গল্প | ডার্ক হ্যাকার যখন ক্ষ্যাত - পর্ব-০৪
গল্প | ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত
পর্ব | ০৪
লেখক | আরিয়ান

--- ওকে বাই। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দিলাম শান্তির একটা ঘুম। ঘুম থেকে উঠে একটু ফেবুতে ডুকলাম। ডুকেই মাথায় বাজ পরল।
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
আমি আমার আইডি পুরা চেঞ্জ। মানে কি বুজলেন না তাই তো। মানে যখন আমি আইডি তে ডুকলাম তখন দেখলাম আমি ফেবুতে যে মেয়েদের সাথে কথা বলতাম সবাই আমার ব্লকলিস্টে উড়া উড়ি করতেছে।
আবার আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল থেকে ইন এ রিলেশনশিপ দেয়া। কে করল এই কাজ বুজলামই না। চোরের ওপর ডাকাতি কে করল। হঠাৎ টুং করে একটা নোটিফিকেশন আসল। দেখলাম একটা মেয়ের আইডি থেকে মেসেজ আসল।
---"কি এত মেয়েদের সাথে ফ্লার্ট করেন কেন"?
--- কে আপনি? আর আমার আইডি হ্যাক করছেন কেন?
--- "আমি কে সেটা বিষয় নয় বিষয় হইল আজ থেকে আর কোনো মেয়ের সাথে যাতে ফ্লার্ট করতে না দেখি"
--- আপনি কে আর আমি আপনার কথাই বা শুনব কেন?
--- "আমি ভূত তোর ঘার মটকিয়ে খাব। আর তোরে একবার মানা করছি না কোনো মেয়ের সাথে কথা বলবি না মানে বলবি না। "
--- রিমি,,,,,,তুমি আমার আইডি হ্যাক করছ কেন?
--- আমি কোনো রিমি টিমি না। আর এই রিমি কে আমি চিনিও না।
--- দেখ,,,,,আর মিথ্যা বলার দরকার নাই। তোমার চুরি ধরা খাইছে। (কারন ওই কথা টা আমারে রিমিই বলে রিমি ছাড়া অন্য কেউ এই কথা বলে না)
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
--- তুমি বুজলা কেমনে আমি সে রিমি?
--- এইতো চান্দু লাইনে আস। ম্যাজিক ম্যাডাম ম্যাজিক। তুমি আমার আইডি হ্যাক করছ কেন সেটা বল?
--- এমনে ভাল লাগছে। তোমার থেকে যদি তোমার আইডির পাসওয়ার্ড চাইতাম কখনও দিতা না। তাই এইটা করলাম। এখন বল তুমি এত মেয়ের সাথে টাঙ্কি মারো কেন?
--- সিঙ্গেল তো তাই। আচ্ছা আমার আইডি হ্যাক করে কি কোনো লাভ আছে তোমার??
---- অনেক লাভ আছে স্যার। আর আজ থেকে সব টাঙ্কি মারা বন্ধ। যদি আজকের পর থেকে কোনোদিনও মেয়েদের সাথে টাঙ্কি মারতে দেখি তাহলে ফেবু চালানোই বন্ধ করে দিব,,,,,,বুজছো?
--- জিইই ম্যাডাম বুজতে পারছি। তা কি করতেছ??
--- কিছুই না। তোমার সাথে কথা বলতেছি। তুমি কী কর?
--- আমি বসে আছি। এখন খেলতে যাব বাই৷
--- আচ্ছা বাই।
--- আমি খেলতে চলে গেলাম। আর ফিরলাম সন্ধ্যার সময়৷ নাস্তা করে পড়া শেষ করলাম। শেষ করে একটু টিভি দেখতে গেলাম হঠাৎ একটি খবর চোখে পড়ল Devil Queen নাকি বাংলাদেশ ইন্টালিজেন্স ব্যুরো এর সার্ভার হ্যাক করে ফেলেছে। আর এই সার্ভার ঠিক করার কাজ এখনো চলমান।
আমি ভাবতে লাগলাম কে এই৷ Devil Queen. কি চাই সে? কেন সে এইরকম করতেছে। মাথায় ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। হঠাৎ একটি অপরিচিত নাম্বার থেকে ফোন আসল।
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
--- হেলো আসসালামু আলাইকুম। আরিয়ান বলছেন?
