অফিসের দেমাগি বস - পর্ব -০১ | Officer Demagi Boss - Part - 01
#অফিসের_দেমাগি_বস
লেখকঃ অভি আহমেদ রাজ
পর্ব : ০১
সকাল ৫.৪০ মিনিটে ঘড়ির এল্যার্মের শব্দে ঘুম ভেঙে গেল৷..ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজ আদায় করে নিলাম৷
তারপরে আবার একটু শরীরটা এলিয়ে দিলাম বিছানায়৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
৭.৩০ মিনিটের দিকে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম৷ রান্নাঘরে যেয়ে একটা ডিম ভাজি করলাম আর কালকে রাতের ভাত ছিলো তাই একটু খেয়ে নিলাম৷
তারপরে সকাল ১০টার পরে আবার ঠিকমতো ফ্রেশ হয়ে একটা সাদা শার্ট, কালো রঙের প্যান্ট আর কালো সু পড়ে বেড়িয়ে পড়লাম৷ উদ্দেশ্য হলো একটা কোম্পানীতে চাকরীর খবর পড়েছিলাম খবরের কাগজে৷ সেখানে ছোট্ট একটা পদে কাজের জন্য ইন্টারভিউ ও যাচ্ছি৷ সে জন্য এইসব পড়লাম, নয়তো সব সময় এমনি একটা গেন্জি আর প্যান্ট পড়ে থাকি৷ ইন্টারভিউ ১১ টার পরে হবে৷ সেজন্য তেমন তাড়া নেই আমার৷ একটা রিক্সা ডেকে সেটাতে উঠলাম আর অফিসের ঠিকানা দিলাম৷ সে তার মন মতো রিক্সা চালাতে লাগলো৷
ওহ সরি আমার পরিচয় ই তো দেওয়া হলো না৷ যদিও আমার ডাকনাম নীল৷ বন্ধুরা তাই ডাকে তবে আমার নাম মো আবু বক্কর সিদ্দীক৷ নামটা পুরাতন তাইনা? তবে এই নাম যে আমার তাতে আমি অনেক খুশি৷ কারণ আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রিয় বন্ধু এবং শ্বশুড়ের নাম এটা৷ তাই এইটা কখনোই পুরাতন হতে পারেনা৷ আরো একটা কথা আমি যে দিনে জন্মগ্রহণ করেছি সেদিন টাই ছিল আমাদের নবী করীম (সাঃ) এর জন্মদিন৷ তাই কেউ আমার নাম এবং আমাকে নিয়ে মজা করলেও তেমন গুরুত্ব দেইনা৷ কারণ আমার মতো এতো সৌভাগ্য কয়টা মানুষের হয়৷
আমি আমার বাবা মায়ের তৃতীয় এবং ছোট্ট ছেলে৷ কিন্তু এইতো ৩ মাস হলো আমার অনার্সের রেজাল্ট দিয়েছে৷ আলহামদুলিল্লাহ A+ সব বিষয়ে৷ (আমি কিন্তু পড়ালেখা করিনা.বাস্তব কথা)৷ আমার বড় দুইভাই আছে তারা বিবাহিত৷ আর আমার পরিবারের সবাই আমার থেকে অনেক দূরে থাকে৷ কারণ আমি ঢাকাতে থাকি আর তারা ব্রাহ্মণবাড়িয়া জেলায়💓।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
এইযা পরিচয় দিতে দিতে চলে এসেছি অফিসের সামনে৷ পরে আস্তে আস্তে আরো জানতে পারবেন৷ আপাতত এই টুকুই থাকুক৷
আমি রিক্সার ভাড়া মিটিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম৷ ০৬ তলা বিশিষ্ট ভবন এটা৷ বোঝাই যাচ্ছে অনেক বড়, দামী এবং ভালো মানের কোম্পানী৷ ভেতরে যেয়ে দেখি অনেক লোক বসে কাজ করছে তাদের নিজ ডেস্কে৷ কয়েকটা ডেস্ক খালি আছে৷ ভাগ্যটা সাথে থাকলে হয়তো একটাই আমি বসতে পারবো৷
