বাবা একটু মানা করলেও মেয়ের জেদের কাছে হেরে গেল৷


কালকে সকালেই সকল কাজপত্র জমা দিলাম আমাদের দুইজনের৷৷ আর ৩দিন পরে নাকি ফ্লাইট✈।


কেয়া একটা নীল রঙের শাড়ী পড়ে আছে৷ আর আমি ওর সামনে দাঁড়িয়ে ওর সৌন্দর্য দেখছি৷ হালকা মেকআপ করা৷ চুলগুলো ছেড়ে দেওয়া আছে৷ বাতাসে উড়ছে৷ কানে ছোট দুল৷ টানা টানা মায়ীব চোখ৷ ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক৷ এককথায় অপূর্ব সুন্দর লাগছে ওকে৷ চোখ ফেরাতেই পারছিনা৷ কেয়া আস্তে আস্তে আমার কাছে এসে।

কেয়া : এই আদর করবে না তোমার বউকে? করোনা একটু আদর😘😘..


আমার হাত নিয়ে ওর কোমল পেটে স্পর্শ করালো৷ কেমন জানি লাগলো আমার৷ মনে হচ্ছে তুলার উপর হাত রেখেছি৷ তারপরে আমাকে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিলো৷ তখন ওর মুখের উপর কিছু চুল আসল বাতাসের জন্য৷ আমি হালকা ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম৷ পাগলিটা তখনই ওর আর আমার চার ঠোঁট এক করে দিল৷ পাগলের মতো করে চুমু দিচ্ছে আমার ঠোঁটে৷ আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা৷ যখনই দম বন্ধ হতে লাগল..তখনই লাফ দিয়ে উঠলাম৷


কপাল ভালো স্বপ্ন ছিলো নয়তো মরেই যেতাম৷ কিন্তু আজকে হঠাৎ ওকে কেন দেখলাম৷ তাও আবার এতো রোমান্টিক স্বপ্ন।#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬

#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


ঘড়ির দিকে তাঁকিয়ে দেখি ৫টা বাজে৷ তাই আর দেরি না করে তাড়াতাড়ি করে নামাজ আদায় করলাম৷ তারপরে গোসল করলাম যাতে একদম ফ্রেশ মনে হয়৷ নয়তো বিমানে যদি ক্লান্ত ক্লান্ত লাগে😕 তাই আরকি৷

গোসল শেষে একটা ট্রাউজার আর গেন্জি পড়ে একটা ডিম ভাজি করলাম আর প্যাকেটের দুধ গরম করলাম৷ বেশি কিছু খাওয়া যযাবেনা৷ খাওয়া শেষ করে উঠেছি তখনই মনে পড়ল যে ফ্লাইট তো রাত ১১টায়৷


আমি এখন এতো তাড়াহুড়া করলাম কোন দুঃখে৷ আল্লাহ্ রহম করো আমার উপর😭৷ স্বপ্নটা দেখার পর থেকেই এমন হচ্ছে৷ধ্যাত ভাল্লাগেনা।


যাইহোক ৮টার সময় আবার গোসল করলাম৷ (এইটা কিন্তু শীতকাল না😌)৷ তারপরে হালকা খাবার খেয়ে নিলাম৷একটু সময় রেষ্ট নিয়ে রেডি হয়ে ব্যাগে জামা কাপড় নিয়ে মেঘার ফ্লাটে গেলাম৷ তখন সময় ৯টা বেজে ৩০মিনিট৷


যেয়ে দেখি মেঘাও তৈরি৷ বাহ্ ওকে তো দারুণ লাগছো৷ হলুদ রঙের একটা থ্রি পিচ পড়েছে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143


আংকেল আন্টিকে সালাম জানিয়ে বিদায় নিলাম৷ ফারিহার সাথে দেখা হয়নি কারণ ও নাকি ২মাসের জন্য ওর নানী বাড়ী গেছে তাও আরো ১৬দিন আগে৷ বাঁইচা গেছি মুই😉৷


আমাদের এখান থেকে ইয়ারপোর্ট পৌঁছাতে ১০টা বেজে ১০মিনিট হয়ে গেছে৷

ওখানে যেয়েই তো আমি অবাক৷ কারণ কেয়া সত্যিই নীল রঙের শাড়ী পড়েছে৷ অসম্ভব সুন্দর লাগছে৷ যেন কোন নীল পরী মাটিতে নেমে এসেছে৷ তবে পেট দেখাযাচ্ছেনা৷ এটা অবশ্য ভালোই করেছে৷ কিন্তু ওর চেহারার মায়াটা যেন আমাকে টানছে তার কাছে৷


পরোক্ষনেই সবকিছু গুলিয়ে গেল৷ কারণ হলো কেয়ার পাশে থাকা মেয়েটা৷ আমি মেয়েটাকে খুব ভালো মতোই চিনি৷ কাছে যেয়েই বড় ধরণের একটা শক খেলাম৷ কারণ এই মেয়েটা ওই ই৷ পুরাই একটা মা* 🤬🤬কিন্তু এই মা* টা এখানে কি করছে?

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৬
#Officer_Demagi_Boss_Part_06
#banglastory143

চলবে...........................

লেখার ভূল ক্ষমার নয়নে দেখবেন 😉☺

1 comment:

Powered by Blogger.