বড় আপুর বান্ধুবী - পর্ব-০৫ | Boro apor Bandhobi - Part-05
#বড়_আপুর_বান্ধবী
লেখকঃ সিয়াম হোসেন
পার্টঃ ০৫

- কিরে সিয়াম কোথায় যাচ্ছিস।
রুম থেকে রেডি হয়ে বের হয়ে কলেজে যাবার জন্য বাসার গেটের কাছি আসতেই আম্মু কথাটা বললো৷
- কলেজে৷
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
- কলেজে মানে কি তোকে না বললাম আজকে কলেজে যাওয়া লাগবে না৷ দু'দিন বাদে তোর আপুর বিয়ে কত কাজ পরে আছে ভাবতে পারছিস৷
- বিয়েটা যখন ঠিক করেছিলে বা কবে দিন তারিখ সেটাও তো আমাকে জানাও নি। কালকে হুট করে জানিয়ে দিলে দু'দিন বাদে আপুর বিয়ে৷ সব যখন আমাকে না জানিয়েই করেছো তখন বিয়েটা না হয় তোমরাই দাও আমাকে জানানোর দরকার ছিলো কি (কিছুটা অভিমান রাগ এক সাথে নিয়ে)
- দেখ সিয়াম আমরা বুঝতে পারছি তোকে জানানো হয়নি বলে তোর উপর দিয়ে কি চলছে। নিজের আপুই তো...
- আমার কলেজে জরুরী ক্লাস আছে গেলাম (কোনো কিছু বলতে না দিয়ে এক প্রকার জেদ করেই বের হয়ে গেলাম৷)
কলেজে কোনো জরুরী ক্লাস নেই৷ বাসায় থাকলে অনেক খারাপ লাগতো৷ কলেজের আম গাছটার নিচে বসে আছি৷ আপুর জন্য অনেকটা খারাপ লাগছে৷
দু'দিন বাদে তার বিয়ে৷ সে অন্য কারও ঘরে চলে যাবে ভাবতেই কেমন যেনো এক অজানা অনুভুতি কাজ করছে৷ যার সাথে ছোট থেকেই মারামারি, ঝগড়া, স্নেহময় ভালোবাসায় বড় হয়েছি৷ সে কিনা আমাকে ছেড়ে চলে যাবে৷ বাসায় কিভাবে থাকবো আপুর দিকে তাকালেই তো খারাপ লাগবে।
-কি বেপার সিয়াম ওমন মন মরা হয়ে বসে আছিস যে (মিম আপু সামনে এসে কথাটা বললো)
- না এমনি ভালো লাগছে না৷
- ভালো লাগছে না-নাকি তোর আপুর জন্য মন খারাপ করছিস৷
- মানে কি তুমিও জানো নাকি যে আপুর বিয়ে হচ্ছে (অবাক হয়ে)
- হ্যা আমি তো সেই শুরু থেকেই জানি৷
- জানোই যখন তাহলে আমাকে বলোনি কেনো৷
- দেখ মন খারাপ করিস না আগে আমার কথাটা শুনবি ঠিক আছে৷
- হ্যা। (মাথা নাড়িয়ে)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৫
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
- তুই প্রচুর ফাইজলামি করতি৷ তোর হবু দুলাভাইয়ের একটা বোন আছে তোর বয়সই৷ ধর তুই যখন তার সাথে ফাইজলামি করতি আর সে যদি তার ভাইয়াকে বলে দিতো তখন৷
তাছাড়া সে মেয়েটা নাকি প্রচুর জেদি তোর আপুর কাছে নাকি সে বলেছিলো যদি জেদ ধরে বলতো সিয়াম আমার সাথে ফাইজলামি করেছে ওর আপুর সাথে তুমি বিয়ে করবে না৷ ভাবতে পারছিস তখন কি হতো৷
- হুম (মাথাটা নিচু করে)
- আচ্ছা বাদ দে আন্টি তোকে আজকে কলেজে আসতে না করেছে তাও এসেছিস৷ আমি তোর জন্যই আসছি চল বাড়িতে যায়৷ তোর আপুর জন্য মার্কেট করতে যেতে হবে৷ (হাত ধরে টান দিয়ে)
মিম আপুর সাথে বাসায় চলে আসলাম৷ মন কিছুটা হলেও ভালো লাগছে৷ যাক আপু তো খুশি থাকবে তবুও কেমন যেনো লাগছে৷ মিম আপু রিয়া আপুর রুমে গেছে আমি আম্মুর কাছে গেলাম৷