---- (গলার কন্ঠ শুনে বুজলাম এ আর কেউ না এ হচ্ছে আমার লিডার আর বাংলাদেশ সাইবার ডিফেন্স এর প্রধান আর আমার লিডার মোহাম্মদ রাকিবুল হাসান) ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই বলেন আমি আরিয়ান কেমন আছেন আপনি??
---ভালো আছি। তা বুজেই যখন ফেলেছ কথা না ঘুরিয়ে সোজা মূল কথায় আসা যাক। তুমি তো নিশ্চয়ই জানো Devil Queen আজ কি করল। আর সে যদি এইভাবে করতে থাকে তাহলে আমাদের দেশের অনেক বড় ক্ষতি হয়ে সেতে পারে।
সে আজ যে কাজ করেছে তার পরেও যদি তাকে দমানো না যায় তাহলে সে তার চ্যালেঞ্জ মানে ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ স্পেস রির্সাচ অরগানাইজেশন এর সার্ভার হ্যাক করে ফেলতে পারে। আর এইটি আমাদের দেশের সিকিউরিটির প্রশ্ন। তাই এই ব্যাপারে তোমার কাছ থেকে সাহায্য চাইতেছি।
--- না ভাই আমি দুঃখিত। আমি এই জগৎ থেকে চলে এসেছি।
--- দেখ এইটি দেশের সিকিউরিটির প্রশ্ন। Dark Queen যদি তার চ্যালেঞ্জ পূরন করতে সক্ষম হই তাহলে অন্যান্য দেশের হ্যাকার রাও আমাদের দেশের ওপর সাইবার আক্রমন করতে পারে।
--- ভাই আমি একজন সাধারণ মানুষ এটিই আমার পরিচয়। এর বাইরে আমার কোনো পরিচয় নাই। আমি দুঃখিত ভাই। আমাকে মাফ করে দিবেন।
--- আচ্ছা সমস্যা নাই। অনেক আশা ছিল তুমি সাহায্য করবা। আচ্ছা ইট'স ওকে। আর তুমি সাধারন না অন্যকিছু তুমি ই ভালো জানো। আচ্ছা বাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।
--- ওকে ভাই। এই বলে কল কেটে দিলাম। আর ভাবতে লাগলাম আবার কি ফিরে যাবো ওই জগৎ এ যে জগৎ আমার সবকিছু কেড়ে নিয়েছিল।
না আর ফিরে যাব না ওই অন্ধকার জগতে। এইসব চিন্তা করতে করতেই রাত টা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে কলেজে গেলাম কলজের ক্যাম্পাসে একা একা হাটতেছি কেউ ই নাই তাই কলেজের সামনে একটি পুকুর আছে সেই পুকুর এর পাড়ে বসলাম।
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
কিছুক্ষন বসার পর দেখলাম একটি মেয়ে আমার পাশে বসল। আমি সেই দিকে নজর না দিয়ে আপন মনে বসে ছিলাম। হঠাৎ মেয়েটি আমাকে বলল।
--- হাই কেমন আছেন?
--- জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
--- জিই আলহামদুলিল্লাহ। তা আপনি কোন ইয়ারে পড়েন।
--- জিই অনার্স ১ম বর্ষে আপনি?
--- আমিও সেম। তা এখানে একা একা বসে আছেন যে কেউ কি আসবে নাকি।
--- কে আসবে আবার। কেউ ইই তো নাই আমার।
--- ওওও আচ্ছা দেখেন আমরা যেহেতু একই ক্লাসে পড়ি সো নো আপনি অনলি তুমি ওকে? ফ্রেন্ডস,,,,,,,, (হাত বাড়িয়ে)
--- যখনই আমি বলতে যাব ওকে কে যেন আমার মাথার চুল ধরে দিল এক হ্যাচকা টান। টান সামলাতে না পেরে আমি নিচে পড়ে গেলাম। নিচে থেকে উঠেই দেখলাম রিমি চোখ মুখ লাল করে বড় বড় চোখে আমার দিকে তাকায় আছে। মনে হই এখনি আমাকে গিলে খেয়ে ফেলবে। তারপর আমার দিকে তাকিয়ে রিমি বলল,,,,
--- এই মেয়েটা কে? আর এর কথা কিসের?
