বড় আপুর বান্ধুবী - পর্ব-০৭ | Boro Apor Bandhobi - Part-07
#বড়_আপুর_বান্ধবী
লেখকঃ সিয়াম হোসেন
পার্টঃ ০৭

ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি মিম আপু আমার খাটের উপর বসে আছে৷
- আরে মিম আপু কখন আসলে৷
- থাক আর ভাব ধরতে হবে না৷
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
- আজব ভাব ধরলাম কোথায় আমি তো শুধু জিজ্ঞাসা করলাম৷
- কেনো তুই কলেজে থেকে তোর রুমে আসার সময় দরজার ফাক দিয়ে আমাকে দেখিস নি৷
- না
- দেখ মিথ্যা বলবি না তুই দেখেছিস কি মনে করছিলি আমি দেখিনি আড় চোখে তোকে ঠিকই দেখেছি৷
- আচ্ছা দেখেছো ভালো হয়েছে৷ তা বলো ক্লাস শেষ না করেই যে তুমি আমাদের বাসায় আসলে তার কারণ৷
- কিসের কারণ আন্টি আসতে বলেছে তাই এসেছি৷
- সেটা তো আমিও জানি কিন্তু ক্লাস শেষ না করে আসলে কেনো৷
- ধুর পড়া লেখা করে কি হবে ক'দিন বাদে তো বিয়েই হয়ে যাবে আর এ বাড়িতে আসতেই হবে৷
- মানে (অবাক হয়ে) তোমার কথা বুঝলাম না৷
- ওলে আমাল খোকা বুঝো না তুমি ফিডার খাও আন্টি আমাকে সব বলেছে৷
- কি বলেছে শুনি।
- সেটা তুমিও জানো৷
এটা রিতি মতো অবাক করার বিষয় ছিলো৷ মিম আপু হঠাৎ করে তুই থেকে সোজা তুমি তে চলে গিয়েছে৷ হিসাবে গড়মিল লাগছে৷
তাহলে কি আম্মু বলেছে যে মিমকে তার ছেলের বউ বানিয়ে আনবে৷ মিম আপুর দিকে তাকিয়ে দেখলাম মুখ দুটো কেমন যেনো লাল হয়ে আছে৷ তাহলে আম্মুর সাথে যে হেসে হেসে কথা বলছিলে আমাকে নিয়েই হচ্ছিলো না তো৷ না মিম আপুকে বোঝাতে হবে আম্মু তো মানবে না৷
- দেখো মিম আপু এটা হয় না৷
- কোনটা হয় না৷
- যেটা তুমি ভাবছো আমি তোমার ছোট ভাইয়ের মতো আমি তোমার সাথে থাকতে পারবো না৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
- মানে কি কেনো পারবি না শুনি৷
- তুমি কি আম্মুর সাথে একমত।
- হ্যা।
- কিন্তু আমি রাজী না।
- কেন?
- কারণ তুমি আমার থেকে বড়৷
- আমি বড় বলে সমস্যা নাকি তুই ওই নীলাকে ভালোবাসিস৷
- এর মাঝে আবার নীলাকে টানছো কেনো৷
- না আমার জানতে হবে যদি তুই নীলা ভালোবাসিস তো বল৷
- না আমি নীলাকে ভালোবাসি না ও শুধুই বন্ধু এর বেশি কিছু না৷
- তাহলে সমস্যাটা কোথায়?