- কিরে সিয়াম কিছু বলবি (আম্মু)
দরজার সামনে দাড়িয়ে আছি৷ খুব জোড়ে করে বলতে ইচ্ছে করছে আপুকে যেনো এতো তাড়াতাড়ি বিয়ে না দেয়৷
- কি হলো দাড়িয়ে আছিস কেনো দরজার সামনে।
- একটা কথা বলার ছিলো
- কি
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৫
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
- আপুকে কি আর কয়েকটা দিন বাদে বিয়েটা দিলে হতো না৷ আমি যে আপুকে ছাড়া একা হয়ে যাবো কে আমাকে রোজ সকালে কান ধরে টান দিয়ে উঠাবে৷ আমাকে শাসন করবে (কান্না জড়িত কন্ঠে আম্মুর পায়ের কাছে বসে)
- দেখ বাবা মন খারাপ করিস না৷ মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন তো বিয়ে দিতেই হবে তাছাড়া তোর আপু তো আর আমাদের ছেড়ে একে বাড়ে চলে যাচ্ছে না। (আম্মু মাথার চুলে হাত বোলাতে বোলাতে কথাটা বললেও বলার সুরের সাথে কেমন যেনো মায়া বিরাজ করছে। হয়তো কান্না করছে)
আমি মাথা নিচু করে আম্মুর কোচের ভিতরে মুখ গুজে দিয়ে নিরবে কান্না করছি৷
- বাব্বাহ্ সিয়াম দেখি কান্না করতেও পারে।
কথাটা শুনে মাথাটা উচু করে দেখলাম মিম আপু রুমে ঢুকছে তার পিছনেই আমার আপুটা৷ চোখের পানি গুলো হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিলাম৷ আপুর দিকে তাকিয়ে দেখি তার চোখের কোনাতেও পানি জমে আছে৷
- মন খারাপ করিস না ভাই৷ আমি জানি তুই আমাকে কতটা ভালোবাসি৷ তবুও তোকে আমার বিয়ের কথা বলিনি হুট করে বলাতেও অনেক কষ্ট পেয়েছিস৷ আমাকে মাফ করে দে ভাই৷ শুধু দোয়া করিস আমি যেনো সেখানে ভালোভাবে থাকতে পারি (দৌড়ে এসে জড়িয়ে ধরে কথাটা বলো)
- ওই পাগলি কান্না করছিস কেনো৷ দেখ তোর ভাই একটুও মন খারাপ করেনি৷ তুই জানিস না তুই কান্না করলে আমারও যে কষ্ট হয় (আমি)
- কোথায় কান্না করছি দেখ আমি ঠিক আছি।
- ভাই-বোনের ভালোবাসা শেষ হলে আমরা যায় মার্কেট করতে হবে (মিম আপু)
- হুম চল৷
তিনজনেই আপুর বিয়ের মার্কেট করার জন্য বের হয়ে গেলাম৷ গাড়িতে তিন জনে বসে আছি৷
- বলছি রিয়া তোর তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তোর ভাইটার কি হবে৷ (মিম আপু)
- কি আর হবে কিছুই না তাছাড়া আমার এখনও বিয়ের বয়স হয়নি বুঝছো৷ (আমি)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৫
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
- চুপ তোকে জিজ্ঞাসা করছি। আমি রিয়াকে বলছি বেশি কথা বলবি না ঠিক আছে৷ (মিম আপু ধমক দিয়ে)
- আমার ভাইটাকে ওমন করে ধমক দিচ্ছিস কেনো এমনিতেই ওর মনটন খারাপ৷
- মন খারাপ তো তোর সাথে ওকেও পারলে বিয়ে দিয়ে দে৷
- তা বিয়েটা কে করবে শুনি তুই করবি৷
