বড় আপুর বান্ধুবী - পর্ব-০৩ | Boro apor bandhobi - Part-03
পার্টঃ ০৩

বাসায় আসার পরে আপু আব্বুকে কিছুই বলেনি৷ মনে মনে আপুকে হাজারটা ধন্যবাদ দিলাম৷
সে যাই হোক সকালে ফ্রেশ হয়ে উঠে আপুর সাথে কলেজে গেলাম৷ কিছুটা ভয়ে আছি না জানি কালকের সেই মেয়েটা আবার স্যারের কাছে বিচার দিয়ে দেয়৷ কলেজে নতুন আসছি পরিবেশটা ঠান্ডা হোক তারপর না হয় আমিই গরম করে দিবো৷ আগে সোহাগ কে খুজে বের করলাম৷
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
- সোহাগ কালকে কি তুই কাজটা ঠিক করছিস৷
- কেনো আমি আবার কি করলাম৷
- কি করলাম মানে তুই কালকে সেই মেয়েটাকে বলে দিলি কেনো যে আমি ওর মাথায় চুইংগাম লাগিয়েছি৷
- তো কি করবো মেয়েটা আমার কলার চেপে ধরছিলো বলছিলো আমিই নাকি লাগিয়েছি৷
- সামান্য মেয়েকে দেখে ভয় পেয়ে গেলি৷
- কি করবো বল না হলে স্যারের কাছে বিচার দিয়ে দিতো তাছাড়া আমি তো আর তোর মতো কারও সাথে ফাইজলামি তেমন করতে পারি না তাই বলে দিছি৷
- শালা সারা জীবন হাবলাই থেকে যাবি৷
- কালকে আপনি আমার মাথায় চুইংগাম লাগিয়ে দিয়েছেন কেনো। (পিছন থেকে মেয়েটা)
- আসলে আপনার উপর প্রচুর রাগ উঠছিলো৷
- কেনো?
- কালকে নতুন কলেজে আসছি আর আপনি স্যারকে বিচার দিলেন আমি ডিস্টার্ব করছি সেই জন্য৷ আগে পুরোটা তো জেনে নিতেন আমি কেমন৷
- আপনি কেমন সেটা আমার জানা হয়ে গেছে জানেন আপনার জন্য বাসায় কালকে আব্বু কত রাগ করছে চুলও কাটা লাগছে আপনার জন্য৷
- সত্যি চুল কাটার পরে আপনাকে পুরাই হলিউড সিনেমার নায়েকা মনে হচ্ছে (পাম দিয়ে)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৩
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
- থাক আমাকে পাম দিতে হবে না স্যার ক্লাসে আসুক আপনার নামে বিচার দিবো৷
- খালাম্মা না ভালো প্লিজ স্যার কে বলবেন না৷
- হোয়াট খালাম্মা মানে কি? (চোখ বড় বড় করে তাকিয়ে)
- না মানে খালাম্মা আপনার নাম জানা নেই তো তাছাড়া খালাম্মা যখন বললাম আপনি কি নিজের ভাগনে কে স্যারের কাছে বলে মার খাওয়াতে পারবেন৷
- আবার খালাম্মা আপনাকে তো আমি.....
- কি করবেন জড়িয়ে ধরবেন ভাগনে হিসাবে ঠিক আছে ধরতে পারেন আমি না করবো না৷ (আর একটু রাগিয়ে)
- চুপ বেয়াদব আর একটা কথা বললে না থাপ্পড় দিয়ে দাত ৩২ টা ফেলে দিবো৷
- ৩২ টা নেই ৩১ টা আছে।
- উফ আপনাকে তো আমি ধুর আজকে ক্লাসই করবো না যান (বলেই মেয়েটা বের হয়ে গেলো)
যাক বাবা বাঁচা গেলো মেয়েটা চলে গেছে৷
- আসলেই সিয়াম তুই অনেক অসহ্য কর একটা লোক (সোহাগ)
- চুপ বেশি কথা বলবি না সেই স্কুল লাইফ থেকে দেখছি কেমন যেনো আমাকে এড়িয়ে চলিস কারণটা কি৷
- কারণটা তোর ফাইজলামি সত্যিই ভাই তুই একটা প্যারা।
- বেশি কথা না বলে জায়গায় বস আর যদি মনে করিস আমার সাথে থাকবি না তো চলে যা৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৩
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
সোহাগ চুপ করে ক্লাস থেকে চলে গেলো৷ বুঝিনা কেমন বন্ধু এ? নাকি বন্ধু নামে কলঙ্ক৷ সামান্য ফাইজলামি করি বলেই কিনা ওদের কাছে অসহ্য কর। একটু মনে হয় বেশিই বাড়াবাড়ি করে ফেলি৷ বাসায় আব্বুও অনেকটা বিরক্ত বোধ করে৷ না নিজেকে শুধরে নিতে হবে৷
সিদ্ধান্ত নিলাম আর কারও সাথে তেমন কোনো ফাইজলামি করবো না৷ চুপচাপ ক্লাস শেষ করে নিচে নেমে আসলাম৷
মিম আপু দূরে আম গাছটার নিচে দাড়িয়ে আছে৷ আশেপাশে আপুকে কোথাও দেখলাম না৷
- ওই সিয়াম এইদিকে আয়৷ (মিম আপু জোড়ে ডাক দিয়ে)
কাছে গেলাম৷
- কি?
