বড় আপুর বান্ধুবী -পর্ব-০১ | Boro apor bandhobi - Part-01
লেখকঃ সিয়াম হোসেন
পর্ব-০১

- ওই সিয়াম উঠবি, না কান ধরে টান দিবো। (বড় আপু)
- কি হয়েছে ডাকছিস কেনো? (আমি বিছানায় গা এলিয়ে দিয়েই)
- ডাকছি কেনো মানে অ-বেলা করে কিসের ঘুম উঠ বলছি৷
- কিসের অ-বেলা সবে তো সকাল৷
- সকাল না কান টেনে না লাল করে দিবো সন্ধ্যা হতে চললো সেই দুপুরে ঘুমিয়েছিস৷
- হুম তো কি হয়েছে ডাকছিস কেনো৷
- তুই সকালে মিমকে কি বলছিস৷
- কোন মিম
#boro_apor_bandhobi_Part_01
#https://banglastory143.blogspot.com/
- কোন মিম মানে (কান ধরে জোড়ে করে টান দিয়ে৷)
- আহ্ আপু লাগছে ছাড়।
- আগে বল কি বলেছিস ওকে।
- ছারবি তো তারপর বলছি৷
- কান ছেরে দিতেই ডান হাত দিয়ে কানটা একটু ডলে নিলাম৷ প্রচন্ড লেগেছে৷
- বল সকালে কি বলছিস ওকে৷
- কিছুই না৷
- কিছু না মানে ও আমাকে ফোন করে বললো তুই নাকি ওকে যা তা বলছিস৷
- মিথ্যা কথা ওই ডিমই থুক্কু মিমই আমাকে যা তা বলছে৷
- আচ্ছা কি বলছে শুনি৷
- সকালে আমি ওইদিকে ঘুরতে গেছি হঠাৎ দেখি মিম আপু রাস্তা দিয়ে ঘুরছে৷
- আচ্ছা তারপর।
- তো আমি আপুকে ডাক দিয়ে বললাম কেমন আছো সে বলেকি আমি পিচ্চিদের সাথে কথা বলিনা৷ তোমার কি মনে হয় আমি পিচ্চি৷
#বড়_আপুর_বান্ধুবী
#boro_apor_bandhobi
#https://banglastory143.blogspot.com/
- না তুইতো বুইড়া আলকাচ।
- দেখ আপু ভালো হবে না বলছি৷
- কি করবি শুনি৷
- কি করবো দেখবি (বলেই বিছানা থেকে নেমে চুল ধরে জোড়ে টান দিয়ে দৌড়ে চলে গেলাম)
- বাসায় আসবিনা তোর চুল ছিড়ে শাক ভাজি করে খাওয়াবো৷ (পিছন থেকে আপু)
- বেশি ক্ষুধা লাগলে তোরটা কেটে খা৷
(আসুন পরিচিত হয়৷ নতুন করে পরিচিত হবার আর কি দরকার। উপরে যার সাথে কথা হচ্ছিলো সে আমার বড় আপু রিয়া৷ আর তার বান্ধবী হচ্ছে মিম৷ আপুকে যা বলছি সব মিথ্যা৷ আসুন সকালে কি হয়েছিলো সেটা দেখা যাক৷)
সকালে রাস্তার পাশ দিয়ে হাটছি হঠাৎ করে দেখলাম মিম আপু আসছে সামনে থেকে৷ গলায় একটু ফুল ভলিয়ম দিয়ে গান ধরলাম
"নিথুয়া সন্ধ্যায় কুত্তায় গান গায়
বিড়ালেতে গিটার বাজায়
গিটারের তালে তালে
মুরগি ডিম পারে সেই ডিম নাকি হেটে হেটে চলে"
(লাইনটা বলার সময় মিম আপু কাছে চলে আসছিলো)
#বড়_আপুর_বান্ধুবী
#boro_apor_bandhobi
#https://banglastory143.blogspot.com/
- ওই সিয়াম দাড়া