--- আমি বললাম সেম ইয়ারে আমরা। তাই ফ্রেন্ডশিপ করতেছিলাম।
--- কোনো দরকার নাই। এই মেয়ে তুমি অন্য কারো সাথে ফ্রেন্ডশিপ করো যাও। (এই কথা বলে রিমি আমারে টানতে টানতে নিয়ে গেল। কলেজের পিছনে একটা ফাকা জায়গায়। সেখানে সচরাচর কেউ আসে না)।
এই তোরে বলছি না কোনো মেয়ের সাথে কথা কইবি না। তাইলে কথা কইছস কোন সাহসে?
--- আরে ওরে তো চিনি না। একসাথেই বসে ছিল আর বলল একই ইয়ারে পড়ে তাই ফ্রেন্ডশিপ করতেছিলাম।
---- তুই কী কলেজে আসছত মাইয়াদের সাথে কথা বলতে। তোরে বলছি না কোনো মাইয়ার সাথে তুই কথা বলবি না। তাহলে বলছস কেন? দেখ আমারে বেশি রাগাইস না নাহলে তোর ১২ টা বাজিয়ে ছেড়ে দিব। (খুব রেগে বলল এই কথা)
--- আচ্ছা আচ্ছা প্রমিস আর কখনও মেয়েদের সাথে কথা বলব না। এই বার লাস্ট বার মাফ করে দাও।
--- ওকে লাস্ট বার কিন্তু। চলো ক্লাসে যাই। ক্লাসের টাইম হয়ে যাচ্ছে।
--- হুম চলো। তারপর একে একে সব ক্লাস করলাম। ক্লাশ শেষ করে আমরা হাটতেছিলাম নীরবে। নীরবতা ভেঙ্গে আমিই জিজ্ঞেস করলাম আচ্ছা রিমি তুমি কি হ্যাকিং পারো নাকি?
---- হুম। আর আমাদের একটা টিমও আছে। টিমের নাম Lady Spamming & Hacker Team সংক্ষেপে (L.S.H) Team।
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
--- ওহহহ আচ্ছা আচ্ছা ভালো। তা কে কে আছে তোমাদের টিমে?
--- আমি,,, মাহি,,,নীলা,,,,রুবিনা আরও অনেকে। কেন বলো তো??
--- না এমনে। আচ্ছা বাই পরে কথা হবে। এই কথা বলে আমি বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে নাস্তা করে পড়তে বসলাম। পড়ার পর রাতের খাবার খেয়ে রিমির সাথে একটু কথা বলে ঘুমিয়ে গেলাম।
সকালে উঠে ইউটিউব ওপেন করতেই Dark Queen লাইভে এসে একটি ভিডিও আপলোড করেছিল। ভিডিও টি ছিল এইরকম,,,,,
--- হেলো বাংলাদেশ বাসী। আমি আপনাদের সেই Dark Queen। আমি প্রমিস করেছিলাম যে ২৫ তারিখ আমি বাংলাদেশের স্পেস রির্সাচ অরগানাইজেশন এর সার্ভার হ্যাক করব আর আমার ডিমান্ড শুধু একটাই ছিল Dark Devil কিন্তু কেউ ই তার সম্পর্কে কিছু বলতে পারে নাই।
আজ ২৫ তারিখ তাই আমি আজ সবার সামনে বলছি যে আমি Dark Queen আজকেই বাংলাদেশ স্পেস রির্সাচ অরগানাইজেশন এর সার্ভার হ্যাক করব ও পরবর্তী তে তার সকল ডেটা মুছে ফেলব। এই বলে ভিডিও টা শেষ করে দিল।
--- না আর না। আর একে সুযোগ দেয়া যাবে না। এই Dark Queen তো শুধুমাত্র একজন। Dark Devil যদি ফিরে আসে তাহলে এইসব Dark Queen কে খুজেই পাওয়া যাবে না। আমি ফোন দিলাম বাংলাদেশ সাইবার ডিফেন্স এর চীফ রাকিব ভাই কে।
--- হেলো ভাই আসসালামু আলাইকুম। Dark Devil ইস ব্যাক।
--- ইয়েস। আমি তোমার থেকে এটাই আশা করছিলাম। নাও দ্যা হোল ফ্লিড ইস ইউর্স। তুমি যেভাবে করতে চাও করতে পারো। আমাদের ফুল সাপোর্ট আছে তোমার সাথে।
---- ওকে ভাই ধন্যবাদ। তারপর কল কেটে দিয়ে একটি ভিডিও আপলোড দিলাম ইউটিউবে,,,,,,,,,,
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টি Dark Queen কে উদ্দেশ্য করে। আশা করি Dark Queen এখন আমার এই ভিডিও টি দেখছেন। নিজেকে খুব বড় হ্যাকার মনে করেন না Dark Queen?
