গল্প | ডার্ক হ্যাকার যখন ক্ষ্যাত - পর্ব-০৫


গল্প | #ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত

পর্ব | ০৫

লেখক | আরিয়ান 





---- না,,,,আমার সন্দেহ ইই ঠিক রাতের আগে এই Dark Queen  এ্যাটাক  করবে না। তাও রাত ১১ টা পর্যন্ত বসে রইলাম ল্যাপটপের সামনে। রাত তখন ১১.২০ হঠাৎ দেখলাম আমার ল্যাপটপে বাংলাদেশ স্পেস রিসার্চ অরগানাইজেশন এর সার্ভার থেকে একটা Red Warning দিচ্ছে।



মানে কেউ এই সার্ভারে এক্সেস নেয়ার জন্য চেষ্টা করতেছে। আমার আর বুজতে বাকি রইল না এইটা নিশ্চয়ই Dark Queen এর কাজ।



আমিও চুপচাপ বসে রইলাম Dark Queen কে এক্সেস নিতে দিলাম। তারপর Dark Queen যে এক্সেস নিয়েছে তার একটা প্রমান রেখে দিলাম। 



অন্যদিকে,,,,,,,



---- কি হলো ঘটনা। আমাকে তো বলেছিল হ্যাক করতে দিবে না সার্ভার।  আমি কিভাবে এত সহজে হ্যাক করে ফেললাম?? নাকি এইটা কোনো একটা প্ল্যান আমাকে ধরার জন্য? (Dark Queen নিজের মনে এইসব ভাবনা ভাবতেছিল)



---- হা হা হা Dark Queen কাল তুমি দুনিয়ার সামনে তামাশা দেখবে। এই কথা ভাবতে ভাবতে Dark Queen এর হ্যাক করা সার্ভারে আমি রিপ্লাই এট্যাক দিলাম। এট্যাক চলাকালীন আমি কল দিলাম রাকিব ভাইকে,,,,,,



---- হেলো ভাই। সার্ভার হ্যাক করে ফেলেছে Dark Queen। 



---- হুম। কিন্তু এই কাজ কিভাবে করল বুজতেছিনা। আমাদের হায় সিকিউরিটি বাইপাস করে কিভাবে হ্যাক করল তা ইই বুজতে পারতেছিনা। আমাদের লোকেরা চেষ্টা করতেছে ব্যাক আনার। তুমিও একটু দেখ কারন এইটা আমাদের  সিকিউরিটির প্রশ্ন।



---- হুম ভাই।  ১০ মিনিটের মধ্যে সার্ভার ব্যাক চলে আসবে। আই প্রমিস ইউ।



---- গুড জব। ওকে চেষ্টা কর তুমি আমরাও করি। 



---- ওকে ভাই।  বলে কল কেটে দিলাম। কথা বলা শেষ করে দেখতেছি এট্যাকটা সাকসেসফুল হয়েছে। তারপর আরেকটু কাজ করে সার্ভার আমার আয়ত্তে নিয়ে আনলাম। এখন আরেকটা কাজ বাকি। Dark Queen এর লোকেশান ট্রেক করা। 



অন্যদিকে,,,,,



---- সার্ভার এর ডেটা মুছে ফেলার সময় হঠাৎ ই  সব কিছুই উল্টাপাল্টা হয়ে গেছে । তার মানে কি এই সার্ভার ব্যাক নিয়ে গেছে?  হাউ ইস দিস পসিবল??? (চেচিয়ে Dark Queen বলল)



কিভাবে আমার কাছ থেকে এই সার্ভার ব্যাক নিয়ে গেল। আমি টেরও পেলাম না। না এ কোনো সাধারন মানুষ না। কে এই ব্যক্তি?



