বড় আপুর বান্ধুবী - পর্ব-০৬ | Boro Apor Bandhobi - Part-06


#বড়_আপুর_বান্ধবী

লেখকঃ সিয়াম হোসেন 

পার্টঃ ০৬ 



- হ্যা আজকে দুইটা বিয়ে হবে৷ 

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/

- মানে (অবাক হয়ে দুইটা বিয়ে কেমনে কি)


- মানে তোর আপুর একটা আর তোর৷


- আমার বিয়ে (অবাক হবার মতো আর কিছুই বাকি নেই৷) 


- আম্মু তুমি পাগল হয়ে গেলে নাতো আমার বিয়ে কার সাথে তাছাড়া আমার এখনও বিয়ের বয়স হয়নি৷ 


- তাতে কি হয়েছে বিয়েতো এক সময় করতেই হতো৷ কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে৷ 


- আজব রেডি হবো মানে কি, বিয়েটা কার সাথে আর সব কিছু হুট করে করতে চাইছো কেনো৷ আপুর বিয়েটা হুট করেই আমাকে না জানিয়ে ঠিক করলে৷ আর আজকে বলছো সাথে আমারও বিয়ে তা পাত্রিটা কে শুনি৷ 


- কে আবার তুইও চিনিস ওকে।


- ভালো কথা নামটা তো বলবা নাকি৷ 


- মিম 


- মিম (অবাক হয়েছে)


- মা তুমি ঠিক আছো তো মানে উল্টাপাল্টা কিছু খাওনিতো যে আজে বাজে বকছো৷ (আমি)


- দেখ সিয়াম ভালোভাবে কথা বল বলছি৷ 


- ভালো ভাবেই তো বলছি৷ মিমের সাথে আমার বিয়ে কেমনে কি সে আমার থেকে বড়৷ তাছাড়া আপুর বান্ধবী সে হিসাবে মিমকেও আমি আপু বলেই ডাকি আর তুমি বলছো আমি তাকে বিয়ে করবো৷ 

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/


- হ্যা, মাত্র দেড় বছরের বড় তাতে কি হয়েছে বিয়ে করা যায় না বুঝি৷ 


- যায় কিন্তু আমি করতে পারবো না আমি এখনও ছোট। দেখো আম্মু আমি সবে মাত্র সকল প্রকার ফাইজলামি বাদ দিয়েছি৷ পড়ালেখাও মনোযোগী হবার চেষ্টা করছি৷


আমি  বিয়ে করতে পারবো না আর যদি তুমি আমাকে জোড় করো তো আমি বাসা থেকে বের হয়ে যাবো৷ (জোড় দিয়েই বললাম)


- ঠিক আছে তোকে আজকে বিয়ে করতে হবে না তবে আমার একটা শর্ত আছে৷ 


- কি 


- তোকে ওই মিমকেই বিয়ে করতে হবে৷ 


- আমি বুঝতে পারছি না তুমি সেই মিমকে নিয়েই কেনো পড়ে আছো৷ 


- দেখ মেয়েটাকে আমি সেই ছোট বেলা থেকে দেখে আসছি৷ ওর বাবা মা মারা যাবার পর কাকা কাকির কাছেই মানুষ হয়েছে৷ তাছাড়া আমি তাকে সেই ছোট থেকেই চিনি৷ মেয়েটা খুব ভালো সংসারটাকে অনেক গুছিয়ে রাখবে।


ও যখন ছোট ছিলো তোর আপুর সাথে খেলা করার জন্য আমাদের বাসায় আসতো বেশ মায়া হতো অল্প বয়সে মা বাবা মারা গেছে৷


ইচ্ছা করতো মেয়েটাকে নিজের কাছে রেখে দেই কিন্তু তা হয়নি৷ তাই এখন ওকে আমি তোর বউ করে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই৷ 


- আমাকে ভাবতে দাও। 


- দেখ বাবা মিম মেয়েটা কিন্তু ভালো হয়তো তোর সাথে সব সময় একটু শাসন বা ফাইজলামি করতো কিন্তু ও তোকেও ভালোবাসে৷


