অফিসের দেমাগি বস - পর্ব -০৩ | Officer Demagi Boss - Part -03

#অফিসের_দেমাগি_বস
লেখক : অভি আহমেদ রাজ
পর্ব - ৩



- ঠাসসসসসসসসসস

- হঠাৎ আমার ভাবনার ছেদ ফাটিয়ে দিয়ে গালে কষে একটা থাপ্পর পড়লো৷ তাঁকিয়ে দেখি ম্যাম দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টিতে৷

- কি ফাইল করেছিস এটা? কাজ করতে পারিস না তো আছিস কেন অফিসে৷৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


আমি তো ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে আছি৷ আমি কোনো কোনো ফাইলেই ভূল করিনি৷ এই রাগী পরী টার বুঝি ভূল হচ্ছে কোথাও৷..মনে মনে বলছি৷

- কি হলো চুপ আছিস কেন? উত্তর দে৷

- উত্তর কেমনে দিবি? ভূল করছিস যে৷ ১ঘন্টার মধ্যে ফাইলটা চায়৷ জানিনা কি করবি? এই নে ধর।

আমার হাতো ফাইলটা দিয়ে নিজের চেয়ারো যেয়ে বসল পড়ল ও৷ আমি এখনো হা করে ওর সৌন্দর্য দেখছি৷

- হা করে তাঁকিয়ে না থেকে যেয়ে কাজটা কমপ্লিট কর৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


আমিও দাঁড়িয়ে না থেকে চলে আসলাম আমার ডেস্কে৷ ওহ ওর পরিচয় ই তো দিলাম না৷ ওর নাম কেয়া৷ পুরো নাম বলব না😒৷ আর সে কে এতোক্ষণে নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন? আরে ও তো বসের মেয়ে৷
সে যাইহোক আমি ৪৫মিনিট পরে ফাইলটার কাজ শেষ করে ওনার রুমে গেলাম৷

আমি : আসবো ম্যাম?

কেয়া : হ্যাঁ আসুন।

আমি : ফাইলটির কাজ কমপ্লিট ম্যাম৷ (যাক শান্ত হলো এইবার)

কেয়া : দেন তো দেখি৷

আমি : নিন।

আমি ফাইলটি এগিয়ে ম্যামের টেবিলে রাখলাম৷ উনি তা নিয়ে দেখতে লাগলেন৷ না এইভার সব ঠিক আছে৷

কেয়া : আসতে পারেন।

আমি : ম্যাম একটা কথা ছিলো।

কেয়া : বলুন৷

আমি : ফাইলটি আমার হাতে দিন দেখাই৷

কেয়া : কি দেখাবেন?

আমি : দিন তাহলেই বুঝবেন৷

কেয়া আমাকে ফাইলটা দিলো৷ আমি ফাইলটা বন্ধ করে ওনাকে দেখালাম৷ কারণ যাকে যাকে দেওয়া হয় তাতে কোনায় ছোট্ট করে নাম লিখা হয় যাতে চেনা যায়৷ পরে আবার মুছে ফেলা হয়৷


আমিও ওনাকে নামটি দেখালাম সাদমান৷

আমি : ম্যাম এইখানে লিখা আছে সাদমান৷ আর আমার নাম..

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143

কেয়া : বুঝেছি৷ আপনি যান..(আমাকে থামিয়ে বলল)

আমি : হুম ঠিকমতো দেখে সিদ্ধান্ত নিন ম্যাম।

কেয়া : কাজে মন দিন যান।

আমি : জ্বী।

আমি ওনার রুম থেকে বেরিয়ে এসে আমার ডেস্কে বসলাম৷ শুধু বিনা কারণে আমাকে মারলো৷ হাতে অনেক শক্তি আছে৷ গালটা লাল হয়ে গেছে আর এখনো ব্যথা করছে 😨😨।

সেদিনের মতো কাজ করে ছুটির পরো বাসায় চলে আসলাম৷ থাপ্পরের ঠ্যালায় মাথা ব্যথা শুরু করেছে৷ তাই কিছু রান্না না করে বিস্কুট খেয়ে শুয়ে পড়লাম৷ রাতে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আবার বিস্কুট খেয়ে আবার ঘুম৷

আমার সামনে আমার বউ একটা সুন্দর শাড়ী পড়ে দাঁড়িয়ে আছে৷ সে শুধু আমার জন্যই এবং শুধু আমার সামনেই শাড়ী পড়ে৷ আমি আসতে আসতে তার কাছে এগিয়ে গেলাম৷ যেয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম৷ তারপরে ওর কপালে চুমু দিলাম৷ দুই চোখ চুমু দিতেই কিছুটা কেপে উঠল৷ তারপরে গাল, নাক আর ঠোঁটে আলতো করে চুমু দিলাম৷ গলায় চুমুতে ভরিয়ে দিলাম৷ আমার বউটা এতোক্ষণে কাঁপতে লেগেছে আদরে৷


