গল্প | ডার্ক হ্যাকার যখন ক্ষ্যাত - পর্ব-১২


গল্প | #ডার্ক_হ্যাকার_যখন_ক্ষ্যাত

পর্ব | ১২

লেখক | আরিয়ান 




----আচ্ছা রিমি শুনো।  তুমি এখানে একটু বসো।  আমি একটা  ভিডিও করব। এই বলে রিমি কে বসিয়ে দিলাম আর আমি ভিডিও তে বলতে  শুরু করলাম,,,,,,



আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও টি Dark Queen কে নিয়ে। আপনারা সবার হইত ধারনা আছে যে কে এই Dark Queen। সে বাংলাদেশের একজন হ্যাকার। আর বাংলাদেশকে বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করছে এই Dark Queen।



কিন্তু সে ভুলে গেছে যে বাপেরও বাপ আছে। সে কিছুদিন আগে বাংলাদেশ স্পেস রিসার্চ অরগানাইজেশান কে হ্যাক করার চেষ্টা করেছে। কিন্তু সফল হয়েও হতে পারেনি। মাত্র ১০ মিনিটের মধ্যে এই সার্ভার কে আমি ফিরিয়ে আনতে সফল হয়েছি। কিন্তু সেখানে Dark Queen ছোট একটা ভুল করে ফেলেছে। সেখানে সে তার কিছু তথ্য ভুলবসত রেখে যায়। আর সেই তথ্যকে পর্যালোচনা করে আমরা Dark Queen পর্যন্ত পৌছাতে পেরেছি।



কিন্তু সে এই ব্যাপারে একদম ইই জানে না। আগামীকাল সকাল ১০ টায় বাংলাদেশ হ্যাকার এক্সপোজ নামের এই ওয়েবসাইটে Dark Queen কে দুনিয়ার সামনে আনা হবে এবং এই ওয়েবসাইটে Dark Queen এর সকল তথ্য রয়েছে। 



আর Dark Queen এর নামে সাইবার  অপরাধের জন্য এরেস্টও করা হবে। আগামীকাল সারা দেশ বাসী Dark Queen কে দেখতে পাবে ধন্যবাদ। 



এই বলে ভিডিও শেষ করে দিলাম। আর রিমি আমার দিকে একনজরে চেয়েছিল। 



---- আচ্ছা আরিয়ান তুমি কি সত্যি সত্যি Dark Queen কে ধরতে পেরেছ? না সব মিথ্যা বলছ। 



---- না সত্যি সত্যি,,,, আমাদের টিম Dark Queen কে পেয়ে গেছে। এবং কাল সকালেই তাকে দুনিয়ার সামনে দেখানো হবে। (মিথ্যা বললাম কারন এখন সত্যিটা কাউকেই বলা যাবে না।)  



---- ওহহহহ,,,,,,আচ্ছা Dark Queen এর কি কোনো ছবি আছে তোমার কাছে?  থাকলে দেখাও না প্লিজ প্লিজ। 



---- না রিমি এখন কাউকেই দেখানো যাবে না। তোমাকেও না। সরি। 



---- আরিয়ান প্লিজ প্লিজ,,,,,,দেখাও না একটু। আমি দেখলে তো আর কাউকে বলব না প্লিজ প্লিজ। 



---- রিমি তোমায় একবার বললাম তো দেখানো যাবে না। তার মানে না। (একটু ধমকিয়ে বললাম) 



---- আচ্ছা লাগবে না দেখানো। আমি নিজেই দেখে নিব। 



এইবলে আমার ঘর থেকে বেরিয়ে রিমি রান্নাঘরে আম্মুর কাছে  চলে গেল। আর রিমির শেষের কথাটা আমায় বেশি ভাবাচ্ছে। ও কিভাবে দেখবে?  



অন্যদিকে,,,,,,,

---পাপা পাপা তুমি কোথায়। 



---- হ্যাঁরে মা বল। চেচাচ্ছিস কেন? 



---- পাপা জানো আজ কলেজে অনেক বড় ঘটনা ঘটে গেছে ৷ তোমার মেয়েকে আজ অনেক অপমান করেছে। 



---- কি বলছিস কি?  কার এত বড় সাহস যে আমার মেয়েকে অপমান করে?  



---- পাপা অপমান না আমার গায়ে হাত ও তুলেছে। 



---- কিইইইইই,,,,,,তোর গায়ে কে হাত তুলেছে তুই শুধু একবার নামটা বল তাকে এই দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেব। 



---- আব্বু,,,,, তুমি আমার বন্ধু রিমি কে চিন না? 




---- হ্যাঁ চিনি তো। তোরা তো অনেক ভালো বন্ধু। 


---- না আব্বু ও আমার বন্ধু না আমার শত্রু। আজ ওর জন্য আরিয়ান আমার গায়ে হাত তুলেছে। 



---- মানেইইইই,,,,,কি হয়েছে ব্যাপার টা আমায় একটু বল তো। 



---- আব্বু আমি আরিয়ান কে অনেক বেশি ভালোবাসি। আর ওই রিমি আমার থেকে আমার ভালোবাসাকে চিরতরে নিয়ে চলে গেছে। রিমি আরিয়ানকে ওর ভালোবাসার জালে ফাসিয়ে নিয়ে গেছে। আর আজ ওই এই রিমির জন্যই আজ আরিয়ান আমার গায়ে সবার সামনে হাত তুলেছে অপমান ও করেছে। 



---- কি বলছিস কি তুই এইসব? 



