বড় আপুর বান্ধুবী - পর্ব-০৪ | Boro Apor Bandhobi - Part-04
#বড়_আপুর_বান্ধবী
লেখকঃ সিয়াম হোসেন
পার্টঃ ০৪

প্রচন্ড খারাপ লাগছিলো নিজের কাছে৷ পেটে ক্ষুদা থাকলেও খাওয়ার প্রতি তেমন কোনো আগ্রহ নেই৷ রাতে খাবার খাওয়ার জন্য আপু ডেকে গিয়েছে কিন্তু যায় নি৷ অবশেষে আব্বু ডাক দিলো৷ তাই আর কিছু না বলে চুপচাপ খাবার টেবিলে গিয়ে বসলাম৷
- কি হয়েছে তোমার রিয়া ডাক দিলো আসলে না কেনো (আব্বু কিছুটা জোড়েই বললেন)
#boro_apor_bandhobi_part_04
#https://banglastory143.blogspot.com/
- আসলে আব্বু খেতে ইচ্ছা করছিলো না সেই জন্য আর কি (মাথাটা নিচু করে শান্ত ভাবে)
- কেনো কি হয়েছে তোমার? তুমি নাকি সেই কলেজ থেকে আসার পর থেকে রুমে গিয়ে শুয়ে আছো সমস্যা কি তোমার (আব্বু)
- কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে খাচ্ছি৷ কোনো কিছু বলার ইচ্ছা নেই৷ যত চুপ থাকবো ততই যেনো পরিবেশটা শান্ত হবে নয়তো কিছু বললেই আব্বু আরও দ্বিগুণ বেগে রেগে যেতে পারেন।
- কি হলো কথা বলছো না কেনো কি হয়েছে তোমার৷
- আচ্ছা কি শুরু করলে তুমি চুপচাপ আছে থাকুক না সব সময় বলো এতো কথা বলে কেনো আবার চুপ করে আছে সেটা নিয়েও প্রশ্ন তুলো ( আম্মু)
- না কোনো সমস্যা হলে বলবে না, কলেজ থেকে আসার পর থেকেই নাকি চুপ করে আছে। (আব্বু)
- মাথা ব্যাথা করছিলো সে জন্য ঘুমিয়ে ছিলাম৷ (আমি)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৪
#boro_apor_bandhobi_part_04
#https://banglastory143.blogspot.com/
- সেটা তো প্রথমে বললেই পারতে এতো কথা খরচ করার কোনো দরকার ছিলো৷ (আব্বু)
- বুঝিনা কথা বললেও দোষ আবার চুপচাপ থাকার চেষ্টা করছি সেটাতেও দোষ৷ আসলে যাবো-টা কোন দিকে৷
- খাওয়াটা শেষ করে রাতে ঘুমিয়ে পড়লাম৷ ঘুমটা আসছে না সারা বিকালটা ঘুম পেরেই কাটিয়ে দিয়েছি৷ মিম আপুর কথা গুলো মাথায় ঘুরপাক খাচ্ছে৷ কলেজে গিয়ে কারও সাথে ফাইজলামি করা যাবে না৷ পড়া লেখাটা ঠিক ভাবে করতে হবে৷
সকালে আজকে তাড়াতাড়িই ঘুম থেকে উঠেছি৷ ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে যাবার জন্য বের হচ্ছি৷
- কি রে আপু রেডি হসনি যাবি না কলেজে (আমি)
- তোর আপুর কিছু কাজ আছে তুই আজকে একাই যা (আম্মু)
- কি কাজ যে আপু যাবে না তাহলে আমিও বাড়িতে থাকি আজকে৷
- নতুন কলেজে উঠেছি বাদ দেওয়া ঠিক হবে না তাছাড়া এটা মেয়েদেরই কাজ তোর কোনো দরকার পরবে না তুই যা (আম্মু)
কি এমন কাজ আছে যে বলতেই চাইছে না৷ কালকেও বললো না৷ বাসার চারপাশটা ভালোভাবে তাকিয়ে দেখলাম বেশ সুন্দর ভাবে গোছানো হয়তো আপু কালকে তাড়াতাড়ি বাড়িতে এসে এই কাজ গুলা করছে৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৪
#boro_apor_bandhobi_part_04
#https://banglastory143.blogspot.com/
কলেজে আজকে বেশ শান্ত ভাবেই আসছি৷ সেই মেয়েটাকে খুজতে লাগলাম মেয়েটাকে সরি বলা দরকার৷ ক্লাসের ভিতরে দেখলাম নেই৷ তাই বাইরে দিয়ে খুজছি৷ ক্যাম্পাসের কাছে এসে দেখলাম একটা টেবিলে বসে আছে৷
- কেমন আছেন (আমি)
মেয়েটা মনে হয় আমাকে দেখে কিছুটা চমকে উঠলো৷
- আপনি আবার আসছেন আমাকে বিরক্ত করার জন্য (কথাটা বলেই চেয়ার থেকে উঠতে গেলো)
- দেখুন আমি আপনাকে বিরক্ত করতে আসিনি বরং সরি বলতে এসেছি প্লিজ বসুন (নরম গলায়)
- আপনি সরি বলতে আসছেন আমার তো বিশ্বাসই হয় না নাকি আবার নতুন করে কোনো কিছু নিয়ে প্যাচাতে আসছেন।