- হ্যা আপু।
- আমাকে ডিম বললি কেনো৷
- কোথায় বললাম আমি তো গান গাচ্ছিলাম৷
- মিথ্যা কথা বলবি না বল ডিম বললি কেনো৷
- বললাম না গান গাচ্ছিলাম৷
- কি গান গাচ্ছিলি শুনি
- তোমাকে শোনাতে যাবো কেনো আমার গলার দাম আছে।
- উরে বাবা গলার সুর কাউয়ার মতো, ভাব লয় আবার কুত্তার মতো৷
- দেখো মিম আপু ভালো হচ্ছে না কিন্তু তুমি আমাকে অপমান করছো৷
- তোর আবার সম্মান ছিলো নাকি৷
- চুপ পচা ডিম।
- মুখ সামলে আমি তোর বড়৷
- তাতে আমার কচু হবে বেশি কথা বললে না ডিম পোস করে খেয়ে ফেলবো৷
#বড়_আপুর_বান্ধুবী
#boro_apor_bandhobi
#https://banglastory143.blogspot.com/
- থাপ্পড় দিয়ে না তোর দাঁত লাল করে দিবো৷
- আসলেই তোমার মাথাটা গেছে৷ দাঁত কি কখনো লাল করা যায়৷
- যখন থাপ্পড় খাবি তখন বুঝবি৷
- আমি ও সব খাইনা তবে পচা ডিম খেলে যে দাঁত লাল হয় সেটা আমি জানি৷
- তবেরে দাড়া তোর আপুর কাছে নালিশ দিবো।
- নালিশ দিয়ে বালিশ পাবা কয়টা৷
- চুপ ফাজিল।
বলেই হাসা শুরু করে দিলো৷ হঠাৎ করে হাসছে কেনো পাগল হয়ে গেলো নাকি৷
- কি হলো হাসছো যে৷
- তোকে দেখে।
- আমাকে দেখে কি তোমার জোকার মনে হয়৷
- না তবে তোর ওইটা দেখে।
- ওইটা দেখে মানে
- তোর প্যান্টের চেন খোলা (বলেই হেঁসে উঠলো৷)
#বড়_আপুর_বান্ধুবী
#boro_apor_bandhobi
#https://banglastory143.blogspot.com/
মানে কি প্যান্টের চেন খোলা মাথা নিচু করে দেখলাম না ঠিকই তো আছে৷ তাহলে কি মিথ্যা বললো৷ মাথাটা উঠিয়ে দেখার আগেই মনে হলো গালে কেউ থাপ্পড় দিলো৷
- উফ তুমি আমাকে মারলে তোমাকে তো আমি ছারবো না৷ ( আমি রেগে গিয়ে)
- চুপ যা বাসায় গিয়ে দেখ এবার দাঁত কিভাবে লাল হয়৷ (বলেই উল্টো দিকে হাটা দিলো)
আমিও কি কম নাকি পিছন থেকে দৌড়ে গিয়ে চুলের মুঠি ধরে টান দিয়ে দৌড় দিছি৷ তারপরের ঘটনা তো জানেনই আপু কি বললো৷
সে যাই হোক বাসা থেকে বের হয়ে গলির মাথায় বসে চা খাচ্ছি৷
- সিয়াম সন্ধ্যার সময় বাসার বাইরে কি (আব্বু)
তাড়াতাড়ি করে উঠে পরলাম৷
- আসলে আব্বু চা খেতে আসছিলাম তুমি তাড়াতাড়ি চলে আসলে যে৷
- কাজ শেষ সে জন্য তাড়াতাড়ি বাসায় চল৷
- হ্যা আব্বু চলো৷
আব্বুর সাথেই বাসার দিকে রওনা দিলাম৷
♦♦♦♦
♦♦♦
♦♦
♦
চলবে......
রোমান্টিক + থ্রীলার + রহস্যময়ী + গোয়েন্দা টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন।
No comments