অফিসের দেমাগি বস - পর্ব -১০ | Officer demagi boss -Part-10

অফিসের দেমাগি বস 🖤
লেখক : অভি আহমেদ রাজ
পর্ব : ১০


মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়লো৷ পায়ের নিচের সব জমিন সরে গেল৷ লাইফের সবথেকে বড় ব্যাড নিউজ এটা৷ আমি পুরাই স্তব্ধ হয়ে গেলাম৷ এখন মেঘার কি হবে৷ কথাটা শুনেই চোখ ঝাপসা হয়ে গেল৷ কারণ এই আন্টিই আমাকে কতোটা ভালোবাসত৷ আমাকে ছেলের মতো আদর করতো৷ বাসায় প্রতি শুক্রবারে শুধু আমার জন্য বিরিয়ানি রান্না করতো৷ কোনো দরকার পড়লেই সাহায্য করেছে এই সামান্য কয়েক মাসেই৷ ওনার কোনো ছেলে ছিল না, তাই আমাকেই ছেলের মতো দেখতেই৷ কিন্তু তিনিই কিনা এই দুনিয়া ছেড়ে চলে গেলেন৷ কথাটা কেমন জানি বিশ্বাস হচ্ছে না৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


আমি : আংকেল আপনি ঠিক আছেন তো? কি বাজে বকছেন?


আংকেল : আমি ঠিকি বলছি বাবা৷ মেঘার মা মারা গেছে৷ আর আমার অবস্থাও খুব একটা ভালোনা৷ যেকোনো সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে৷


আমি : আংকেল এইসব কি বলেন? আর এইসব কিভাবে হলো? (আমার গলাও ভারী হয়ে গেছে),,


আংকেল : রোড এক্সিডেন্ট হয়ে৷ আমরা একটা রিক্সাতে ছিলাম তখন ভূল করে একটা মাইক্রো এসে ধাক্কা দেয়৷ আর আমরা রিক্সা থেকে পড়ে যাই৷ তোমার আন্টি রাস্তাতে খুব জোরে পড়ে ফলে একটু পরেই আমাকে ছেড়ে চলে যায়৷ ওর মাথা ফেটে গেছিল৷ আমারও ফেটেছে৷ তখন জ্ঞান ছিলোনা৷ একটু আগে জ্ঞান ফিরলো৷ পুরো ৮ঘন্টা বেহুশ ছিলাম৷


আমি : আমরা কালই আসছি বাংলাদেশে৷ আপনার কিচ্ছু হবেনা আংকেল আসছি আমরা৷


আংকেল : হুম আসো তবে এই কথা এখন মেঘাকে বলিও না৷ নয়তো আমার মেয়েটা পাগল হয়ে যাবে ওখানেই৷ প্লীজ অনুরোধ টুকু রাখো৷


আমি : ছি আংকেল অনুরোধ কেন বলছেন? আপনি গুরুজন যা বলবেন তাই হবে৷ আমি ওকে কিচ্ছু বলব না৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


আংকেল : জানতাম বাবা হিরার টুকরো ছেলে। তাড়াতাড়ি করে এসো হ্যাঁ৷ রাখছি।


আমি : জ্বী আংকেল৷ রিয়াকে একটু ফোনটা দিন৷


রিয়া : হুম ভাইয়া..(কান্না করে)


আমি : আপু আমার কান্না করবেনা হুম৷ তোমার আম্মু ঘুমিয়ে আছে এখন৷ আর তোমার বাবার খেয়াল রাখো আমরা আসছি৷


রিয়া : ভাইয়া আম্মু তো একবারে ঘুম গেছে আর কখনো ঘুম থেকে উঠে আমাকে আদর করবে না, বকবে না (জোরে জোরে কাঁদছে)


