গল্প | নীল চুড়ির ভালোবাসা - পর্ব-০৬
লেখক – মমিনুল ইসলাম নীল

আগের পর্বের পর থেকে,,,,,,,
আমাদের রোমান্টিক সিনে জল ঢেলে দিলো ডাক্তার,
ডাক্তার-এখন কেমন লাগছে?
আমি- আলহামদুলিল্লাহ ভালো।
ডাক্তার-আপনাদের আজকেই বাড়ি নিয়ে যেতে পারবে কিন্তু বাড়িতে গিয়ে ঠিক মতো রেস্ট নিতে হবে।
পিছন থেকে রিয়া বলে উঠলো,
রিয়া-রেস্ট নেওয়ার ব্যবস্থা আমরা করে দেব।
ডাক্তার-হুম। ওদের বেশি হাঁটা চলা করতে দিয়েন না।
রিয়া-আচ্ছা
ডাক্তার-আর আমি কিছু ঔষধ লিখে দিছি। সেগুলো শেষ হলে আমার সাথে দু'জন দেখা করে যেও।
আমি-আচ্ছা
অতঃপর হাসপাতালের ঝামেলা শেষ করে বাড়িতে আসলাম কিন্তু রিয়া শুরু করলো আরেক পাগলামি। আমি আর কষ্ট করে বলবো কেন? আপনারাই দেখে নিন কি শুরু করছে
রিয়া-ধিক্কু নাকুর ধিক্কু নাকুর ধিক্কু নাকুর না না না
আমি-দুলাভাই তোমার বউ মানে আমার বোন পাগলি হইচ্ছে
রিয়াদ-ও পাগলু ডান্স ডান্স ডান্স
নীলা-এখন আমার ভাইও পাগল হইছে।
আমি-দু'জনকে পাবনা নিতে হবে মনে হয়
নীলা-ঠিক বলছো
রিয়া-নীল কি কখনো ভুল বলতে পারে নাকি?
নীলা-হুম নীল কখনো ভুল বলতে পারে না।
রিয়া-এহ্ বললেই হলো।
নীলা-হুম বললেই হ,,
আমি-ওই তোমরা চুপ করবা। বাড়িতে আসতে না আসতেই কি শুরু করলা?
রিয়া-এই তো আমরা চুপ হয়ে গেছি।
রিয়াদ-আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি।
আমি-কি সিদ্ধান্ত?
নীলা-বল তো কি সিদ্ধান্ত?
রিয়া-ননদ নাচানাচি না কইরা, একটু শান্ত থাকো
নীলা-হুম। বল ভাইয়া।
রিয়াদ-রিয়া বলে দেও।
রিয়া-তোমারা দু'জন যেহেতু দু'জনকে ছাড়া থাকতে পারতাছো না। তাই আমরা দু'জনকে একঘরে করার ব্যবস্থা করেছি।
আমি-কি বললি সব মাথার উপর দিয়ে গেলো।
নীলা-ভাবী কথার আগামাথা কিছুই বুঝি নাই।
রিয়া-রিয়াদ ওদের বুঝিয়ে দেও।
রিয়াদ-আমিই তো বুঝি নাই, তাহলে ওদের বুঝাবো কিভাবে?
রিয়া-ও আল্লাহ গো আমার জামাই আমার কথা বুঝে না।এ্যা এ্যা এ্যা
রিয়াদ-নীল তুমি ঠিকি বলছো,রিয়াকে পাবনা নিতে হবে
রিয়া-ওই কুত্তা তুই চুপ করবি।
রিয়াদ-এই যে মুখে আঙ্গুল দিলাম।
আমি-রিয়া তোর ফাজলামি বন্ধ করে। ওই সময় যা বললি বুঝাই বল।
রিয়া-কথাটির মানে হচ্ছে আগামী শুক্রবার তোদের বিয়ে
আমি-কিহহহহ্
রিয়া-কিহ্ না জ্বী
নীলা-ভাবী এইটা কি সত্যি?
রিয়া-হুম
নীলা-ও সাকি সাকি রে...