আমি হাটুতে ভর দিয়ে ওর সামনে বসলাম৷ পেট থেকে শাড়ীটা সরাতেই ফর্সা পেট টা চোখে পড়ল ৷ মাঝখানে সুন্দরভাবে নাভীটা দেখা যাচ্ছে৷ আর লোভ সামলাতে পাড়লাম না৷ কোমড়ের দুই পাশে হাত রেখে একটা গাঢ় চুমু দিলাম ওর পেটে আর সঙ্গে সঙ্গে কেপে উঠে আমার মাথার চুল চেপে খামচি দিয়ে ধরল৷ ঠিক তখনই কানে আযানের প্রতিধ্বনি ভেসে আসলো।

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


ধুর বা* আজকেও স্বপ্ন৷ কবে যে বিয়ে করে এমনে বউকে আদর করবো আল্লাহ্ জানে৷


কি আর করার উঠে ভালো মতো ফ্রেশ হয়ে ওযু করে নামাজ আদায় করলাম৷ নামাজের পরে শুতে এসে পেটে টান অনুভব করলাম৷ তাই আর বিছানাতে না যেয়ে রান্নাঘরে গেলাম৷ যেয়ে ভাত উঠিয়ে দিলাম গ্যাসের চুলায় আর একটা আলু সিদ্ধ করতে দিয়ে ডিম ভাজতে লাগলাম৷ আলু ভর্তা, ডিম ভাজি, ভাত৷ উমম😋 আমার প্রিয় খাবার৷

খাওয়া শেষ করে গোসল করে পোশাক পড়ে আতর মাখলাম একটুখানি৷ (আমি স্রে পছন্দ করিনা৷ আর ওটা হালালও না তাই)


তারপরে প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম অফিসে৷


যাক কপাল ভালো আজকে তাহলে রাগী পরীটা আসেনি৷ আজকে স্যার নিজেই এসেছে৷ এইজন্য অনেক সেফ ফিল করছি৷ কারণ মেয়ে মানুষের ভরসা নেই। কখন যে কি বলে মেরে দিবে আপনি আন্দাজও করতে পারবেন না৷


দিনকাল ভালো চলছে এখন৷ অফিসে কাজের চাপ তেমন নেই৷ কারণ পরের মাসে চাপ থাকবে অনেক৷ এটা স্যার আগেই সবাইকে জানিয়ে দিয়েছেন৷ এতে আমার বিন্দু মাত্রও সমস্যা নেই৷ কারণ আমার কাজে আমি সর্বদা প্রসুস্থ৷

একদিন অফিসে বসে বসে টুকটাক কাজ করছিলাম তখন মেঘার আগমন ঘটলো৷ আমি তখনও কাজ ই করছি৷ ভালো করে লক্ষ্য করা হয়নি৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143



মেঘা :  কি করো?

আমি : এইতো টুকটাক কাজ করছি৷

মেঘা : ওহ গুড করো।

আমি : কিছু বলবে মনে হচ্ছে

মেঘা : হুম বলতেই তো আসলাম।

আমি : তাহলে বলে ফেলো কোনো প্রকার ভনিতা না করো।

মেঘা : অফিস শেষে আজকে দুইজনে কফিশপে বসে কফি খাবো৷ আমার তরফ থেকে৷

আমি : হঠাৎ করে?

মেঘা : হুম ভালো লাগেনা যে তাই ভাবলাম আরকি।

আমি : ওকে ডান।

মেঘা : সত্যি?

আমি : হুম একটা সুন্দরীর প্রস্তাব কি করে ফেরত দিই?

মেঘা : ফাজিল কাজ করো৷ গেলাম।

আমি : হিহিহিহিহি।

মেঘা : পাগল একটা।

আমি : হ্যাঁ ☺☺।

অফিস শেষে দুইজন একটা কফিশপে গেলাম৷ দুই কাপ কফি অর্ডার করে একটু গল্প করলাম৷ তখন কফি চলে আসল৷ না মানে ওয়েটার নিয়ে আসলো আরকি😂৷
কফিশপে থাকা কালিন শুধু গল্পই হয়েছে৷ আর বাসায় আসার সময় তো আরো৷ কারণ হেঁটে হেঁটে এসেছি৷ একটা বিষয় লক্ষ্য করলাম যে,,মেঘা অতিরিক্ত কথা বলে বন্ধুসুলভ মানুষদের সাথে আর কথা গুলো খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে৷

