গল্প | নীল চুড়ির ভালোবাসা - পর্ব-০২
লেখক – মমিনুল ইসলাম নীল
আগামি পর্বের পর থেকে,,,,,

আমি-কিহহহহ।
মেয়ে-কিছু না।
আমি-উঠেন তো (ধাক্কা দিয়ে)
মেয়ে-উঠবো না (আমার গলা জড়িয়ে)
আমি-আপনি কে? বলুন তো।
মেয়ে-তোমার বউ।
#nil_chorir_valobasha_part_02
আমি-আরে মেরি মা, আমি আপনাকে চিনিই না।
মেয়ে-এত চিনতে হয় না।
এমন সময় ফোনটা বাজতে শুরু করলো, আমি রিসিভ করেই,
আমি-ওই তুই কার পাশে বসাইলি।
রিয়া-কেন? কি করছে।
আমি-খালি আমার বউ বউ করে আর বাসে সবার সামনে জড়াই ধরে।
রিয়া-ও এই ব্যাপার।
আমি-কে রে এই মাইয়া?
রিয়া-আমার ননদ।
আমি-মাথায় কি সমস্যা আছে নাকি?
রিয়া-না রে পাগল।
আমি-ওকে। কথা বলবি নাকি?
রিয়া-না।
আমি-আচ্ছা রাখ তাইলে।
#নীল_চুড়ির_ভালোবাসা_পর্ব_০২
#nil_chorir_valobasha_part_02
এতখুনে মেয়েটি আমার উপর থেকে উঠে সিটে বসেছে।আমি লাইন কেটে দিয়ে ফোন টিপছি। হঠাৎ মেয়েটি আমাকে উদ্দেশ্য করে বললো,
নীলা-আমাকে পাগল ভাববেন না। আমি সম্পূর্ণ সুস্থ। আপনার সাথে ওইরকম করি কারণ আছে তাই।
আমি-বুঝলাম কিন্তু আপনার নাম কি?
নীলা-আমার নাম নীলা।
আমি-ওহ, আর আমি হচ্ছি...
নীলা-আমি জানি আপনার নাম।
আমি-বলেন তাইলে
নীলা-আপনার নাম মমিনুল ইসলাম নীল তাই তো।
আমি-হুম কিন্তু জানলেন কীভাবে?
নীলা-ভাবী কাছে থেকে
আমি-ওও
নীলা-হুম।
অতঃপর দু'জনেই চুপ করে বসে আছি। বাস চলছে তার আপন গতিতে। হঠাৎ কেন জানি আমার চোখ লেগে আসছিলো.........
এরপর আর মনে নেই......
#নীল_চুড়ির_ভালোবাসা_পর্ব_০২
#nil_chorir_valobasha_part_02
যখন চোখ খুললাম.....দেখি আমি নীলার কোলে মাথা দিয়ে শুয়ে আছি আর নীলা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
আমি লাফ দিয়ে উঠে,
আমি-আসলে আমি সরি। কখন যে চোখ লেগে গেছে বুঝতেই পারি নি।
নীলা-আরে এতে সরি বলার কি আছে?
আমি-আপনাকে না বলে বিরক্ত করলাম।
নীলা-বিরক্ত করার কি আছে?