রিয়া-নীল তুই শুরু করে দে..লুঙ্গি ডান্স
আমি-না আমার লজ্জা করে
রিয়াদ-ওরে আমার লজ্জাবতী সালাবাবু
আমি-দুলাভাই আমার তরফ থেকে তুমি নাচো।
রিয়াদ-দিলবার দিলবার
আমি-হা হা হা। দুলাভাই ডান্স বন্ধ করো নাইলে হাসতে হাসতে শেষ হইয়া যামু।
নীলা-ভাই তুই অফ যা।
রিয়াদ-কেন?
রিয়া-তুই নাচতে পারোস।
রিয়াদ-কে কইছে পারি না, হালারে ধইরা আনো। এই দেখো কত সুন্দর নাচ পারি আমি। দিলবার দিলবার।
আমি+নীলা-হা হা হা হা
রিয়া-তুই নাচা অফ করবি নাকি আমি আহুম
রিয়াদ-অফ করমু না
রিয়া-খাড়া আইতাছি....
রিয়াদ-না বউ বইয়া আছো বইয়াই থাকো। আমি অফ যাইতাছি।
আমি-দুলাভাই তুমি দিলা পুলাগো মান সম্মান শেষ কইরা।
রিয়াদ-কেমবে সালাবাবু?
আমি-এই যে বউ রে ভয় পাও।
নীলা-ওলে বাবা রে, তুমি মনে হয় ভয় পাবা না বাবু।
আমি-আমি কেন ভয় পামু উল্টা বউ আমারে ভয় পাইবো
নীলা-বাবু একটু ঘরে আসো তো।
আমি-আচ্ছা
অতঃপর ঘরে গেলাম..... দরজা বন্ধ....ঠাসসসসস, ধুপধাপ
আমি-আল্লাহ গো আমারে কেউ বাঁচাওওওওওওওওওওও
রিয়া আর রিয়াদ বাইরে থেকে বলছে,
রিয়াদ-রিয়া নীল এভাবে চিৎকার করছে কেন?
রিয়া-তুমিও যেখানে আমি তো সেখানে।
অতঃপর ৩০মিনিট পর বাইরে বের হলাম....
রিয়াদ-তোর তোর এই অবস্থা কেন?
আমি-দুলাভাই এখন বুঝছি।
রিয়াদ-কি বুঝছোস?
আমি-তুমি কেন রিয়াকে ভালোবাসো থুক্কু ভয় পাও।
রিয়াদ-আয় সালাবাবু আয় বুকে আয়।
আমি-ভাবী ননদ একি রকম হইছে।
নীলা-কি কইলা তুমি বাবু?
আমি-কিছু কই নাই বাবু।
নীলা-আমি শুনলাম কি যেন বললা?
আমি-কিছু বলি নাই তো।
নীলা-সত্যি।
আমি-হুম।
নীলা-গুড বয়।
হালার এই হিটলার রে বিয়া করমু না। বিয়ে করলে জীবনটারে তেজপাতা বানাই দিবো। বিয়ের আগেই এমন ধুলাই করছে না জানি বিয়ের পর কি করবে। ও ভাভা গো এহনো ব্যাথা করে।
এমন সময় নীলা,
নীলা-বাবু
আমি-ডাইনির নাম নিছি আর চইলা আইছে।
নীলা-কি বলো বিরবির করে।
আমি-কই কিছু না তো।
নীলা-সত্যি।
আমি-হুম।
নীলা-ওকে খেতে আসো।
আমি-যাও আমি পরে আসতেছি।
নীলা-আচ্ছা।
আসলেই ডাইনিরা অনেক বছর বাঁচে। দেখেন ডাইনির নাম নিয়া আর ডাইনি হাজির হোগেয়া। মনডা কইতাছে কচু গাছের লগে ফাঁসি নেই। আল্লাহ দড়ি ফালাও আমি উইঠা যাই...
নীলা-ওই কুত্তা খেতে আসবি নাকি আমি উপরে আসমু।
আমি-না বাবু আমি আইতাছি।
....
........
চলবে.....
#নীল_চুড়ির_ভালোবাসা #মমিনুল_ইসলাম_নীল #Nil_Churir_Bhalobasa #Mominul_Islam_Nil #banglastory143
❤️❤️❤️❤️
ReplyDelete🥰🥰🥰🥰
ReplyDelete