বাসায় এসে মেঘা ৩য় তলায় ওর ফ্লাটে প্রবেশ করল আর আমি উপরে আমার ফ্লাটের দিকে আসতে লাগলাম৷ এসে চাবি বের করে যেইনা দরজা খুলতে যাবো তখনই পেছন থেকে কে যেন নাম ধরে ডাক দিলো৷ পেছনে তাঁকিয়ে দেখি ফারিহা।

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


আমি : কি ব্যাপার? আজকে নাম ধরে ডাকছো কেন? আমি তোমার বড়৷ ভাইয়া বলো।

ফারিহা : রাখো তোমার ভাইয়া বলা৷ আমি নাম ধরেই ডাকবো৷

আমি : কেনো?

ফারিহা: কেন তোর কোনো সমস্যা আছে নাকি? (চোখ রাঙিয়ে)

আমি : ক..ক..কই নাতো? সমস্যা কেন থাকবে?

ফারিহা : আচ্ছা গুড৷ শোনো রাতে আমি বিরিয়ানি দিয়ে যাবো হুম৷ বাই।

এই কথাটা বলেই দিলো দৌড় ওর রুমে৷ আমি হাসতে হাসতে দরজা খুলে ফ্রেশ হয়ে একটা স্পিডের ক্যান খুলে পান করতে করতে টিভিতে WWE দেখছি৷ John Cena, Roman Reigns, Seth Rollins, Aj, Mustafa, Braun Randy এদের ভালো লাগে৷ 16 times world heavyweight champion John Cena😍৷ Nobody can do ১৬বার😏🤣(আমি কখনোই শুদ্ধ ইংলিশ বলিনা কিন্তু৷) For your information..এরা জাহান্নামী হবে😇

যাইহোক আমি টিভি দেখছি তখন হঠাৎ করে আমার ফোন বেজে উঠল৷ হাতে নিয়ে দেখি আননোন নাম্বার৷ সাত পাঁচ ভেবে কলটা রিসিভ করলাম৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143



আমি : হ্যালো?


ওপাশ থেকে একটা সুন্দর মেয়েলি কণ্ঠ ভেসে আসলো৷ আর কণ্ঠটা খুব চেনা চেনা লাগছে৷

- কেমন আছো?

আমি : ভালো কিন্তু আপনি কে?

- চিনতে পারোনি?

আমি : আজিব? আমি কি করে চিনবো? তবে আওয়াজটা খুবই পরিচিত লাগছে৷

টুট..টুট,,যাহ কেটে দিলো৷ ধুর কে না কে আজাইরা ফাইজলামি করতে বিরক্ত করেতেছে হয়তো৷

আমি নামাজ আদায় করে মাত্র বসছি তখনই কলিংবেল বেজে উঠল৷ যেয়ে দরজা খুলতেই নাকে বিরিয়ানির সুগন্ধ আসল৷ সাথে সাথে পেটে ক্ষুধার টান পড়ল৷

ফারিহা : ভেতরে আসতে পারি?

আমি : হুম হুম অবশ্যই

ফারিহা : কিছু খেয়েছো?

আমি : না রান্না করিনি

ফারিহা : হুম গুড৷ এই বিরিয়ানি আমি রান্না করছি ☺

আমি : ওপপসস ভালো তো বিয়ের পরে কাজে লাগবে

ফারিহা : ধ্যাত খেয়ে নিয়ো৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


বিরিয়ানি টা টেবিলে রেখেই এক দৌড়ে পালালো৷ মনে মনে হাসলাম৷ বিয়ের কথাতে হয়তো লজ্জা পেয়েছে৷
আমার খুব ক্ষুধা পেয়েছে তাই আর দেরি না করে হাত মুখ ধুয়ে বিরিয়ানি গিলতে থুক্কু খেতে বসে পড়লাম৷
বাহ্ বিরিয়ানির স্বাদ তো ভালোই হয়েছে৷ যা ছিলো সব পেটের ভেতরে এখন৷ তারপরও মনে হচ্ছে আরো খাবো😋৷

এভাবে গেলো আরো ১০-১২দিন৷ একদিন অফিসের একটা ফাইল কমপ্লিট করে স্যারের রুমে দিতে যাবো তখন দেখি ফারিহা আর কেয়া বসে আছে🙄।


আমি :  May i come in Ma'am!

কেয়া : Yes,come in.

আমি : ম্যাম এই যে ফাইলটা।

কেয়া : টেবিলে রাখুন,,পরে দেখে নেবো।

ফারিহা : আরে নীল তুমি! (কিছুটা অবাক হয়ে)

আমি : হুম কিন্তু তুমি এখানে কেনো?