যে এই Dark Queen  থেকেও ১০০ পা এগিয়ে। না আমাকে এখনি এই সার্ভার থেকে বের হয়ে যেতে হবে। নাহলে আমার লোকেশন ট্র্যাক করে ফেলবে। (এই বলে Dark Queen বেরিয়ে গেল সার্ভার থেকে)



অপরদিকে,,,,,,,

---- ইসসসস,,,,,,ওওও গড আর মাত্র ৫ সেকেন্ড থাকলে এই Dark Queen এর লোকেশান ট্র্যাক হয়ে যেত। এই Queen তো অনেক চালাক। নিজের লোকেশন ট্র্যাক না হওয়ার জন্য বেরিয়ে গেল। সমস্যা নাই আজ বেঁচে গেলেও পরের বার আর বাঁচতে পারবে না। এই কথা ভাবতে ভাবতে আবার কল দিলাম রাকিব ভাইকে।



---- হেলো ভাই একটা খুশির খবর আছে।



---- কি খবর? 



---- ভাই সার্ভার এখন আমার আয়ত্তে। Dark Queen সার্ভার এর কোনো ক্ষতি করার আগেই ব্যাক নিয়ে আসছি।



---- ওয়াটটটট,,,,,,আর ইউ কিডিং মি? 



---- না ভাই,,,,,আই এম নট কিডিং। ইটস ট্রু। সার্ভার এখন আমার আয়ত্তে। খুব শীঘ্রই সার্ভার আপনাদের কন্ট্রোলে দিয়ে দিতেছি। 



---- সাবাশশসশস আরিয়ান সাবাশশশশ,,,,,আই এম প্রাউড অফ উ। বেরি গুড জব। তোমার প্রাইজ এমাউন্ট তোমার একাউন্টে চলে যাবে। 



---- না ভাই দরকার নাই৷ আমি এই কাজ টাকার জন্য না দেশের জন্য করেছি। আমার টাকার দরকার নাই। 



---- না,,,,তুমি যা করেছ তার সামনে এই প্রাইজ এমাউন্ট কিছুই না। তোমার টাকা চলে যাবে ঠিক সময়ে। ভাল থাকিও বাই। 



---- ওকে ভাই। এই বলে কল কেটে দিলাম। তারপর ইউটিউবে লাইব একটা ভিডিও আপলোড দিলাম।



আসসালামু আলাইকুম।  Dark Queen চ্যালেঞ্জ দিয়েছিল যে সে আজ আমাদের বাংলাদেশ স্পেস রিসার্চ অরগানাইজেশন এর সার্ভার হ্যাক করে তার আয়ত্ত্বে আনবে। 


আমিও তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মাত্র ১০ মিনিটে আমিও সেই সার্ভার ব্যাক আনব। এই দেখুন Dark Queen যে সার্ভার হ্যাক করেছিল তার প্রমান। তারপর একটা ভিডিও দেখালাম।



আমিও প্রমিস করেছিলাম যে সার্ভার ব্যাক আনবই। এই বলে আরেকটা ভিডিও দেখালাম। এই যে দেখুন Dark Queen এর আয়ত্ত থেকে আমাদের দেশের সার্ভার ব্যাক নিয়ে এনেছি মাত্র ১০ মিনিটে।



Dark Queen একটা কথা মনে রাখবা বাপেরও বাপ আছে। তুমি এখনো আমার সামনে ছোট। তোমাকে আমি ফাস্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তুমি যদি আবারো আমার দেশের ক্ষতি করার চেষ্টা করো তাহলে আই উইল বি ব্যাক। একটা ডেবিল মার্কা হাসি দিয়ে ভিডিও শেষ করে দিলাম



--- আশা করি এই ভিডিও Dark Queen অবশ্যই দেখবে।মোবাইলে চার্জ না থাকায় মোবাইল চার্জে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম



 অপরদিকে,,,,,,

রিমি রাত থেকে ফোনে কল দিয়েই যাচ্ছে কিন্তু সবসময় একটা কথা নাম্বার টি এই মূহুর্তে বন্ধ আছে। 



---- আল্লাহ,,,,আরিয়ানের কি কোনো ক্ষতি হল নাকি। কেন ও ফোন বন্ধ করে রেখেছ। না ট্রাই করে যেই। 