আপনি কি ভেবেছেন আপনি যেসব কর্মকান্ড করতেছেন সেগুলা থামানোর মত বাংলাদেশে কেউ ইই নেই তাহলে এইটা আপনার ভুল ধারনা। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশে আপনাকে থামানোর মত কেউ নেই তাহলে শুনে রাখুন আপনি তো চ্যালেঞ্জ দিয়েছেন আজকেই বাংলাদেশ স্পেস রিচার্চ অরগানাইজেশন এর সার্ভার হ্যাক করবেন?
তাহলে আজ আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনি যদি সার্ভার হ্যাক করে নিজের আয়ত্তে আনেন তাহলে আমি আপনার আয়ত্ত্ব থেকে সেই সার্ভার মাত্র ১০ মিনিটে ব্যাক আনবো। দেখি আপনি কতবড় হ্যাকার। বেস্ট অফ লাক ফর টুমোরো। আল্লাহ হাফেজ।
এইবলে ভিডিও শেষ করে দিলাম। (আশা করি আমার এই ভিডিও Dark Queen দেখবে। কি মনে করে সে নিজেকে সে বাংলাদেশের সিকিউরিটি সিস্টেম এর সাথে খেলবে? এত বড় হ্যাকার সে? আসলে সে জানে না জে বাপেরও বাপ আছে। আর এই বাপ তার মতো হাজারটা হ্যাকার কে ট্রেইন দেই।দেখি কি করে এই Dark Queen। Dark Queen কে নিয়ে ভাবতেছিলাম হঠাৎ দেখলাম রিমি ফোন দিল,,,,,,,
---- হেলো আরিয়ান আজ ইউটিউবে কি কোনো ভিডিও দেখছ কিছুক্ষন আগে?
---- না কই কিসের ভিডিও। আমি তো আজ সকালে ইউটিউবে যায় নাই। কেন কিছু কি হইছে? (আমি একটু না বুজার ভান করে)
---- হায় আল্লাহ। এই ছেলেরে নিয়ে কিভাবে চলব আমি। পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেছে আর এই ছেলে কিছুই জানে না।
---- দেখ বলো কি হয়েছে। কিসের তোলপাড়।?
---- শুনো বলতেছি। কে একজন আজ সকালে একটি ভিডিও করে Dark Queen কে ওপেন চ্যালেঞ্জ দিয়েছে যে Dark Queen যে সার্ভার হ্যাক করবে সেই ব্যক্তি মাত্র ১০ মিনিটের মধ্যে ব্যাক আনবে। এই ভিডিও টাই সারাদেশে ভাইরাল হয়ে গেছে। তুমি নিউজে দেখ কি বলছে লোকেরা। ওহ ভালো কথা কলেজে আসবা আজ??
---- না,,,,,, আজ শরীর টা ভালো নেই। তাই আজ আসব না। (মিথ্যা বললাম। আজ কলেজে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে আমার দেশকে৷ যা আমি মোটেও চাই না।)
---- মানে,,,,,,,কি হয়েছে তোমার? আল্লাহ,,,, তুমি কি একটুও নিজের খেয়াল নিতে পারো না? (একটু বিচলিত সুরে)
---- আরে তেমন কিছু না,,,,, সামান্য একটু জ্বর জ্বর লাগতেছে। আর বেশি কিছু না??
---- কিইইইইই,,,,,, এইটা সামান্য??? এই তুমি ওষুধ খাইছ?? নাস্তা করছ সকালে??
---- হ্যাঁ হ্যাঁ,,,,, ম্যাডাম করছি। তা আজ কলেজে যাবা না?
---- না আজ যাব না কলেজে। সত্যি তুমি খাইছো? তোমার বাসার ঠিকানা দাও আমি তোমার বাসায় আসব।
---- (হায় হায়,,,,,বলে কি। রিমি যদি আমার বাসায় আসে তাহলে ও পুরো সত্যিটায় জেনে যাবে যা আমি একদমি চাই না) মনে মনে বলতেছিলাম
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
---- কি হইল,,,কথা বল না কেন? বাসার আড্র্যাস দাও। আমি এখনি আসব তোমার বাসায়।
---- দেখ রিমি। আমি সত্যিই সব ওষুধ খাইছি। আর নিজের খেয়ালও নিব। প্রমিস।
---- আমি তোমারে বাসার ঠিকানা দিতে বলছি,,,,একটু রেগে বলল।
---- রিমি দেখ,,,, আম্মু জানে আমি কলেজে কোনো মেয়েদের সাথে কথা বলি না। এখন যদি তুমি বাসায় আসো তাহলে আমার কি হবে ভাবতে পারতেছ। প্লিজ রাগ করে না।
---- আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তোমায় কল দিব। বুজতে পারছ??
