বড় আপুর বান্ধুবী - পর্ব-০৮ (শেষ) | Boro Apor Bandhobi - Part-08 (End)
#বড়_আপুর_বান্ধবী
লেখকঃ সিয়াম হোসেন
পার্টঃ ০৮ (শেষ)

- সিয়াম আমার.....
- হুম তোমার কি?
- আমার বাড়ি থেকে.............
- হুম বলো।
- আমার বাড়ি থেকে কাকা কাকি আমার বিয়ে ঠিক করে ফেলেছে সামনের শনিবারে (কথাটা বলেই চুপ হয়ে গেলো)
- মানে কি তোমার বিয়ে ঠিক করে ফেলছে কেনো৷
- বিয়ে ঠিক করবে না তো কি করবি আমি বড় হয়ে যাচ্ছি না৷
- তোমাকে বলে আমার সাথে বিয়ে দিতে চাইছিলো তা হুট করে কার সাথে বিয়ে ঠিক করলো তোমার কাকা।
- তোর সাথে আর কি দিবে তুই কি রাজি হয়ে ছিলি সে জন্য কাকা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে৷
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
- তুমি কি বিয়েতে রাজি৷
- হ্যা
- মানে কি তুমি বলে আমাকে ভালোবাসো
- ভালো বেসে কি লাভ তুই তো আর আমাকে ভালোবাসিস না৷
- কে বললো
- কে আবার বলবে বলেছিস কখনও৷
- না৷
- আচ্ছা সিয়াম একটা কথা জিজ্ঞাসা করি (খুবই নরম ভাবে যেখানে মায়া জড়িয়ে আছে কন্ঠটার সাথে বোঝাই যাচ্ছে)
- কি
- তুই কি আমাকে ভালোবাসিস
- না মানে....
- বাসলে বলনা চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি৷
- কিন্তু
- কিন্তু কি ভালোবাসিস না তাইতো ঠিক আছে তোকে বাসতেও হবে না শনিবারে আমার বিয়ে তোর দাওয়াত রইলো (বলেই পিছন ফিরে হাটা ধরলো)
হাতটা টেনে ধরলাম৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
- কি হলো হাত ছার৷
- তুমি কি বুঝো না
- কি বুঝবো
- আমিও যে....
- হুম আমিও যে কি?
- আমিও যে তোমাকে.......... .
- তোমাকে কি ভালোবাসি।
- না...(পুরোটা বলার আগেই)
- তাহলে হাত ধরে আছিস কেনো ছার তোকে কথাটা জানানোর জন্য আসছিলাম (বলেই হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেলো)
মাথার উপর যেনো আকাশটা ভেঙে পড়ছে৷ মিম কি বুঝতে পারছে না যে আমিও তাকে কতটা ভালোবাসি৷ সেও তো বুঝতে পারে তবুও কেনো আমাকে রেখে অন্যর সাথে বিয়ে করতে পারে৷
অনেক খারাপ লাগছে নিজের কাছে৷ মিমের বিয়েটা কিছুতেই মানতে পারছি না৷ আবার মিমের কথা ভেবে ঘৃণাও লাগছে সে কি ভাবে অন্য ছেলের সাথে বিয়ে করতে পারে৷
কিছুই ভালো লাগছে না কি থেকে কি হয়ে যাচ্ছে৷ আচ্ছা আম্মুকে বিষয়টা জানানো দরকার তাই বাসায় চলে আসলাম৷
- কিরে সিয়াম কি হয়েছে তোর ওমন মন খারাপ করে আছিস কেনো৷
- কিছুনা৷
- কিছু না মানে কোনো খবর শুনেছিস৷
- কি
- মিমের বিয়ে হয়ে যাচ্ছে৷
- মানে তুমিও যানো যে মিমের বিয়ে হয়ে যাচ্ছে (অবাক হয়ে)
- হ্যা ও তো বাড়িতে এসে বলে গেলো৷
- তুমি বলে আমার সাথে মিমের বিয়ে দিবে তাহলে মিম যে এখন অন্য কারও সাথে বিয়ে করছে সেটা নিয়ে তোমার অনুভুতি কেমন৷