সকালে ঘুম থেকে উঠে ফোন চার্জার থেকে খুলে ওপেন করতেই মনে হই বাজ পড়েছে আমার মাথাই। কাল রাত থেকে রিমির প্রায় ১৫০+ কল আর ৫০০+ মেসেজ। না আজ আমার আর রেয়াই নেই।



তারপর আল্লাহর নাম করতে করতে দিলাম রিমিরে কল। বাহ কল দেয়ার সাথে সাথেই রিসিব মনে হই ফোন নিয়ে বসে ছিল,,,,,



---- হেলো রিমি,,,,,,ভয়ে ভয়ে বললাম।



---- শালা কুত্তা,,,,বান্দর,,,ফালতু,,,বেয়াদপ আরও অনেক গালি দিলল। এই তোর ফোন বন্ধ কেন ছিল রে?? তুই আজ কলেজে আই তোর একদিন কি আমার একদিন। এই বলে ফোন কেটে দিল,,,,,,



লে হালুয়া। আজ আমার অবস্থা টাইট হবে। তারপরে নাস্তা করে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি রিমি আমার আগে কলেজে এসে বসে আছে। 



---- হাই রিমি,,,,,ভয়ে ভয়ে বললাম।



---- রিমি কিছু না বলে,,,,,কলেজের পিছনে আমাকে টানতে টানতে নিয়ে গেল। 



---- এখানে কেন এনেছ? 



---- তারপর দিল ঠাসসসসসস করে একটা,,,, রিমির এই থাপ্পর খেয়ে টাল সামলাতে নে পেরে পড়ে গেলাম। 



তারপর রিমি আমায় তুলে দিল আরেকটা,,,,,, এবার আমার ডান আর বাম গালে ৫ টা করে মোট ১০ টা আঙ্গুলের ছাপ পড়ে গেল। 



---- এই কুত্তা তোর খুব ভালো লাগে না আমায় কষ্ট দিতে আমায় কাঁদাতে। তোর তো ভালো লাগেই আমায় কষ্ট দিতে। 



---- এতক্ষন খেয়াল করি নাই,,,,,,,আসলে রিমির চোখ দুইটা ফুলে গেছে। মুখটা কেমন যেন হয়ে গেছে। মনে হয় কাল অনেক কেঁদেছে। 



---- কি হল কথা বল চুপ করে আছিস কেন? 



---- আসলে রিমি সরি,,,,,,আমার কাল ফোনে চার্জ শেষ হয়ে গেছিল তাই বন্ধ ছিল। আই এম সরি। আর হবে না এইরকম। 



---- আরও কতক্ষন গালাগালি করে বলল,,,,,, আচ্ছা ভবিষ্যতে যেন এইরকম না হই।  প্রমিস দাও। 



---- হুম প্রমিস। আর হবে না। চল এখন ক্লাসে যাই। ক্লাসের টাইম হয়ে যাইতেছে। 



---- হুম ওকে চলো। 



তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাস শেষে বাসায় আসার সময়,,,,,



---- আরিয়ান তুমি কি কিছু শুনেছ?? 



---- না কি শুনব? 



---- আল্লাহ,,,,,,এই ছেলে মনে হই মঙ্গলগ্রহে থাকে। 



---- দেখ,,,,,,কাহিনি না করে সোজাসাপ্টা ভাবে বলো কি হয়েছে। 



---- Devil Queen তো বলেছিল যে সে নাকি বাংলাদেশ স্পেস রিসার্চ অরগানাইজেশান এর সার্ভার হ্যাক করবে। আর কেউ ইই তাকে থামাতে পারবে না। 



---- হুম জানি তো।  তা হ্যাক করে ফেলেছে নাকি??