---- হ্যাঁ আব্বু আমি যা বলছি একদম সত্যি বলছি। আমি আরিয়ানকে খুব ভালোবাসি আর আমি আরিয়ানকে ইই চাই



---- মামনি আমার কথা বুজার চেষ্টা কর,,,,,,আরিয়ান চৌধুরি অনেক পাওয়ারফুল একজন মানুষ। তার একটা ধমকে এই দেশের চিফ মিনিস্টার ও থরথর করে কাপে। আর আমার মত লোককে মুহূর্তের মধ্যে সরিয়ে দিতে পারে আরিয়ান চৌধুরি। 



---- পাপা আমি কিছু জানি না। আমি আরিয়ান কে চাই ইই চাই। ওকে যদি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে দিব বলে দিলাম। 



---- মামনি তুই নিজের ক্ষতি করিস না। আমি কাল ইই চৌধুরি হাউস যাব তোদের বিয়ের প্রস্তাব নিয়ে। 



---- না পাপা আরিয়ান রাজি হবে না। আরিয়ান কে রিমি ওর প্রেমের জালে পুরোপুরি অন্ধ করে ফেলেছে। 



---- তাহলে কি করার???



---- পাপা আমার কাছে একটা প্ল্যান আছে শুন। (প্ল্যান টা কি তা গল্পের মধ্যেই যেনে যাবেন।)  



---- কিন্তু মামনি এইটা তো অনেক ঝুঁকিপূর্ন কাজ। আর একবার কিছু ভুল হয়ে গেলে আমাদের কি হবে সেটা কল্পনাও করতে পারবি না। 



---- না পাপা কিছুই হবে না। তুমি আমার ওপর বিশ্বাস রাখ। তুমি আজ ইই তোমার লোকদের বলে কাজ টা করে ফেল। 



---- আচ্ছা। 



অপরদিকে,,,,,, 

আমি রিমির শেষ কথাটা ভাবতে ভাবতে হঠাৎ ভিডিও দিকে দেখলাম মাত্র কিছুখনের মধ্যেই 125k views লাইক,,,,কমেন্ট আর শেয়ার তো আছেই। নিশ্চয়ই Dark Queen আমার এই ভিডিও দেখেছে।  তারপর আরও কিছুক্ষন কিছু কাজ করার পর আম্মু ডাক দিল খেতে যেতে। টেবিলে গিয়ে আমি অবাক কারন আজ আমার ফেবারিট খাবার সব রান্না করেছে।



---- আম্মু এইগুলো কে রান্না করেছে?  



---- রিমি নিজের হাতে করল সব 



---- কিন্তু ও তো রান্না পারে না। 



---- হুম পারে না তো। আমি সব বলে দিলাম আর রিমি রান্না করল। 



---- ওহহহ আচ্ছা। 



তারপর আব্বু ও চলে আসল। আমরা ৪ জন অনেক মজা করে দুপুরের খাবার টা খেলাম। আমি ভাবতে পারি নাই যে রিমি আমার পরিবার এর সাথে এত সহজে এত ফ্রী হয়ে যাবে। খাওয়া শেষে,,,,,,



---- আচ্ছা আন্টি আজ তাহলে আমি আসি। ভাইয়া আবার অনেক টেনশনে করবে। 



---- আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। এই আরিয়ান যা রিমি কে ওর বাড়িতে দিয়ে আই। 



---- আচ্ছা আম্মু। আমি গাড়ি বের করতেছি তাইলে



---- না না আরিয়ান,,,,,গাড়ি বের করা লাগবে না আমি একা যেতে পারব সমস্যা হবে না। 



---- কি বলছ তুমি একা যাবে কেন? আরিয়ান তোমাকে দিয়ে আসবে। এই আরিয়ান যা গাড়ি বের করে রিমি কে বাড়ি পৌছে দে।(আমাকে ধমকিয়ে বলল আম্মু এইসব)  



---- না না আন্টি। সত্যি ইই আমি যেতে পারব। বিশ্বাষ করুন। 



---- আচ্ছা,,,,, ঠিক আছে। 



---- আচ্ছা আন্টি যাই কেমন। আল্লাহ হাফেজ।



---- তুমিও ভালো থেকো আল্লাহ হাফেজ। 



এইবলে রিমি চলে গেল। আর অবাক করার বিষয় হল যে যাওয়ার সময় একটুও আমার সাথে কথা বলে নাই। মনে হই ওই সময়ের কথায় রাগ করেছে। কিন্তু আমারো তো কিছু করার নাই। আমারো তো হাত পা বাধা।



কিন্তু আমার সব থেকে বেশি ভাবাচ্ছে রিমির শেষের কথা। এই কথা  ভাবতে ভাবতে আমি আমার রুমে এসে ল্যাপটপে একটু কাজ করতেছিলাম। বেশ কিছুক্ষন পরে দেখলাম আমার ল্যাপটপে একটি লাল বাতি ধরছে। মানে নিশ্চয়ই ইই কেউ আমার ওয়েবসাইট টি হ্যাক করার চেষ্টা করছে।



তাই দেরি না করে দ্রুত ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেমে গিয়ে চেক করলাম যে কারা আমার ওয়েব সাইট হ্যাক করার চেষ্টা করতেছে। দেখলাম ২ টা লোকেশন থেকে হ্যাক এর জন্য চেষ্টা করা হচ্ছে। অবাক করার বিষয় হল একটি লোকেশন রিমি দের এরিয়া থেকে আসছে আরেকটি আসছে শহর থেকে একটু দূরে গ্রাম থেকে। তারপর হঠাৎ ইই আমার ফোনে একটি কল আসে আর আমার দুনিয়া দারী মনে হই উল্টে গেল কারন,,,,,,,,,,,,,



চলবে.......

কেমন হল সবাই জানাবেন। ধন্যবাদ।

#dark_hacker_jokhon_khet_12

#banglastory143

No comments

Powered by Blogger.