আমি : তোমার বাবার খেয়াল রাখো আপু আমরা জলদি আসছি৷


কথাটা বলেই কল কেটে দিয়ে ডাটা অফ করলাম৷ কারণ ওর সাথে কথা হলে পিচ্চি মেয়েটার কষ্টে আমি কেঁদে দিবো৷ লক্ষ্য করলাম আমার চোখ বেয়ে নোনা পানির কয়েক ফোটা পড়ল৷ সাথে সাথে মুছে ফেললাম৷ কষ্ট হচ্ছে কেন জানি খুব৷ এখানে মা ছিলো না তবে ওনি আমার অনেক ভালো খেয়াল রেখেছেন৷


নিজেকে ভালো মতো শক্ত করলাম৷ চোখ মুছে ইয়ারপোর্টের ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে আসলাম৷ মেঘার মুখের দিকে তাঁকাতেই কষ্ট হচ্ছে৷ কারণ মেয়েটা জানেনই না সে তার অনেক প্রিয় একজন মানুষকে হারিয়ে ফেলেছে৷ সে আর কেউ না৷ মেঘার নিজের মা৷ কথাগুলো ভাবতেই কষ্ট হচ্ছিল৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


কিন্তু পাগলি মেয়েটা আমার দিকে তাঁকিয়ে মুচকি হাসছে হয়তো সেদিনের জন্য৷ কিন্তু আমি যেই খবরটা শুনলাম তা জানতে পারলে হাসি হয়তো ওর মুখ থেকেই হারিয়ে যাবে৷ ওর মিষ্টি চেহারাটা মলিন হয়ে পড়বে৷ আমি নিজেকে শক্ত করে রাখলাম যাতে ইমোশনাল হয়ে ওকে কিছু না বলি৷


ওদের ওখানে যেয়ে বসলাম আর একটা হাসি দিলাম৷ যাতে কেউ কিছু ধরতে না পারে৷ কেয়া আমার দিকে একবার তাকালো৷ তারপরে মুখে বাঁকা করে আবার অন্যদিকে তাকালো৷ আর এদিকে মেঘা লজ্জা পাচ্ছে৷


১০মিনিট বসে থাকার পরে সবাই উঠে পড়লাম আর একটু পরে যেয়ে বিমানে উঠলাম৷ সিট টা কেমন হয়েছে বলি?


আমি মাঝখানে, মেঘা উইন্ডো সিটে আর আমার অন্যপাশে মাসুম সাহেব৷ আর কেয়া, নিশি, সিমি এরা তিনজন আমাদের পেছনে বসে আছে৷


বসে থাকার একটু পরেই স্পিকারে বলল যে এখন বিমান আকাশে উড়বে তাই সবাই সিট বেল্ট বেঁধে নিন৷ কথাটা অবশ্য ইংলিশে বলেছে৷ তবে সবার সুবিধার্তে বাংলায় বললাম৷


বিমান যখন আকাশ উড়ছে তখন মেঘা ছোট্ট জানালাটার প্লাস্টিকের মতো পর্দাটা টেনে বাইরে দেখছিল৷ (উল্টাপাল্টা কিছু বইলেন না৷ কাঁচ লাগানোই ছিল, সেটা তো আর ভাঙেনি ও ,তাই বাতাস ঢুকে ক্ষতিও হবেনা)


যে যার মন মতো বসে আছে কিন্তু আমার মনে একটু শান্তিও নেই৷ শুধু আংকেলের বলা কথা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে৷ কি করে কি হয়ে গেল? কখনো কল্পনাও করিনি এমন কিছু হবে৷


একটু পরে হালকা খাবার নিয়ে আসলো৷ সবাই খেলেও আমি খেলাম না৷ শুধু শুধু নষ্ট হবে৷ গলা দিয়ে নামবে না আমার৷ মনে হচ্ছে আমারই আপন কেউ মারা গেছে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে গেল৷ আর মেঘা আমার কাধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে৷ সত্য খবর জানলে ওর চোখের ঘুম উড়ে যেতো৷