- অনুভুতি কেমন মানে ওই মাইয়া আমার সাথে ছলনা করছে আমি তো এর শেষ দেখে ছারবো (রেগে গিয়ে)
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
মানে কি তাহলে কি আম্মুও মিমের উপর রেগে আছে৷
- ওর কত বড় সাহস ও নাকি আমার ছেলেকে ছারা বিয়েই করবে আর আজকে আমাকেই দাওয়াত দিয়ে গেলো এর প্রতিশোধ আমি ভালো ভাবেই নিবো শোন ওর যেদিন বিয়ে সেদিন তোরও বিয়ে দিবো আমি আজকে মেয়ে খুজে বের করবো তোর কোনো দ্বিমত আছে (আম্মু রেগেই কথাটা বললো)
আমি চুপ করে আছি ভাবছি৷ আসলেই তো আম্মু ঠিক বলছে মিম যদি আমাকে ছেড়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারে তাহলে আমি কেনো পারবো না৷
- কি হলো চুপ করে আছিস কেনো বল৷
- ঠিক আছে তুমি মেয়ে দেখো৷
নিজের রুমে চলে আসলাম৷ কিছুই ভালো লাগছে না চোখে কেমন যেনো ঝাপসা দেখছি৷ হাত দিয়ে দেখলাম চোখ বেয়ে পানি পড়ছে৷ তাহলে কি আমি কাঁদছি কিন্তু কেনো সেই মিমের জন্য মিমের জন্য কেনো কাঁদবো আমি। সে যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে৷
আজকে মিমের বিয়ে৷ মনের ভিতর হাহাকার করছে৷ দৌড়ে গিয়ে বলতে ইচ্ছা করছে মিম তুমি বিয়েটা করো না আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি চলো না দুজনে দূরে কোথাও পালিয়ে যায়৷ যেখানে কেউ আমাদের খুজে পাবে না৷
কিন্তু তা সম্ভব নয়৷ কারণ আজকে যে আমারও বিয়ে৷ সারা বাড়িতে হৈচৈ শুরু হয়ে গেছে৷ আম্মুর পছন্দের মেয়েকে বিয়ে করতে যাচ্ছি তাকে এখনও পর্যন্ত আমি দেখিনি৷ নামটাও বলেনি আমাকে বলতে গেলে আমিই জানতে চায় নি৷ বিয়েটা রাতে তাই সবাই বউকে আনার জন্য গাড়িতে বসে আছি৷ আমার পাশেই বসে আছে আপু৷ মন মরা হয়ে বসে আছি দেখে আপু বলে উঠলো
- দেখ ভাই মন খারাপ করিস না যা হবার তা হয়ে গেছে। আম্মু যে মেয়েটাকে দেখেছে আমিও তার সাথে কথা বলেছি মেয়েটা দেখতে অনেক সুন্দর দেখবি তোকে অনেক সুখে রাখবে৷
- হুম
- হুম কি ওমন মনমরা হয়ে থাকলে হবে একটু হাস৷
জোড় করে কিছুটা হাসার চেষ্টা করলাম৷
গাড়িটা প্রায় এক ঘন্টা চলার পর একটা গেট দিয়ে ঢুকলো৷ না জানি কত দূরে বিয়ে দিচ্ছে আমাকে৷ বিয়ের আসরেও মেয়েটাকে দেখিনি৷ বলতে গেলে দেখার প্রয়োজন মনে করিনি৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
বিয়েটা সম্পূর্ণ করে বাসায় চলে আসছি৷ মেয়েটাকে আমি এখনো দেখিনি। সে ঘরে বসে আছে আমি ছাদের উপরে এক ভাবে দাড়িয়ে আছি৷
- কিরে ভাই ছাদে দাড়িয়ে ঘরে যাবিনা৷
- আমার যে খুব খারাপ লাগছে আপু আজকে মিম বিয়ে করে অন্য কারও সাথে রয়েছে এটা আমি কিভাবে মেনে নিবো (আপুকে জড়িয়ে ধরে প্রায় কান্না করে দিছি)
- মিমকে তুই ভালোবাসতি
- হ্যা (মাথা নেড়ে)
- তাহলে তখন বলিস নি কেনো যখন ও তোর সাথে সবসময় থাকতো৷
- সে যে আমার বড় ছিলো তাই বলা হয়নি৷