- আমি কি না করছি দে আমার সাথে৷
- তোর জীবন টা তেজপাতা বানিয়ে ছারবে৷
- না। তোর ভাই আর আগের মতো নেই৷ অনেকটা পরিবর্তন হয়ে গেছে৷ কিরে সিয়াম বিয়ে করবি না আমায়৷
কথা গুলো শুনে লজ্জায় লাল হয়ে গেলাম৷ মজা করারও লিমিট থাকে শালা আমি ভালো হয়ে গেলাম আর তারাই এখন আমার সাথে ফাইজলামি শুরু করে দিছে৷ কি যুগ আসলো রে বাবা৷৷
- দেখেছিস তোর ভাই কেমন লজ্জায় লাল হয়ে গেছে (মিম আপু)
- অনেক ফাইজলামি করছো বাদ দাও নাহলে আমি আবার শুরু করলে বলবা আমি ভালো না (কিছুটা জোর দিয়ে বললাম যাতে কিছু না বলে)৷
সে যাই হোক মার্কেটে চলে আসছি৷ মিম আপু রিয়া আপুর জন্য জামা কাপড় চুস করে দিচ্ছে৷ আমি শুধু তাদের পিছনে দাড়িয়ে আছি৷
- সিয়াম দেখতো কেমন লাগছে (মিম আপু তার সাথে একটা জামা পেচিয়ে নিয়ে)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৫
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
- এটা কি আপুর জন্য৷
- না আমার
- তুমি যদি এইটা পরো না তোমাকে দেখতে পুরাই পেত্নীর মতো লাগবে।
- কি বললি (রেগে গিয়ে)
- ভুল বলছি নাকি। ঠিকই তো বললাম৷
- আমি এই জামাটাই কিনবো মামা প্যাক করে দিন তো। (দোকানদারকে বললো)
- কিনবা যখন আমাকে জিজ্ঞেস করার কি দরকার ছিলো (আমি মুখটা বাকা করে)
- চুপ বেশি কথা বলবি না নয়তো হাড্ডি গুড্ডি এক করে দিবো৷
- এ্যা দেখতে মশার মতো পচা ডিম পানিতে ভাস মান সে আবার আমার নাকি হাড্ডি গুড্ডি ভাঙবে (অন্যদিকে তাকিয়ে কথাটা বললাম)
- আবার রিয়া তোর ভাইকে কিছু বলবি না কি মার্কেটের ভিতরেই থাপ্পড় মেরে দিবো।
আপুর দিকে তাকিয়ে দেখলাম মিটমিট করে হাসছে৷
- সিয়াম তুই বাইরে যা আমরা মার্কেট করে আসছি (আপু)
কি আর আপু যখন বললো তাই বাইরে চলে আসছি৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৫
#boro_apor_bandhobi_part_05
#https://banglastory143.blogspot.com/
আজকে আপুর বিয়ে বাসাটাকে পুরো নিজের উপর দায়িত্ব নিয়ে সাজিয়েছি৷ লাইটের আলোয় বাসাটা বেশ জ্বলজ্বল করছে। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছে৷
কিন্তু নিজের কাছে কেমন যেনো মনে হচ্ছে৷ আপুকে ছাড়া থাকার কথা ভাবতেই খারাপ লাগছে আর কতক্ষণই আছে তারপর সে অন্যর বাসায় চলে যাবে৷
নিজের রুমে চুপচাপ বসে আছি৷
- কিরে সিয়াম তুই এখনও রেডি হসনি ওদিকে তো বিয়ের আয়োজন চলছে (আম্মু)
- তুমি যাও আমি আসছি৷
- আচ্ছা এই জামা কাপড় গুলা পড়ে নে৷
- কেনো দেখেতো মনে হচ্ছে কোনো বিয়ের জামা কাপড় (অবাক হয়ে)
- হ্যা আজকে দুইটা বিয়ে হবে৷
- মানে (অবাক হয়ে দুইটা বিয়ে কেমনে কি)
- মানে তোর আপুর একটা আর তোর৷
- আমার বিয়ে.......
🌿🌿🌿 চলবে.... 🌿🌿🌿
(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
No comments