- ওই মাইয়া এতো প্যাচাস কে চুপ করে বস (কিছুটা ধমকের সুরে)
মেয়েটা মনে হয় কিছুটা ভয় পেয়ে গেছে তাই চুপ করে বসে পড়লো৷
- দেখুন আপনার সাথে যা করেছি তার জন্য সরি আর এই যে আমার জন্য আপনার চুল গুলা কাটা লাগছে তার জন্যও সরি৷ তবে সত্যি কথা বলতে কি চুল গুলা কাটার জন্য অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে৷
- হু ক্ষতি করে আবার সাধু সেজে পাম দেওয়া হচ্ছে৷
- সেটা আপনি যাই ভাবুন না কেনো যদি আমার জন্য আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন তো মাফ করে দিয়েন (মাথাটা নিচু করে নরম ভাবে বললাম)
- আপনি কি সিরিয়াস (মেয়েটা)
- হ্যা (মাথা নাড়িয়ে)
- ঠিক আছে যান আপনাকে মাফ করে দিলাম৷ আচ্ছা নাম কি আপনার (মেয়েটা)
- সিয়াম হোসেন, আপনার।
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৪
#boro_apor_bandhobi_part_04
#https://banglastory143.blogspot.com/
- নীলা। উই ক্যান বি ফ্রেন্ড (মেয়েটা মানে নীলা তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে)
- হ্যা অবশ্যই (আমিও)
- তা হঠাৎ করে আপনি এই যে সরি বললেন আবার মাফও চাইলেন ব্যাপারটা কি৷
- কি আর হবে মানুষ কি সব সময় এক থাকে নাকি৷
- হ্যা তা অবশ্য ঠিক৷
দুজনেই কফি খেতে খেতে গল্প করছিলাম৷ হঠাৎ কোথা থেকে যেনো মিম আপু এসে হাজির৷
- কি বেপার নীলা। সিয়াম কি তোমাকে আবার বিরক্ত করছে (মিম আপু)
-আমি কিছু বলছি না চুপচাপ মাথাটা নিচু করে বসে আছি৷
- না আপু ও তো আমাকে সরি বললো আর আমরা এখন ফ্রেন্ড (নীলার কথায় মনে হয় মিম আপু কিছুুটা অবাক হয়েছে)
- আচ্ছা নীলা তুমি ক্লাসে যাও আমার একটু সিয়ামের সাথে কথা বলবো৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৪
#boro_apor_bandhobi_part_04
#https://banglastory143.blogspot.com/
নীলা কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে গেলো৷ আমি মাথা নিচু করে বসে আছি। শুধু ভাবছি মিম আপুর আমার সাথে আবার কি কথা থাকতে পারে যে নীলাকে পাঠিয়ে দিলো৷
- সিয়াম তোর কি মন খারাপ।
- না।
- তাহলে ওমন চুপচাপ আছিস কেনো৷ নীলা বললো তুই নাকি ওর কাছে মাফ চেয়েছিস হঠাৎ করে এতো পরিবর্তন কি মনে করে৷
- মানুষ তো আর সবসময় একরকম থাকে না৷
- হুম তা ঠিক। সকালে খেয়েছিস৷
- হুম
- আচ্ছা ক্লাসে যা দেড়ি হয়ে যাবে৷
ক্যাম্পাস থেকে বের হয়ে ক্লাসে চলে আসলাম৷ নীলা আমার সামনের ব্রেন্সে বসেছে৷ স্যার ক্লাস নিচ্ছেন চুপচাপ তার ক্লাসে মনোযোগী হয়ে বসে আছি৷
প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কলেজে ক্লাস করছি৷ নীলার সাথে বেশ ভালো একটা বন্ধুত্ত গড়ে উঠেছে৷ মিম আপুও ইদানীং খুব কেয়ার করে৷ মাঝে মাঝে ক্যাম্পাসে নিয়ে যায় খাওয়ার ফাকে গল্পও হয়ে যায়৷ মিম আপু এক ক্লাসের বড় হলেও দেখে মনে হয়৷ লম্বায় আমার থেকে ছোট৷ মাথার চুল গুলো কোমড় পর্যন্ত লম্বা হওয়ায় মাঝে মাঝে ঘোড়ার লেজ বলে খেপাতাম৷ তবে এখন আর সেটা হয় না৷
রিয়া আপু ইদানীং কলেজে আসে না জিজ্ঞাসা করলে বলে এমনি বা কাজ আছে৷ বুঝিনা হঠাৎ করে আপুর আবার কি হলো৷ কলেজের কোনায় যে আম গাছটা আছে সেখানে বসে আছি৷
- কিরে সিয়াম এখানে বসে আছিস কেনো ক্লাস নেই৷
- আছে
- তাহলে ক্লাসে যা
- ভালো লাগছে না।
- কেনো মন খারাপ
- না এমনি
মিম আপু আমার পাশে বসে পড়লো৷
- আচ্ছা সিয়াম তোকে একটা কথা জিজ্ঞাসা করি৷
- কি?