- সমস্যাটা আমাদের সমাজ এটাকে মেনে নিবে না৷ তাছাড়া আমি এখনও ছোট আমার বিয়ের বয়স হয়নি সবাই খারাপ বলবে৷
- সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা অন্যের সমালোচনা করে বেড়ায় তাদের কথায় কান দিলে হবে না। তাছাড়া তোকে তো আর বিয়েটা এখন করতে বলা হচ্ছে না পরে করিস৷
- তবুও যখন তোমাকে নিয়ে রাস্তা বের হবো সবাই বলবে পিচ্চি পোলাপান একটা বুড়ি মাইয়ারে বিয়ে করছে সমাজে কি মেয়ের অভাব ছিলো নাকি আরও নানা কিছু৷
- সেটা আমাকে বলবে তোকে নাকি তোর খারাপ লাগবে কেনো৷
- কারণ তুমি তখন তুমি থাকবে না আমার বউ হয়ে থাকবে সে জন্য আমার খারাপ লাগবে৷
- দেখ সমাজে কে কি বললো সেটা নিয়ে ভাবতে নেই "পাছে লোকে কিছু বলে" কবিতাটা তো পড়েছিসই৷ আচ্ছা বাদ দে সেটা পরের বিষয় ফ্রেশ হয়েছিস চল খাবি আয়।
- আমার ক্ষুধা নেই তুমি যাও৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
- চুপ বেশি কথা বলবি না তোকে যেতে বলেছি চল৷ (কলারটা ধরে)
- আর শোন আজকের থেকে তুই আমার হবু স্বামী সুতরাং আপু বললে না মুখ সেলাই করে দিবো আর নীলার সাথে বেশি মিশবি না ঠিক আছে৷ (কলারটা ধরেই আছে)
- হুম বুঝলাম খুব লাগছে ছারো ব্যাথা পাচ্ছি (কথাটা বলতেও কষ্ট হচ্ছিলো কারণ কলার ধরায় গলায় প্রচুর টান পড়ছিলো)
- হুম ছেড়ে দিলাম চল খাবি৷
কি আর করার বাধ্যতামূলক তার সাথে এসেই খাওয়া শুরু করে দিলাম৷ আমার জানা হয়ে গেছে সে আমার ভবিষ্যৎ বউ তার উপর সিনিয়র আমাকে তো মনে হয় শাসন করতে করতেই শেষ করে দিবে৷ এক সাথে বসে খাবার খাচ্ছি মিম প্লেটে ভাত তরকারি উঠিয়ে দিচ্ছে৷
- থাক আপু আর দিওনা অনেক হয়েছে৷
- আবার আপু দাড়া তোকে তো আজকে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত উঠতে দিবো না (বলেই আরো ভাত দিলো)
খাবার গুলা দিয়ে পাশে যেনো বডি গার্ডের মতো বসে আছে আমার খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে সরবে না৷ আম্মুর দিকে তাকিয়ে দেখলাম সে মিটমিট করে হাসছে৷
- দেখেছিস মিম কত ভালো তোর এখন থেকেই কত যত্ন করছে৷ অনেক শুকিয়ে গিয়েছিস এই কয়দিনে। মিম ওকে আরও কয়টা ভাত উঠিয়ে দাও (আম্মু)
- হুম তোমরা পারো তো আমাকে আজকেই খাইয়ে মেরে ফেলো। (আমি)
- কাকে মেরে ফেলছে খাইয়ে খাইয়ে (দরজা দিয়ে আসার সময় আব্বু কথাটা বলে উঠলো৷)
কি ব্যাপার আব্বু আজকে এত তাড়াতাড়ি চলে আসলো তার কারণটা কি। মিম আমার কাছ থেকে একটু সরে বসলো৷
- আরে মিম যে কেমন আছো৷ (আব্বু)
- এইতো আংকেল ভালো আপনি কেমন আছেন৷
- আছি ভালোই খেয়েছো৷
- হ্যা আপনি ফ্রেশ হয়ে আসুন আপনার খাবার বেরে দিচ্ছি৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
আব্বু তার রুমে চলে গেলো বাব্বাহ কি গরজ৷ যেনো মনে হচ্ছে তার আপন শশুর হয়ে গেছে (মনে মনে)
অনেক কষ্টে খাবার গুলা খেয়েছি৷ মিম আপু চলে যেতেই নিজের রুমে টান টান হয়ে শুয়ে পড়লাম৷
আমার আর নরার শক্তি নাই৷ আমি তো কালকে কলেজে যাবোকলাই । আর কয়টা খেলে তো পেট ফুটাই হয়ে যেতো৷
সকালে কলেজে যাবো না সেই চিন্তা নিয়েই আরামছে ঘুমাচ্ছি৷ আহ্ ঘুমের কি যে শান্তি৷
হঠাৎ মনে হলো কেউ যেনো কান ধরে টানছে৷ মনে হয় আপু আসছে৷
- আহ্ আপু লাগছে ছার কখন আসছিস তুই (চোখটা বন্ধ করেই)
- কি বললি আমি তোর আপু চোখ খোল আগে৷
কি ব্যাপার কন্ঠটা মিম আপুর মতো লাগে কেনো৷ চোখ খুলে দেখি আসলেই মিম আপু দাড়িয়ে।
- ওহ্ মিম আপু তুমি৷ আমি মনে করছি আপু আসছে কারণ সে সব সময় কান ধরে টেনেই উঠাতো তো তাই৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
- আবার আপু ক্যান অন্য কেউ উঠাতে পারে না বুঝি৷
- আপু ছাড়া আর কে উঠাবে৷
- কে আবার তোর বউ মানে আমি (লজ্জা পেলো মনে হয় কথাটা বলে)
- ধুর আবারও সকাল সকাল শুরু করলে কি বলবা বলো আমার ঘুম পাচ্ছে৷
- ঘুম পাচ্ছে মানে কয়টা বাজে দেখছো কলেজে যাবা না।
- না
- কেন?
