বড় আপুর বান্ধুবী - পর্ব-০২ | Boro apor bandhobi - Part-02

 #বড়_আপুর_বান্ধবী 
লেখকঃ সিয়াম হোসেন 
পার্টঃ ০২

🔰 আগের পর্বের পর থেকে 🔰


সকালে ঘুমেই আছি হঠাৎ করেই মনে হলো কে যেনো কান ধরে জোড়ে টান দিলো৷ তাকিয়ে দেখি আপু কান ধরে আছে৷

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143

- আহ্ আপু ছাড় লাগছে তো৷ 


- ডাক দিলে তো উঠতি না যা ফ্রেশ হয়ে আয়।


- কেনো কি হয়েছে।


- কি হয়েছে মানে আজকে না তোর কলেজের প্রথম দিন কলেজে যাবি না৷


- ও হ্যা কিন্তু ডাক দিলেও তো পারতি।


- আমার ওতো ডাক দেবার ক্ষমতা নেই যা ফ্রেশ হয়ে আয় একসাথে যাবো৷


😐 ফ্রেশ হতে চলে গেলাম৷

ও হ্যা আরও কিছু পরিচয় দেওয়া বাকি আছে৷ আমার আর আপুর বয়স তেমন একটা বেশি না মাত্র ০২ বছরের বড়৷ আপু এবার ইন্টার ২য় বর্ষে আর আমি সবে মাত্র ১ম বর্ষে উঠেছি৷


সে যাই হোক ফ্রেশ হয়ে খাবার খেয়ে আপু আর আমি কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম৷ 


- ওই ডিম না মানে মিম থাকবে না তো আবার আমাদের সাথে৷


- আবার ডিম বড়দের সম্মান দিতে পারিস না৷


- সম্মান দিলাম না কখন নামটাই যদি ওমন হয় তাছাড়া মাঝে মধ্য একটু আধটু বের হয়েই যায়৷  

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143


- অনেক ফাজিল হয়ে গেছিস কপালে খারাপ আছে৷ 


- সেটা দেখা যাবে মিম আপুর বাড়ির কাছেই তো চলে আসছি ফোন দেও যাবে না৷  


- ও চলে গেছে।


 - চলে গেছে মানি কি তোমরা না একসাথে যাও।


- হুম সব তোর দোষ।


- লে হালুয়া আমি আবার কি করলাম৷


- তোর জন্যই তো দেড়ি হলো ওই দিকে ক্লাস শুরু হয়ে গেছে৷


[ কথা বলতে বলতে দুজনেই কলেজে চলে আসছি৷ ]

- শোন আজকে কলেজে তুই নতুন কারো সাথে কোনো ফাইজলামি করবি না ঠিক আছে৷


- কি যে বলো না আপু দেখবে এমন ভদ্র ভাবে থাকবো কলেজে কেউ আমাকে কিছুই বলতে পারবে না৷ 


- হ্যা তুই কতো ভদ্র আমার ভালো করে জানা আছে বলা যায় না আজকেই আবার তোর কলেজের শেষ দিন হয়ে যায়৷ 


- তোমার ক্লাসের দেড়ি হয়ে যাচ্ছে যাও৷ 

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143


আপু তো ক্লাসে চলে গেলো৷ কিন্তু আমার ক্লাস কোনটা যেনো বলে গেলো না৷ এই দুইটা বিল্ডিং এ কোনটা আমার ক্লাস৷ কাউকে না পেয়ে এক কোনায় ঠাই দাড়িয়ে রইলাম৷ আচ্ছা রাফি তো এই কলেজেই ভর্তি হয়েছে। একই বিভাগ ছিলো আমাদের৷ ফোন দিলাম বাজছে কিন্তু ধরছে না৷ আবার দিলাম 


- ওই শালা ফোন দিলি কেন। (আস্তে করে বললো)


- কোথায় তুই আর এতো আস্তে কথা বলছিস কেনো৷


- আমি কলেজে ক্লাস করছি৷ 


- আমিও তো কলেজে আসছি ক্লাস কোনটা৷ 


- ০২ নাম্বার বিল্ডিং এর ৩য় তলার কোনায় যে ক্লাস টা আছে সেখানে চলে আয়। (বলেই ফোনটা কেটে দিলো)


রাফির বলা অনুযায়ী ক্লাসের দিকে হাটা দিলাম৷ স্যার ভিতরে ক্লাস নিচ্ছে৷ 


- স্যার আসবো৷ 


- হ্যা আসো নাম কি তোমার৷


- সিয়াম হোসেন।


- দেড়ি করলে কেনো।


- স্যার ক্লাসটা খুজে পাচ্ছিলাম না সে জন্য দেড়ি হয়ে গেছে৷

 

- ঠিক আছে ভিতরে গিয়ে বসো আর চুপচাপ থাকবা৷


- জ্বী স্যার।

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143


ক্লাসের চারপাশে চোখটা বুলিয়ে নিলাম৷ পিছনের দিকে রাফি ও সোহাগ বসে আছে৷ আরও অনেক সুন্দর সুন্দর রমনী প্রেমটা মনে হয় এবার করতে পারবো৷