ফারিহা : আমার মামার অফিস৷

আমি : মামা মানে? 😲😲

ফারিহা : হুম আমার আম্মুর ভাইয়ের অফিস৷

আমি : সেটা বুঝলাম কিন্তু আপন নাকি এমনি?

ফারিহা : আপন।


আমি : তাহলে আগে কখনো বলোনি কেন?

ফারিহা : আমি তো জানিনা তুমি এখানে কাজ করো৷ তাছাড়াও আমার আব্বু আম্মু পালিয়ে বিয়ে করেছে বিধায় তাদের সাথে মামা রাগে কথা বলেনা তবে আমাকে প্রচুর ভালোবাসে৷

কেয়া : কি হলো? এটা কি গল্প করার জায়গা? নিজের কাজ করুন যেয়ে৷

আমি : সরি ম্যাম৷

কেয়া : কাজ করুন যান।

আমি : জ্বী ম্যাম।

আমি ডেস্কে এসে কাজ করতে লাগলাম৷
অফিস শেষে বাসায় যেয়ে প্রতিদিন মতোই একই রুটিন অনুযায়ী খাওয়া, নামাজ আদায় করা, ঘুমানো৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


সেদিন বাসায় আসার একটু পরে ছাদে গেলাম৷ দেখি ফারিহা দাঁড়িয়ে আছে৷ আমাকে দেখেই বলল..


ফারিহা : কখন আসলে?

আমি : মাত্রই৷ কিছু বলবে মনে হচ্ছে৷

ফারিহা : কেয়া আপু অনেক ভালো তবে একটু রাগী৷ তুমি কিছু মনে করো না প্লীজ।

আমি: আরে নাহ এতে মনে করার কি আছে৷..(একটু না অনেক রাগী😨 মনে মনে)

ফারিহা : গুড বয়৷ রাতে খাবে কখন?

আমি : এইতো ৯টার সময়৷

ফারিহা : তোমার রান্না খাওয়াবে?

আমি : অবশ্যই।

ফারিহা : ওকে তাহলে একদিন দাওয়াত দিয়ো৷

আমি : হুম আর কিছু বলবা?

ফারিহা : হুম বলব তো☺

আমি : হুম তো বলে ফেলো নিচে যাবো।

ফারিহা : চোখ বন্ধ করো।

আমি : কেন? চোখ কেন বন্ধ করতে হবে?

ফারিহা : প্লীজ বন্ধ করো।

আমি : মারবে না তো?

ফারিহা : আরে নাহ তুমি করো।

আমি : ওকে করছি 😑

ফারিহা : তুমি ছেলেটা অনেক কিউট, হ্যান্ডসাম, হট ইচ্ছা করে খেয়ে ফেলতে৷

#অফিসের_দোমাগি_বস_পর্ব_০৩
#Officer_Demagi_Boss_Part_02
#banglastory143


কথাটা শুনেই ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম৷ চোখ খুলতে যাবো সে সময় ফারিহা আমার গালে একটা চুমু দিয়ে দিলো ভো দৌড়🤯🏃৷ একে দৌড়ে নিচে চলে গেল,,,
আমি এখনো শকের মধ্যে আছি৷ মেয়েটা বলে কি? আমাকে খেয়ে ফেলবে? লুচ্চা ছেমড়ি, লজ্জা শরম বলতে কিছুই নাই 😒 দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে নেমে একদম ফ্লাটে যেয়ে দরজা লক৷

উফফফ বাঁচা গেল৷

১১দিন কেটে গেলো আর কিছুদিন পরে ৩২হাজার টাকা পাবো😋৷ টাকায় ছিনিমিনি করবে মোর। একদিন রাতে বসে বসে আমি টিভি দেখছিলাম৷ রাত তখন ১০টা বেজে ১০মিনিট৷৷ হঠাৎ কলিংবেল বেজে উঠল৷ এতো রাতে আবার কে এসেছে?

মনের ভূল ভেবে আবার টিভি দেখায় মনোযোগ দিলাম৷

আবার কলিংবেল বেজে উঠল৷ তখন আমিও আর বসে না থেকে উঠে গেলাম দরজার কাছে৷ আস্তে আস্তে দরজাটা খুলতেই-ঝড়ের গতিতে একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া আমার ঠোঁটে লাগিয়ে পাগলের মতো চুমু দিতে লাগল..😳😳

♦♦♦

♦♦



চলবে..............................

নোট: লেখার ভূল ক্ষমার চোখে দেখবেন।

No comments

Powered by Blogger.