একজনকে জিজ্ঞাসা করলাম ইন্টারভিউ কোন দিকে হচ্ছে৷ সে বাম দিকে দেখিয়ে বলল উপরে ০৩য় তলায় আর সেখানে ডান পাশের সোফায় বসতে৷
আমিও একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম৷ একটু পরেই ৩য় তলায় পৌঁছে গেলাম আর লোকটার কথা মতো ডান দিকে থাকা সোফায় বসে পড়লাম৷
৩০মিনিট বসে থাকার পরে একজন লোক হয়তো পিয়ন হবে৷ সে আমাকে ডেকে নিয়ে গেল একটা রুমে৷ আর ভেতরে প্রবেশ করতে বলল৷ আমিও আল্লাহ্'র নাম আর দোয়া দুরুদ পড়ে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম৷ যেয়ে দেখি মাত্র ১জন লোক৷ যাক বাঁচা গেল কপাল ভালো নয়তো ২/৩জন বসে থাকতো৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
আমি : আসসালামু আলাইকুম স্যার।
লোকটি : ওয়ালাইকুমুস সালাম৷
আমি : জ্বী স্যার ইন্টারভিউয়ের জন্য এসেছি৷
লোকটি : হুম বুঝেছি বসো৷ আর তোমার ফাইলটি দাও।
আমি : জ্বী স্যার এই নিন৷
স্যার আমার কাগজপত্র গুলো নিয়ে মন দিয়ে দেখলেন৷ তারপরে দেখলাম স্যারের মুখে মুচকি হাসি৷ যেন বড় কিছু একটা পেয়েছে৷
তারপরে আমাকে ৫টার মতো প্রশ্ন করলেন আর আমিও আল্লাহ্'র রহমতে ঠিকঠাক উত্তর দিতে পেরেছি৷
স্যার : এগুলো সব তোমারই তো?
আমি : জ্বী স্যার যেকোনো প্রশ্ন করতে পারেন৷ ইনশাআল্লাহ আটকাতে পারবেন না৷
স্যার : বাহ্ প্রাউড ওফ ইউ ইয়াংম্যান৷ তোমার মা বাবা একটা সঠিক ছেলের জন্ম দিয়েছে৷
আমি : ধন্যবাদ স্যার।
স্যার : তোমার এই ডিগ্রি অনুযায়ী সব কাজ ঠিকমতো করতে পারবে তো?
আমি : ইনশাআল্লাহ।
স্যার : আর না পারলে যা লস হবে তোমাকে তার ক্ষতিপূরণ দিতে হবে৷
আমি : আমি রাজি স্যার আর নিজের ওপর ভরসা আছে আমার।
স্যার : এমন উদ্দীপনা আর সাহসী ছেলেই চাই যে আমার কোম্পানীর জন্য পারফেক্ট৷
আমি : তাহলে কি আমার চাকরীটা পাকা ভাববো?
স্যার : হুম কিন্তু কিছু টাকা দিতে হবে যে
আমি : কিসের টাকা স্যার।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
স্যার : এতো বড় কোম্পানীতে কাজ করবে, কতো টাকা বেতন পাবে আমাদের কি কিছু পাওয়ার নেই? বেশিনা মাত্র ০৫লাখ টাকা দিলেই চলবে৷
আমি : সরি স্যার আমার ওতো টাকা নেই আর থাকলেও দিতাম না৷ কারণ এই ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই পাপ৷ তাছাড়া এটা অপরাধও৷ আমি আসি স্যার৷ ধন্যবাদ৷
মন খারাপ করে যেইনা চেয়ার থেকে উঠতে যাবো তখনই স্যার বলে উঠল।
স্যার : congrats তোমার চাকরী পাকা৷
আমি : সরি স্যার? বুঝিনি!