- ধুর পাগল ভালোবাসা কোনো বয়স মানে নাকি৷
- আমি এখন কি করবো৷
- কি করবি যা হওয়ার হয়ে গেছে ঘরে তোর বউ বসে আছে যা৷ আর শোন ওর সামনে মিমের কথাটা না বললেই ভালো নাহলে বেচারিটা অনেক কষ্ট পাবে৷
- হুম৷
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
রুমে চলে আসলাম৷ বউ দেখি আমার খাটের উপরে বসে আছে৷ আমি রুমে আসতেই সে খাট থেকে নেমে পা সালাম করে আবার খাটের উপর গিয়ে বসলো৷
- দেখুন আপনাকে আমি চিনি না এমনকি নামটাও জানিনা৷ আর আপনাকে আর একটা কথা জানানো দরকার আমি চাইনা আপনি পরে আবার বিষয়টা নিয়ে কষ্ট পান৷
মেয়েটা ঘোমটা দেওয়া অবস্থাতেই আমাকে মাথা ঝাকিয়ে সাই দিলো।
- দেখুন আপনি কষ্ট পাবেন কিনা জানিনা তবে আমি আপনাকে বউ হিসাবে আপাতত মানতে পারছি না কারণ আমি অন্য কাউকে ভালো বাসি৷ (কথাটা বলেই উলটো দিকে ঘুরে দাড়ালাম)
হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ একজন মাথায় স জোড়ে আঘাত করলো৷
- উফ মরে গেলাম গো (মাথায় হাত দিয়ে)
- কুত্তা বিড়াল শয়তাম ছেলে কোন মেয়েকে ভালোবাসিস তুই তোকে তো আজ আমি মেরেই ফেলবো (পিছন থেকে)
কথাটা শুনে পিছনে তাকিয়ে তো আমি রিতি মতো অবাক।
- মিম আপু তুমি এখানে?
- কি বললি আমি তোর আপু তাইনা (বলেই আর একটা মারলো)
- আহ্ লাগছে তো মারছো কেন?
- আগে বল কোন মেয়েকে ভালোবাসিস তুই৷
- আরে আমি তো তোমার কথাই বলছি৷
- আমার কথা সত্যি করে বল।
- সত্যি বলছি আমি তোমার কথাই বলছিলাম কিন্তু তুমি এখানে কি করছো।
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
- কেনো অন্য কেউ হলে খুশি হয়তি৷
- তা না কিন্তু তেমার তো বিয়ে হবার কথা আজকে৷
- বিয়ে তো হয়েছেই।
- মানে?
- মানে এ সবই আমাদের সাজানো ছিলো (পুরো বিষয়টা খুলে বললো)
- দেখো মিম আপু তুমি কাজটা ঠিক করলে না আমার সাথে চিটিং করছো৷
- আবার আপু দাড়া তোকে আজ মজা দেখাবো (বলেই মারতে আসলো)
- আচ্ছা সরি ভুল হয়ে গেছে আহ্ (মাথায় হাত দিয়ে যেখানে মারছিলো ব্যাথা করছে৷)
- কি হলো খুব লেগেছে বুঝি৷
- না এটা তো মাথা না ইট ব্যাথা লাগে না বুঝি যে জোড়ে মারছো৷
- আহারে আমার স্বামীটা আসো আজকে আদর দিয়ে সব ব্যাথা ভুলিয়ে দিবো৷
- ছি ছি আপু কি বলছো এসব (বলেই জিহ্বায় কামড় দিলাম)
- আবার আপু তোকে তো আজকে....
বলেই আমার উপর ঝাপিয়ে পড়লো৷
আপনারা আর কি দেখেন ঘরের দরজা বন্ধ লাইট অফ জেগে আছে ভালোবাসা শুধুই ভালোবাসা😁।
#বড়_আপুর_বান্ধুবী_পর্ব-০৮, (শেষ)
#boro_apor_bandhobi_part_08_End
#https://banglastory143,
🥰🥰🥰 সমাপ্ত 🥰🥰🥰
(ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
(#রোমান্টিক + #থ্রীলার + #রহস্যময়ী + #গোয়েন্দা টাইপের আরো গল্প পড়তে চাইলে আমাদের সঙ্গে থাকুন)
Nice story
ReplyDelete