---- আরে শুনো তো পুরা ঘটনা। সে হ্যাক করলেও কে যেন একজন সেই সার্ভার মাত্র ১০ মিনিটে আবার ব্যাক নিয়ে এসেছে আবার Dark Queen কে ওয়ার্নিং ও দিয়েছে সে যদি আর এইরকম কাজ করে তাইলে তার নাকি খবর আছে। 


---- হায় হায় কি বলো Dark Queen নাকি বাংলাদেশের এক নাম্বার হ্যাকার তার ওপরে নাকি কেউ নাই। তাহলে এই ব্যক্তি কে?  যে মাত্র ১০ মিনিটে সার্ভার ব্যাক নিয়ে আসে? (একটু মজা করে)



---- হুম সেটাই তো কথা। আল্লাহ জানে এ আবার কে আসছে। আচ্ছা বাদ দাও এইসব। 



---- হুম। চল বাসায় যাই। 



----- না এখন বাসায় যাবো না। একটু মার্কেটে যাব আর তুমি যাবে আমার সাথে। 



---- না না আমি যাব না। বাসায় কাজ আছে। 



---- ওহ হ্যালো। আমি তোমার থেকে পারমিশন নিতেছি না তোমাকে জানাইতেছি। 



---- আচ্ছা চলো। তোমার সাথে তর্ক করে পারব না।  



তারপর আমরা মার্কেটে গেলাম। তারপর রিমি আমায়  ৩ টা ব্যাটারি ১ টা পাওয়ার ব্যাংক কিনে দেয় আর বলে,,,,,



---- শুন এইগুলা এইজন্য তোমায় দিতেছি যাতে তোমার মোবাইল সবসময় অন থাকে। 



---- এই দেখ এইসব লাগবে না। আমি কি করব এইগুলা দিয়ে। 



রিমি আমার কোনো কথাই শুনল না। সব কিনে আমার হাতে দিল। বলল,,,,,



---- এই নাও। এইগুলা আমার পক্ষ থেকে ছোট গিফট। 



---- দেখ,,,,,,আমি এইসব দিয়ে কি করব বলো তো? 



---- এই কথা বলার সাথে সাথে রিমি চোখ গুলা বড় বড় করে আমার দিকে তাকিয়ে থাকে। 



---- আচ্ছা আচ্ছা দাও। এইভাবে ভয় দেখাও কেন? 



---- এইতো গুড বয়। এই নাও আর বাসায় যাও। 



পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আম্মু জিজ্ঞেস করল,,,,,



---- কিরে এইগুলা কে দিল তোরে? 



---- আম্মু আমার এক ফ্রেন্ড দিছে। 



---- আচ্ছা ভালো। তা বাবা দেখ আমাদের তো সম্পত্তি কোনো কম নেই। তুই কেন এই ভাবে চলাচল করস? 



---- আম্মু দেখ,,,,,,আমি আগেও বলেছি এখনও বলছি আমার নরমাল থাকতে ভালো লাগে। এই বলে রুমে চলে আসলাম। এসে একটু ফেবুতে ডুকলাম।  দেখলাম এক মাইয়া মেসেজ দিছে,,,,,,,,, 



---- হা কেমন আছেন ভাইয়া ? 



---- হেলো কে আপনি? 



---- জিইই,,,,,আমার নাম মায়েশা। আর আমি আপনাকে একটা কথা বলতে চাই। 



---- আচ্ছা বলুন কি বলবেন। (আমি তো বুজতে পারছি এটা কার আইডি) 



---- আমি আপনাকে খুব লাইক করি। I love You



---- ওম্মা সত্যি। আলাবু টু। (এইটা আকিবের ফেক আইডি। সালায় আমার সাথে মজা করে আমি করলাম)। এই বলে আমি গোসল করতে চলে গেলাম। 



তারপর খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকালে উঠলাম। উঠে আমি ফেবুতে লগইন করতেই আমার মাথা শেষ,,,,,,,,,



চলবে......

কেমন হল সবাই জানাবেন। 

ধন্যবাদ


#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৫
#dark_hacker_jokhon_khet_part_05
#banglastory143


No comments

Powered by Blogger.