আমি-জানি না।
নীলা-আর কখনো সরি বলবেন না
আমি-আচ্ছা।
নীলা-চলুন আমাদের নামতে হবে
আমি-হুম
অতঃপর নীলার পিছনে পিছনে আমি যেতে লাগলাম।কারণ প্রায় ৫ বছর পর আমি চট্টগ্রাম আসলাম। আর এই ৫ বছরে অনেক পরিবর্তন হয়েছে।
নীলা-তুমি সরি আপনি দাঁড়ান আমি আসতেছি।
আমি-ওকে, আর চাইলে তুমি বলতে পারেন।
নীলা-বলবো। যদি আপনিও তুমি করে বলেন।
আমি-ওকে
কিছুসময় পর নীলা একটা গাড়ি করো আসলো আমার সামনে। আমিও গাড়িতে উঠে পরলাম। আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলছি না। হঠাৎ নীলা কোনো কথা না বলে,আমার দিকে চাপতে লাগলো। আমার ঠোঁটের কাছে এসে বললো,
নীলা-ড্রাইভ করতে পারো
আমি-হুম
নীলা-ভালোভাবে পারো
আমি-হুম
#নীল_চুড়ির_ভালোবাসা_পর্ব_০২
#nil_chorir_valobasha_part_02
নীলা-ড্রাইভার চাচা
ড্রাইভার-জ্বী মা বলো
নীলা-এই নেন ২০০০ টাকা আপনি গাড়ির চাবি রেখে বাসে চলে যান।
ড্রাইভার-আচ্ছা।
অতঃপর ড্রাইভার চাচা গাড়ির সাইড করে চলে গেল। নীলা সামনের সিটে গিয়ে বসলো,
নীলা-ওই ড্রাইভারের সিটে এসে বসো।
আমি নীলার কথা মতো ড্রাইভারের সিটে গিয়ে বসলাম।
আমি-বসলাম।
নীলা-এখন চালাও
#নীল_চুড়ির_ভালোবাসা_পর্ব_০২
#nil_chorir_valobasha_part_02
আমি-কিন্তু আমি তো রাস্তা চিনি না
নীলা-আমি চিনিয়ে দেব
আমি-আচ্ছা
আমি গাড়ি চালাচ্ছি.........আর........আড় চোখে নীলাকে দেখছি, নীল শাড়িতে মেয়েটাকে কত সুন্দর লাগছে। এত সুন্দর যে কোনো মেয়ে হতে পারে নীলাকে না দেখলে বুঝতামই না।
সবকিছুর থেকে সুন্দর হচ্ছে ওর চোখজোড়া। চোখের মনিটা নীল রংয়ের। নীলার চোখের দিকে তাকালে শুধু তাকিয়েই থাকতে মন চায়।
আমার কল্পনার জগৎতে পানি ঢেলে নীলা চিৎকার দিয়ে বলে উঠলো,
নীলা- STOPpppppppppppp
আমি-কি হয়েছে? (গাড়ি ব্রেক করে)
নীলা-ওই বাইরে যাও
আমি-কেন?
নীলা-শাড়ি ঠিক করবো
আমি-তোমার যা ইচ্ছা করো কিন্তু আমি বাইরে যাচ্ছি না।
নীলা-প্লিজ নীল বাইরে যাও
আমি-যাবো না
নীলা আমাকে অবাক করে দিয়ে, আমার গালে ওর ঠোঁটের ছাপ বসিয়ে দিলো।
নীলা-যাও এবার বাইরে যাও প্লিজ
আমি গালে হাত দিয়ে বোকার মতো বাইরে বেরিয়ে আসলাম আর নীলা মুচকি মুচকি হাসছে।
একটু পর নীলা আমাকে ডাকছে,
নীলা- নীল এবার আসো
আমি সিটে বসে যেই গাড়ি স্টার্ট দিতে যাবো এমন সময় নীলার আমার ঠোঁটের উপর ঝাঁপিয়ে পরলো। প্রায় ৫মিনিট পর ছাড়লো।
কি করলো এটা? মেয়েটার দেখি লজ্জাশরম বলতে কিছু নাই। একটু আগে কি ঘটলো মনে পরলেই মাথা ঘুরতাছে।আমি নীলার দিকে তাকিয়ে দেখি, নীলা মুচকি মুচকি হাঁসছে....
#নীল_চুড়ির_ভালোবাসা_পর্ব_০২
#nil_chorir_valobasha_part_02
আমি আর বেশি কিছু না ভেবে গাড়ি চালাতে লাগলাম।
....
........
[চলবে.....]
#নীল_চুড়ির_ভালোবাসা #মমিনুল_ইসলাম_নীল #Nil_Chorir_Bhalobasa #Mominul_Islam_Nil
#banglastory143
No comments