সেদিন যখন মার্কেটে যাবার সময় মিম তোকে বলেছিলো বিয়ে করার জন্য৷ সেটা রিয়া বাড়িতে এসে জানিয়েছে তাই আমি চাইছিলাম তোর আপুর সাথে তোদের বিয়েটাও দিয়ে দিতে৷ 


- আপুর বিয়ের দেড়ি হয়ে যাবে চলো, আর আমাকে ভাবতে দাও আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না৷ 


- পারিস বা না পারিস বিয়েটা কিন্তু মিমকেই করতে হবে (বলেই রুম থেকে বের হয়ে গেলো)


কিছুই বুঝতে পারছি না আম্মু কি বলে গেলো৷ বিয়ের বিষয়ে সে কি সিরিয়াস নাকি আমার সাথে মজা করছিলো৷ 


আচ্ছা মিমকে জিজ্ঞেস করা দরকার যে আম্মু আমাকে যে বিষয়টা জানালো সেটা কি মিম জানে নাকি৷ বর যাত্রী আসার সময় হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেলাম৷ 


মিম আপুকে দেখছি আপুর পাশে বসে আছে৷ দেখে মনেই হচ্ছে না সে কিছু জানে। তাহলে কি আম্মু ফাইজলামি করছিলো৷ আজকে জিজ্ঞেস করা হবে না কলেজে যাওয়ার পরে জেনে নিবো৷

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/


আপুর বিয়েটা বেশ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে৷ 


এখন বিদায় জানানোর পালা। অনেক খারাপ লাগছে নিজের কাছে বার বার শুধু একটা কথাই মনে পড়ছে৷ 


"যেতে নাহি দিব হায় 

তবু যেতে দিতে হয় 

তবু চলে যায়৷"


- ভাই ভালো থাকিস অনেক খারাপ লাগছে তোকে ছাড়া মা বাবা সবাই কে রেখে থাকতে হবে (জড়িয়ে ধরে কাঁদতে কাদতে কথাটা বলে উঠলো)


- নিজের কাছেও খুব খারাপ লাগছে৷ কিন্তু মনকে শক্ত করে আপুকে বিদায় দিলাম। 


আপুর বিয়ে হয়েছে আজ দু'দিন পার হয়ে গিয়েছে। অনেকটা খারাপ লাগলেও নিজেকে কিছুটা গুছিয়ে নিয়েছি৷


- সিয়াম কোথায় যাচ্ছি (আম্মু)


- কলেজে যাবো৷ 


- ওহ্ আচ্ছা শোন কলেজ থেকে ফেরার পথে যদি পারিস তো মিমকে আমাদের বাসায় আসতে বলিস৷ 


- কেন?


- দেখছিস না বাসাটা কেমন অগোছালো হয়ে আছে৷ মিমকে বললে ও একটু সাথে সাথে করে দিতো৷ তোকে তো বললাম বিয়েটা করে নে তাহলে কত সুবিধা হতো আমার৷ 


- থাক আর বলতে হবে না আমি বলে দিবো৷ 


আম্মুর মাথায় নিশ্চয় ভুত ভর করেছে৷ নাহলে বার বার কেনো আমার বিয়ের কথা বলবে৷ আমি এখনও ছোট সেটাকি তার চোখে পড়ছে না৷ কলেজে চলে আসলাম৷ ক্লাসে বসে আছি স্যার ক্লাস নিচ্ছেন৷ 


- সিয়াম দাড়াও (স্যার)

দাড়িয়ে গেলাম৷


- এই কয়দিন কলেজে আসো নি কেনো৷ 


- স্যার বাড়িতে বোনের বিয়ে ছিলো সে জন্য আসিনি৷ 


- ঠিক আছে বসো। 

স্যার ক্লাস শেষ করে বের হয়ে গেলো৷ 


- তোমার আপুর বিয়ে ছিলো আর তুমি আমাকে জানালেই না (নীলা)

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/


- বিয়েটা হুট করেই ঠিক করেছিলো আমিও জানতাম না। 


- ওহ্ আচ্ছা তা কেমন আছো?