---- ওকে ম্যাডাম। দিও এখন যাও তুমিও খেয়ে নাও বাই।
---- হুম বাই। (এই বলে ফোন কেটে দিল রিমি। মেয়েটা আমার খুব কেয়ার করে। খুবই ভালো একটা মেয়ে।) এইকথা ভাবতেছিলাম কল দিল রাকিব ভাই,,,,,,,
---- হেলো আরিয়ান। ভিডিও টা কি তুমি আপলোড করছ আজ সকালে?
---- হুম ভাই। Dark Queen কে ওপেন চ্যালেঞ্জ দিলাম। দেখি সে কতবড় হ্যাকার।
---- গুড। তোমার থেকে এটাই আশা করতেছিলাম। আমার টিম ও রেডি আছে Dark Queen কে প্রতিহত করার জন্য।
---- ওকে ভাই৷ নজরদারি শুরু করেন। কারন এই ভিডিও টা দেখার পর মনে হয় না Dark Queen শান্ত ভাবে বসে থাকবে।
---- হুম আমারা মোটামুটি রেডি। তুমিও রেডি থাক। বাই।
---- ওকে ভাই বাই।
অন্যদিকে Dark Queen এই ভিডিও টা দেখে তো পুরাই আগুন।
---- কে এই লোক? কে আমাকে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে। আমার হ্যাক করা সার্ভার মাত্র ১০ মিনিটে ব্যাক আনবে। এত আত্মবিশ্বাস??
#ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত_পর্ব-০৪
#dark_hacker_jokhon_khet_part_04
#banglastory143
আমার জানামতে বাংলাদেশ শুধু Dark Devil এর এত আত্মবিশ্বাস। যে কিনা একাই একদিনে প্রায় ১০/১২ টা দেশের সার্ভার একাই হ্যাক করে নিয়েছিল। তাহলে এই লোকটি কি সেই Dark Devil?? যার সাথে এতদিন আমি দেখা করতে চেয়েছিলাম।
তাহলে এতদিন আমি তো অনেক ক্ষতি করেছি কেন আসেনি এতদিন? আল্লাহ কে এই ব্যক্তি??? না আমাকে খুব সতর্কর সাথে কাজ করতে হবে। আজ সকালে আক্রমণ করব না। রাতেই আক্রমণ করব। রাত ১১ টার পর।
---- অন্যদিকে এখন বিকাল ৩ টা বাজে। এখনও তো Dark Queen এর কোনো এক্টিভিটি দেখলাম না। না আমার মনে হই Dark Queen রাতে এট্যাক করবে। কারন সে মনে হই আমার ভিডিও টা দেখে হালকা ভয় পেয়েছে। এইসব ভাবতেছি দেখলাম রিমি কল দিলো। সকাল থেকে এই নিয়ে তার ৬ নাম্বার কল। আমি রিসিব করে বললাম,,,,,,,
---- হেলো,,,কি করতেছ?
---- বসে আছি,,,, লাঞ্চ করছ? ওষুধ খাইছ?
---- হ্যাঁ হ্যাঁ খাইছি। (মিথ্যা বললাম। কারন সকাল থেকেই ল্যাপটপের সামনে বসে আছি। এখন যদি বলি ভাত + ওষুধ কোনোটায় খাই নাই তাহলে আমারে নির্ঘাত খুন করবে।)
---- সত্যি খাইছ তো? না আমার সাথে মিথ্যা বলতেছ??
---- না না সত্যি খাইছি। মিথ্যা কেন বলব?
---- হুম গুড বয়।
--- হুম,,,, আরও কিছুক্ষন কথা বলে ফোন কেটে দিলাম।
না,,,,আমার সন্দেহ ইই ঠিক রাতের আগে এই Dark Queen এ্যাটাক করবে না। তাও রাত ১১ টা পর্যন্ত বসে রইলাম ল্যাপটপের সামনে। রাত তখন ১১.২০ হঠাৎ দেখলাম আমার ল্যাপটপে,,,,,,,
চলবে..............
No comments