হঠাৎ আমার অজান্তেই আমার হাত মেঘার মাথায় চলে গেল৷ কয়েকবার ওর মাথায় হাত বুলিয়ে চোখ বন্ধ করে রেখেছি৷ কিন্তু ঘুম যেন আজকে আসতেই চাইছে না৷ অথচ এমন নিরবতায় আমার প্রচুর ঘুম পায়৷ কিন্তু খারাপ খবরগুলো আসলেই ঘুম কেড়ে নেয়৷


দীর্ঘ সময় পরে বিমান এসে বাংলাদেশ বিমানবন্দরে ল্যান্ড করল৷ বিমান থেকে নেমে কোনো রকমে সবাইকে বিদায় জানিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম৷ কারণ এইসব ব্যাগ নিয়ে হসপিটালে যাওয়া যাবেনা৷


একটা অটো নিয়ে চলে আসলাম বাসায়৷ তখন সময় হবে সন্ধ্যা ৬ টা৷ বাসায় এসে মেঘার ব্যাগও আমার রুমে রাখলাম৷ কিন্তু ওর মা বাবা বোনকে না দেখতে পেয়ে আমাকে হাজারটা প্রশ্ন করেই যাচ্ছে কিন্তু আমি কোনো উত্তর দিতে পারছিনা ওকে৷


ব্যাগ রেখেই আমার বাইক বের করে ওকে নিয়ে সোজা হসপিটালের উদ্দেশ্যে চলে আসলাম৷ ৩০মিনিটের জায়গায় ২০মিনিট লাগলো৷ আগেই শুনে নিয়েছিলাম হসপিটালের নাম+ঠিকানা৷ মেঘা ছিল সেজন্য এর থেকে বেশি জোরে চালাতে ভয় ই লাগছিল৷ ওকে নিয়ে হসপিটালে আসায় মেঘা অনেকটা অবাক হলো৷ কিন্তু কোনো প্রশ্ন করল না৷


ওর হাত ধরে নিয়ে গেলাম ভেতরে৷ রিয়াকে ফোন দিলাম তখনও কাঁদতে কাঁদতে এসে মেঘাকে জড়িয়ে ধরল৷ তখন মেঘার মনে সন্দেহ বাসা বাঁধল৷ ওর চেহারা কেমন যেন হয়ে গেল৷ ওকে নিয়ে গেলাম ওর বাবার কাছে৷ আংকেলের মাথা ব্যান্ডেজ করা আর মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে৷ এখন নাকি ঘুমিয়ে রেখেছে ঘুমের ইনজেকশন দিয়ে৷


মেঘা কোনো কান্না করছে না৷ শুধু শক্ত হয়ে দাঁড়িয়ে ওর বাবার দিকে তাঁকিয়ে আছে৷ তখন হঠাৎ করে বলে উঠল.....

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


মেঘা : এই আমার মা কোথায় রে রিয়া?


রিয়া : আপু..মা তো..(কেঁদে কেঁদে)


আমি : চুপ একদম৷


মেঘা : কেন চুপ করবে কেন?


আমি : আন্টি অন্য রুমে আছেন৷ পরে দেখা করবে হুম।


মেঘা : প্লীজ চলোনা আমার মন বলছে মা ঠিক নেই৷


আমি : ঠিক আছে তো (আমার ই কান্না পাচ্ছে৷)


মেঘা : তোমার গলা এমন শোনাচ্ছে কেন? বলোনা কি হয়েছে?


আমি : আচ্ছা দাঁড়াও আসছি ২মিনিট৷


মেঘা : কেন কি করবে?


আমি : প্লীজ দাঁড়াও৷ রিয়া আসো তো বাইরে?


আমি রিয়া নিয়ে বাইরে চলে আসলাম৷ মানে কেবিনটার বাইরে৷ তারপরও মেঘা ওখানে দাঁড়িয়ে আছে৷ এক পাও নড়েনি৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_১০
#Officer_Demagi_Boss_Part_10
#banglastory143


আমি রিয়ার থেকে শুনলাম আন্টিকে কোন রুমে রাখা হয়েছে৷ ও ঠিকমতোই বলল৷


♦♦♦

♦♦

 চলবে,,,,,,,,

No comments

Powered by Blogger.