- ভালোই তুমি?


- ভালো চলো ক্যাম্পাস থেকে ঘুরে আসি৷ 


- আচ্ছা চলো।


নীলাকে নিয়ে ক্লাস থেকে বের হয়ে নিচে আসতেই দেখলাম মিম আপু একটু দূরে দাড়িয়ে আছে আমাকে হাত ঈশারা করে ডাক দিলো৷ নীলাকে সাথে নিয়েই গেলাম৷ 


- নীলা কেমন আছো?


- ভালো আছি আপু তুমি?


- হুম ভালো আচ্ছা রাগ না করলে তুমি একটু যাবে আমার সিয়ামের সাথে কথা বলার আছে৷ 


- রাগ করার কি আছে আপনারা কথা বলুন৷ 


নীলা চলে গেলো।


- কিরে সিয়াম এখনো কি মন খারাপ নাকি আপুর জন্য৷ 


- না কিছুটা ঠিক আছে৷ 


- ভালো তা নীলার সাথে তো তোর দেখছি ভালোই মিল প্রেম করিস না তো আবার৷ 


- ধুর কি যে বলো না তুমি৷ আচ্ছা মিম আপু তোমাকে একটা কথা বলার ছিলো৷ 


- কি?


- আম্মু তোমাকে একটু আমাদের বাসায় যেতে বলেছে৷


- ঠিক আছে যাবো৷ তা নীলার সাথে কোথায় যাচ্ছিলি৷ 


- ক্যাম্পাসে 


- ওহ্


- মিম আপু রাগ না করলে  আর একটা কথা জিজ্ঞাসা করি। 


- কি 


- তুমি আমাকে কেমন ভালোবাসো 

মিম আপু মনে হয় আমার কথা শুনে কিছুটা অবাক হলো৷

 

- মানে কি বলতে চাইছিস বুঝলাম না৷ 

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/


- যেমন তুমি আমার আপুর বান্ধবী সে জন্য আমি তোমাকে আপু মনে করেই ভালোবাসি তুমি আমাকে কেমন ভালো বাসো ছোট ভাই হিসাবে নাকি অন্য কিছু৷ 


- হঠাৎ এই প্রশ্ন৷ 


- না মানে আম্মু তোমাকে নিয়ে আমার কাছে কিছু বলছিলো৷

 

- কি?


- সেটা না হয় তুমি আম্মুর কাছ থেকে জেনে নিও আগে আমার প্রশ্নের উত্তর দাও কেমন ভালোবাসো৷ 


- যদি না দেই তাহলে৷ 


- থাক তোমাকে দিতেও হবে না (বলে এক প্রকার জেদ নিয়ে সেখান থেকে চলে বসলাম)


বুঝিনা এতো ভাব নেওয়ার কি আছে৷ সামান্য একটা প্রশ্নের উত্তর দিবে তাও ভাব করতে হবে৷ 


কলেজের ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম৷ বাসাটাকে দেখে বেশ গোছালো মনে হচ্ছে৷ কি ব্যাপার আম্মু এতো তাড়াতাড়ি একলাই বাসাটাকে কিভাবে গোছালো৷ অবাক করা বিষয়৷


আমার রুমে আসার সময় আম্মুর রুমটা পার করে আসতে হয়ে৷ আম্মুর রুমের দরজাটা হালকা ফাক করা দেখলাম মিম আপু বসে আছে সামনে হয়তো আম্মু দেখা যাচ্ছে না অনেক হাসাহাসি করছে৷


তাহলে মিম আপুই বাসাটাকে গুছিয়ে দিয়েছে৷ কিন্তু সে আসলো কখন তাহলে কি কলেজের ক্লাস শেষ না করেই চলে আসছে৷ এতো গরজ নাকি তার৷ কি মনে করে ধূর বেশি ভাবতে ভালো লাগছে না৷ নিজের রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম৷ 

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৬
#boro_apor_bandhobi_part_06
#https://banglastory143.blogspot.com/


💢💢 চলবে...💢💢


(#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা   টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন)


( ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

No comments

Powered by Blogger.