- কালকে যে খাওয়ানো খাইয়েছো তাতে তো আমার আর নরার শক্তি নেই আমি আজকে কলেজে যেতে পারবো না৷
- চুপ বেশি কথা বলবা না যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো (বিছানা থেকে টেনে উঠিয়ে ধাক্কা দিয়ে)
- উফ এতো জোড়ে কেউ ধাক্কা দেয় সবে মাত্র ঘুম থেকে উঠেছি ঘুমের ঝুল কাটেনি যদি পরে মাথাটা ফেটে যেতো তখন৷
- ফাটলে কি হতো বসে বসে তোমার সেবা করতাম আরকি৷ (মুখ ঘুরিয়ে)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
ধুর এর সাথে কথা বলে লাভ নেই৷ এতো এক প্রকার মেনেই নিয়েছে যে আমি তার স্বামী সুতরাং না প্যাচিয়ে ফ্রেশ হয়ে এসে এক সাথে কলেজে চলে গেলাম।
দেখতে দেখতে দুই বছর পার হয়ে গেছে৷ আমিও আমার ইন্টার পরিক্ষা দিয়ে এই কলেজেই যেহেতু অনার্স শাখা আছে সেখানেই ভর্তি হয়েছি৷ মিমও আমার সাথে আছে৷
এখনও সে আগের মতোই আছে৷ মিম কেও আমার ভালো লাগে৷ বলতে গেলে আমিও তাকে ভালোবাসি তবে সেটা প্রকাশ করি না। তবে মিম সেটা বুঝে নেয়৷
রোজ একসাথে কলেজে যাওয়া আসা। মাঝে মাঝে কলেজ ফাকি দিয়ে সিনেমা দেখতে যাওয়া বেশ ভালোই লাগে৷ আবার মাঝে মাঝে ওকে রাগানোর জন্য আপু বলে ডাকি৷ রাগলেও কেনো জানিনা ইদানীং মিমকে দেখতে খুব ভালো লাগে৷ হয়তো ভালোবাসারা জন্য এমনটা হয়৷
কলেজের সেই চির চেনা আম গাছটার নিচে দাড়িয়ে আছি৷ মিম কলেজে আসেনি আসার সময় ডাক দিলাম মিমের কাকা বললো ওর নাকি কাজ আছে তাই আজকে যেতে পারবে না৷
হঠাৎ মনে হলো দূর থেকে কেউ মিমের মতোই দেখতে দৌড়ে আসছে৷ কি ব্যাপার মিম দৌড়াতে দৌড়াতে আসছে কেনো৷ তার তো আজকে কলেজে আসার কথা না৷ তাহলে কি কোনো বিপদ হয়েছে নাকি৷
- কি বেপার দৌড়ে আসছো কেনো কি হয়েছে৷
- সিয়াম সিয়াম (হাপাতে হাপাতে)
- দাড়াও দোম নিয়ে নাও তারপর বলো কি হয়েছে ( কিছুটা অস্থিরতা নিয়ে)
- সিয়াম আমার.....
- হুম তোমার কি?
- আমার বাড়ি থেকে
- হুম বলো
- আমার বাড়ি থেকে কাকা কাকি আমার বিয়ে ঠিক করে ফেলেছে সামনের শনিবারে (কথাটা বলেই চুপ হয়ে গেলো)
- মানে.......
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব_০৬
#boro_apor_bandhobi_part_07
#banglastory143
💢💢💢 চলবে...... 💢💢💢
(#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সাথে থাকুন)
( ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
No comments