স্যার : আগামী দুইদিন পর থেকে তোমার কাজ শুরু৷ যদিও তোমার পোষ্টটা একটু ছোট কিন্তু মন দিয়ে কাজ করো, আমি তোমাকে উপরে উঠাবো৷
আমি : কিন্তু আমি তো টাকা দিবোনা স্যার।
স্যার : আমার এমন কোনো ছেলে চায়না যে ঘুষ দিবে অথবা নিবে৷ কারণ এতে কোম্পানীর ক্ষতি হবে৷ কারণ সে টাকার বিনিময়ে কোম্পানীর ক্ষতিও করতে পারে৷ তাই সবাইকে এই পন্থা প্রয়োগ করেছি কিন্তু তুমি আর একটা মেয়ে শুধু পাশ করেছো৷
আমি : অনেক অনেক ধন্যবাদ স্যার৷ চাকরিটা খুব দরকার ছিলো।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
স্যার : তোমার বর্তমানের বেতন কম ১৫ হাজার টাকা৷ তবে পরে কাজের ধরন দেখে বাড়তি করা হবে।
আমি : ধন্যবাদ স্যার।
স্যার : এখন আসো আর মনে রেখো পরশু তোমার অফিস স্টার্ট৷
আমি : জ্বী স্যার৷
আমি স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসলাম হাসি মাখা মুখ নিয়ে৷ এতে কয়েকজন জ্বলল৷ তাতে আমার কি? আমি তো চাকরী পেয়ে গেছি৷ হুরররেরেে😃
যাইহোক খুশিতে বাড়িওয়ালাকে মিষ্টি খাওয়াইলাম আর নিজেও খেলাম৷ মিষ্টি আমার প্রিয় যে তাই😁৷
পরেরদিন কাজের জন্য মনকে স্থির করলাম৷ আর নিজেকে প্রস্তুত করলাম৷
আজ থেকে আমার অফিস শুরু৷
ভালো মতো পোশাক পরিধান করে অফিসে সঠিক সময়ে পৌঁছে গেলাম৷ এসে জানতে পারি আমার ডেস্ক ৩য় তলায়৷ তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে উপরে উঠেই লাগল একটা ধাক্কা৷
FB তে অনেক গল্প পড়েছি৷ ধাক্কা লাগলেই নাকি থাপ্পর দেয়৷ সেই ভয়ে সাথে সাথেই দুই হাত দিয়ে দুই গাল ঢেকে নিলাম৷ আর নরম গালে যেন কোনো থাপ্পর না পড়ে৷ আর ভয়ে চোখ বন্ধ করে আছি৷
তখন বুঝলাম কেউ হাসছে৷ ধীরে ধীরে চোখ দেখি সামনে থাকা মেয়েটা আমাকে দেখে হাসছে৷ কিছুটা লজ্জা পেলাম৷
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
আমি : আসলে দুঃখিত আমি দেখতে পারিনি৷ আর থাপ্পর দিতে পারেন তাই ওমন করলাম আরকি৷
মেয়েটি : হিহিহিহিহিহিহি
আমি : সুন্দর হাসি৷
মেয়েটি : কিছু বললেন?
আমি : কই কই নাত? (আমতা আমতা করে বললাম)
মেয়েটি : আমার নাম মেঘা৷
আমি : সুন্দর নাম৷
মেঘা : আপনার নাম?
আমি : মো আবু বক্কর সিদ্দীক৷
মেঘা : ওয়াও খুব খুব সুন্দর নাম৷
আমি : ধন্যবাদ ভাবলাম Old বলবেন৷
মেঘা : না এটা অনেক ভালো নাম জানি আমি৷
আমি : হুম আর আপনি আমাকে 'নীল'ও ডাকতে পারেন।
মেঘা : ওকে।
আমি : জ্বী আমার ডেস্কে যাবো বাই।
মেঘা : হুম বাই।
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
আমি চলে আসলাম৷ আর পিয়ন চাচার থেকে আমার ডেস্কটা দেখে নিলাম৷ সেখানে যেয়ে বসলাম৷ মেয়েটা কথা মনে পড়লো৷ ওহ সরি ওর নাম তো মেঘা৷ মেঘার ব্যবহারও ভালো অন্য মেয়েদের মতো বদমেজাজী না৷
যাইহোক আমার টেবিলে ২টা ছোট ফাইল রাখা আছে সেগুলোর কাজ করতে লাগলাম৷ বুঝতে তেমন কোনো অসুবিধে হলোনা৷ কারণ ভাইয়ার ফাইলের কাজ মাঝে মাঝে করেছি আমি৷
বিকেল ৪টার দিকে স্যারের রুমে আমার ডাক পড়লো৷ আমি অনুমতি নিয়ে প্রবেশ করে সালাম দিলাম৷
স্যার : নতুন অফিস কেমন লাগছে?