- নীলার সাথে তো তোর দেখি অনেকটা ঘনিষ্ঠ বন্ধুর মতো সম্পর্ক নাকি এর বেশি কিছু৷
- মানে
- মানে প্রেম টেম করিস না কি৷
- না না আমরা শুধুই বন্ধু৷
- ওহ্ আচ্ছা তুই কাউকে পছন্দ করিস না৷
মিম আপুর কথা গুলো আমার কাছে কেমন যেনো অবাক লাগছে৷ হঠাৎ করে আমি প্রেম করি কি না তা নিয়ে এতো আগ্রহ কেনো বুঝতে পারছি না৷
- আচ্ছা বাদ দে ধর তোকে কেউ বললো যে সে তোকে পছন্দ করে আর ভালোবাসে তখন তুই কি করবি৷
- কি যে বলো না আপু তোমার কি মনে হয় আমাকে কেউ এ কথা বলবে আমি যে ফাইজলামি করি আমাকে তো কেউ সহ্যও করতে পারবে না৷
- সেটা তো আগে ছিলো কিন্তু এখন তো আর তুই আগের মতো নেই। এখন যদি বলে তাহলে।
- বলার মতো কেউ নেই শুধু শুধু ভেবে লাভ আছে৷
- আচ্ছা ধর আমি এখন তোকে প্রপোজ করলাম তাহলে তুই কি বলবি৷
- না বলে দিবো
- কেনো
- কারণ তুমি আমার বড় তাছাড়া আমার আপুর বান্ধবী সে হিসাবে আপুই তো হও নাকি৷
- ধুর সব সময় আপু বলবি না তো আমি কি তোর আপন আপু নাকি৷ তাছাড়া প্রেম ভালোবাসায় কোনো বয়স মানে না (জোড়ে করে)
কথাটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম৷ কি বলছে সে এক ভাবে তার মুখের দিকে তাকিয়ে আছি৷
- আচ্ছা বাদ দে ক্লাস করতে হবে না আজকে বাসায় চল৷ (বলেই হাত ধরে টান দিলো)
আমি মাথা নিচু করে তার পাশাপাশি হাটছি৷ মিম আপুও কোনো কথা বলছে না৷ তখনকার কথা গুলো যেনো কিছুই বুঝতে পারলাম না৷ আমাকে কেনো মেয়েরা ভালেবাসি বলতে যাবে৷ তাছাড়া মিম আপুই কেনো বললো যে ভালোবাসা কোনো বয়স মানে না৷ আবার আপু বলতেও নিষেধ করছে৷
কিছুই যেনো মাথায় ঢুকছে না৷ মিম আপুর বাসার কাছে আসতেই সে চলে গেলো কোনো কথাও বললো না৷ আমিও আর কোনো কথা না বাড়িয়ে বাসায় চলে আসছি৷
- সিয়াম তোকে আজ কয়েক দিন ধরে লক্ষ্য করে দেখছি কেমন যেনো চুপচাপ কি হয়েছে তোর৷ (রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম আম্মু এসে কথাটা বললো)
- কই কিছু না এমনিতেই (শুয়া থেকে উঠে বসে)
- এমনি মানে তোকে কি কেউ কিছু বলেছে৷
- না।
- আচ্ছা শোন তোর আপুকে দু'দিন আগে দেখতে এসেছিলো আর আগামী শুক্রবার তাদের বিয়ে৷
- মানে কি দু'দিন আগে দেখতে এসে ছিলো আর শুক্রবার বিয়ে। আজকে সোমবার আর তুমি আজকে বলছো৷ (অবাক হয়ে)
- দেখ মন খারাপ করিস না৷ আসলে তোর আব্বু বলতে না করেছিলো৷ ছেলের পরিবার খুব ভালো আর্মিতে চাকরি করে৷ তাছাড়া তুই তো প্রচুর ফাইজলামি করতি যদি তাদের সাথে ফাইজলামি করতে গিয়ে তারা বিয়েটা ভেঙে দেয় সে জন্যই তোকে বলা হয়নি৷ (আম্মু)
- তোমার কি মনে হয় যে আমি ফাইজলামি করে আপুর বিয়েটা নষ্ট করে দিতাম৷ (মন খারাপ করে)
- দেখ মন খারাপ করিস না। অনেক রাত হয়েছে ঘুমিয়ে পর৷ কালকে কলেজে যেতে হবে না অনেক কাজ আছে বুঝলি (কথাটা বলেই আম্মু রুম থেকে বের হয়ে গেলো)
- নিজের কাছে কেমন যেনো অবাক মনে হচ্ছে সব কিছু৷ অবশ্য অবাক হবার কিছুই নেই ফাইজলামি যে পরিমাণ করতাম হয়তো বিয়েটা ভেঙেও যেতে পারতো সেটা ভেবেই চুপচাপ ঘুমিয়ে পড়লাম৷
চলবে........
(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন।
No comments