- আচ্ছা তুই কি কখনও ভালো হবি না৷
- আমি আবার কি করলাম৷
- কি করলাম মানে তুই আজকেও নাকি মেয়েটাকে যা তা বলছিস৷
- কে বললো।
- কে আবার মেয়েটা নিজে এসে আমাকে বলে গেছে৷
- ওহ্ তাহলে ওই মাইয়া টা আর কাওরে পাই নাই শেষ মেষ ডিমরে কইয়া গেছে৷
- কি বললি (রেগে গিয়ে)
- না কিছু না আপু কোথায়।
- তোর আপু চলে গেছে
- কেনো?
- বাসা থেকে ফোন দিয়েছিলো সে জন্য।
- বাহ্ তো আমাকে বলবে না।
- তোকে বলে কি হবে কোন কাজটা তুই করতে পারতি। পারিস তো শুধু সারাদিন কার সাথে ঝগড়া করা যায় কার সাথে ফাইজলামি করা যায়।
- হয়েছে আর বলতে হবে না।
- যা ক্লাসে যা আর শোন পারলে একটু নিজেকে শুধরে নিস ওমন ফাইজলামি করার জন্য কবে দেখবি কোন মেয়ের হাতে মাইর খেয়ে কেলিয়ে পরে থাকবি৷ আমরা তো তোর পরিচিত বলে কিছু বলা হয় না৷
- হুম ( মাথা নিচু করে)
- কি হলো মন খারাপ করলি৷ দেখ যা বলছি তোর ভালোর জন্যই বলছি না হলে তোরই সমস্যা হবে৷
কিছু বলছি না৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৩
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
- আচ্ছা মন খারাপ করিস না চল ক্যাম্পাসে যায় কিছু খেয়ে আসি৷ (হাত ধরে টান দিয়ে)
- না তুমি যাও আমার ভালো লাগছে না৷
- মন খারাপ করিস না চল তো (হাত টান দিয়ে নিয়ে গেলো)
দুজনেই ক্যাম্পাসে পাশাপাশি বসে আছি৷
- বল কি খাবি (মিম আপু)
- না কিছু না তুমি খাও৷
- দেখ আমি তোকে খারাপ কিছু বলিনি যে আমার উপর রাগ করে থাকবি৷
- আমি তোমার উপরে রাগ করে নেই৷
- ঠিক আছে তাহলে নে খা (দুইটা সিংগাড়া দিয়ে)
আমি মাথা নিচু করে চুপচাপ খাচ্ছি৷ কোনো কথা বলছি না৷ খারাপ লাগছে নিজের কাছে। মিম আপু যেহেতু বড় তার সাথে আর ফাইজলামি করবো না৷ কারও সাথেই করবো না৷
- আচ্ছা সিয়াম তুই কি কারো সাথে প্রেম করিস (মিম আপু
কথাটা শুনে প্রথমে কিছুটা ঘাবড়ে গেলাম৷ তারপর বেশ শান্ত ভাবেই জবাব দিলাম।
- না
- অবশ্য না করারই কথা তুই যেমন ফাইজলামি করিস তোর সাথে তো কোনো মেয়েই থাকতে চাইবে না। (বলেই হেঁসে উঠলো)
- হুম
- আচ্ছা তোর কি কোনো মেয়ে বান্ধবী আছে৷
- না
- দেখলি প্রেমও করিস না বান্ধবীও নেই তাহলে ভাব তুই কেমন ফাইজলামি করিস৷ শোন তুই এখন কলেজে উঠেছিস আগের মতো আর ছোট নেই৷ সব কিছুই বুঝিস সুতরাং ভালোভাবে পড়ালেখা কর দেখবি আংকেল আন্টিও তোকে ভালো বলবে৷
মিম আপু কথা গুলো বলছিলো আর আমি মাথা নিচু করে শুনছিলাম৷
- তোর আপুও তোকে বাসায় চলে যেতে বলেছে চল এক সাথে যাই৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৩
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
বলেই ক্যাম্পাস থেকে বের হয়ে বাসার দিকে হাটা দিলাম৷ মিম আপুও আছে আমার সাথে৷ আমার যতদূর মনে পড়ে জীবনেই এই প্রথম মিম আপুর সাথে একা পাশাপাশি হাটছি তাও আবার চুপচাপ ভাবে৷ মিম আপুর বাসার কাছে প্রায় চলে এসেছি৷
- আচ্ছা তুই বাসায় যা আর কালকে কলেজে আসিস৷
- হুম।
আমিও বাসায় চলে আসলাম৷ আপুকে দেখলাম রুমে বসে আছে৷
- তুই আমাকে রেখে চলে আসলি কেনো৷
- জরুরী কাজ ছিলো সে জন্য৷
- কি এমন জরুরী কাজ যে আমাকে না বলেই চলে আসলি৷
- তোকে বলার প্রয়োজন ছিলো না তাই যা রুমে যা৷
- হু
- কি হয়েছে ওমন মুখ কালা করে আছিস কেনো৷
- না কিছু হয়নি৷
বলেই রুমে চলে এলাম৷ আপুর কি এমন কাজ থাকতে পারে যে আমাকে না বলেই চলে আসলো৷ আর বলছেও না নাকি আমাকে তাদের কোনো কাজেরই মনে করে না কোনটা৷ ভালো লাগছে না মাথা ঝিম ধরে আসছে৷ কোনো মতে জামাটা চেঞ্জ করে শুয়ে পড়লাম৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৩
#boro_apor_bandhobi_part_03
#banglastory143
🔰 ❣️ 🔰 ❣️ 🔰 ❣️ 🔰
🔰 ❣️ 🔰❣️ 🔰
🔰 ❣️ 🔰
🔰 ❣️
চলবে,,,,,,,,,,,
(#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন।)
No comments