- কিরে সোহাগ তুই বলে এই কলেজে ভর্তি হবি না তাহলে কোথা থেকে এলি। (ওদের পাশে বসতে বসতে)


- কেনো তোর সমস্যা।


- না তা রাফি কি খবর দিন কাল কেমন চলছে৷ 


- ভালোই।


- নিশি কেমন আছে তোর।


- পরে কথা বল স্যার ক্লাস নিচ্ছে৷ 


- আরে ধুর কলেজ লাইফ এনজয় কর।


- পশ্চাৎদেশে যখন ব্যাতের বাড়ি পরবে না তখন বুঝবি৷


- এটা কলেজ এখানে মারা নিষেধ।


- চুপ করবি একটু৷


-স্যার পিছন থেকে ডিস্টার্ব করছে। (আমাদের সামনের ব্রেন্স থেকে একটা মেয়ে দাড়িয়ে) 


- কে ডিস্টার্ব করছে (স্যার)

- এই ছেলেটা (আমার দিকে ঘুরে আঙুল দেখিয়ে)


আমি তো পুরাই বোকা বনে গেলাম আমি আবার কি করলাম৷


- এই ছেলে তুমি দাড়াও (আমাকে ঈশারা করে)


আমি দাড়িয়ে গেলাম৷


- কি হলো নতুন আসছো মাত্র আর ডিস্টার্ব করা শুরু করে দিছো (স্যার ধমকের সুরে)


- স্যার আমি কিছু করিনি৷


- চুপ বেশি কথা বলবে না বসো আবার যদি ডিস্টার্ব করো তো ক্লাস থেকে বের করে দিবো৷ 


- জ্বী স্যার।

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143


চুপচাপ বসে পড়লাম৷ মেয়েটার উপর প্রচন্ড রাগ উঠতেছে আমি নাকি ডিস্টার্ব করছি ঠিক আছে স্যার ক্লাস থেকে বের হোক৷


স্যার ক্লাস থেকে বের হয়ে গেলো৷ পকেটে একটা চুইংগাম ছিলো সেটা চিবিয়ে মেয়েটার চুলের সাথে আলতো করে লাগিয়ে দিলাম৷ এবার বুঝবে মজা৷ ক্লাস শেষ করে নিচে নেমে দেখি মিম ও আপু এক সাথে দাড়িয়ে গল্প করছে তাদের দিকে এগিয়ে গেলাম৷


- কিরে ক্লাস কেমন করলি ( আপু)


- হুম ভালে।


- কারও সাথে কোনো ফাইজলামি করিস নি নিতো।


- আমার মতো ভদ্র তো ক্লাসে আর দ্বিতীয়টা দেখলাম না৷

 

- মিম আপু তুমি এই ছেলেটাকে চিনো৷ (পিছন থেকে মেয়েলি কন্ঠ)


তাকিয়ে দেখি ক্লাসের সেই মেয়েটা৷ সে এখানে আসলো কি করে। 

- হ্যা চিনি কেনো (মিম)


- এই দেখো আমার চুল গুলা কি করছে৷ (চুল গুলা সামনে এনে)


আপু দেখি আমার দিকে হা করে তাকিয়ে আছে৷


- বিশ্বাস কর আপু আমি করিনি কোথা থেকে কে লাগিয়েছে আর আমার দোষ দিচ্ছে (আমি)


- মিথ্যা কথা আপনিই লাগিয়েছেন উনি বলেছে (সোহাগ কে দেখিয়ে)


শালার হারামীটা তোকে কাছে পেলে তো কাঁচা গিলে খাবো৷


- কলেজে আসতে না আসতেই ঝামেলা শুরু করে দিছিস বাড়িতে চল আজকে তোর খবর আছে আব্বুকে বলে দিবো৷ (আপু)


- আপু না ভালো আব্বুকে বলিস না। 


- চুপ বেশি কথা বলবি না চল (হাত ধরে টান দিয়ে)


- কিন্তু ক্লাস তো আরও আছে৷


- ক্লাস করতে হবে না চল ( আপু হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে)


না জানি আজকে বাড়ি গেলে আমার কি হবে৷ একেই তো আব্বু আমার ফাইজলামিতে বিরক্ত হয়ে থাকে তার উপর যদি শোনে কোনো মেয়ের চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছি তাহলে তো মনে হয় আমার চুল গুলাই কেটে ফেলবে৷ আপুকে সারা রাস্তা ধরে অনুরোধ করতে করতে যাচ্ছি বাসায় গিয়ে আব্বুকে যেনো না বলে৷ এখন বাসায় না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না কি হবে।

#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০২
#boro_apor_bandhobi_part_02
#banglastory143


🔰 ❣️ 🔰 ❣️ 🔰 ❣️ 🔰

🔰 ❣️ 🔰❣️ 🔰

🔰 ❣️ 🔰

🔰 ❣️

চলবে,,,,,,,,,,,


(#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা   টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন।)

No comments

Powered by Blogger.