আমি : খুব ভালো স্যার।
স্যার : তোমাকে দুইটা ফাইল দেওয়া আছে কমপ্লিট করেছো?
আমি : জ্বী স্যার আরো আগে৷
স্যার : গুড বয়।
স্যারের সাথে আর কিছু কথা বলে ডেস্কে চলে আসলাম৷ লাঞ্চও করা হয়নি৷
৫টার সময় ছুটি হলো৷ আমি বাসায় এসে গোসল করে রান্না করে খেয়ে শুয়ে পড়লাম৷
এইভাবে ১মাস কাটলো৷ এই ১মাসে আমি আমার বেষ্ট দেওয়ার চেষ্টা করেছি আর সফলও হয়েছি৷ অনেক ভালো আর বড় ফাইলও শেষ করেছি৷
পরের মাস থেকে আমার বেতন ২২হাজার টাকা৷ টাকায় ছিনিমিনি করতিয়াওছে মোর৷ এতো টাহা 🙈💰💴💵
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
তাছাড়াও একটা গুড নিউজ৷ অফিস থেকে যেই ১০জনকে ফ্লাট দেওয়া হয়েছে তাদের মধ্যে এই ছোট্ট কর্মচারী মানে আমিও একজন৷ যাক বাবা আর ভাড়া দিতে হবেনা৷ টাকা বাঁচলো৷ বাসায় ৩হাজার টাকা পাঠিয়ে দিলাম৷ আম্মু আর আব্বুর কাপড় কেনার জন্য৷ হাজার হলেও প্রথম বেতন৷ কিন্তু আমার টাকা ওদের লাগবে না৷ ভাইদের ইনকামই অনেক৷ আমার কাছে থাকলো ১২হাজার৷ ৫হাজার টাকা আগের বাসার ভাড়া দিতে হলো৷ থাকলো ৭হাজার৷ দিব্যি চলবে ১মাস৷
আজকে আমি নতুন ফ্লাটে শিফট্ হয়েছি৷ অনেক ভালো লাগছে৷
অফিস শেষে ফ্লাটে আসার আগে ভাবলাম একটু বাজার করি৷ যেই ভাবা সেই কাজ বাজার থেকে এক হালি ডিম আর আলু কিনে আনলাম৷ মানে আজ ডিম আলুর তরকারী খাবো😋😋।
আমার রুমটা আবার ৪র্থ তলা৷ ধুর ভাল্লাগেনা৷লিফট নেই কারণ মাত্র ৫তলা বাসা৷
ঠুকঠুক করে এক পা,,দু পা করে উঠতে লাগলাম সিঁড়ি বেয়ে৷ এতো ওঠানামা ভালো লাগেনা৷ ১তলায় রুমটা দিলে কি এমন ক্ষতি হতো😒৷
এইসব ভাবতে ভাবতে উপরে উঠছি আর ঠিক তখন লাগলো একজনের সাথে ধাক্কা 😨
#অফিসের_দোমাগি_বস_পর্ব_০১
#Officer_Demagi_Boss_Part_01
#banglastory143
♦♦♦
♦♦
♦
চলবে.........
লেখার ভূল ক্ষমার চোখে দেখবেন৷ তেমন সাড়া না পেলে গল্পই দিবো না 😞
No comments